গত ৮ বছরে মোহনপুরের রাবার ড্রামে পানিতে ডুবে প্রায় ২০ জন নিহত
দিনাজপুরের মোহনপুর ব্রীজ সংলগ্ন উত্তর দিকে মোহনপুর রাবার ড্রাম অবস্থিত। দিনাজপুর শহর থেকে ১৮ কিলোমিটার পূর্বে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের সদর উপজেলার শংস্করপুর ইউনিয়নের মোহনপুর আত্রাই নদীর উপর নির্মিত রাবার ড্যামটি ২০১৩ সালের ২২ অক্টোবর উদ্বোধন করা হয়।রাবার ড্রাম এর নদীর দুই তীরে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এবং সর্তকীকরণ বিজ্ঞপ্তি না থাকায় সেখানে দূর দূরান্ত থেকে আসা নারী-পুরুষ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা সেখানে গোসল করতে নেমে পড়েন এতে প্রতি বছর দূর্ঘটনায় মারা যাচ্ছেন।গত ৮ বছরে মোহনপুর রাবার ড্রামে পানিতে ডুবে প্রায় ২০ জন নিহত হয়। সেখানে সরকারিভাবে কেউ তদারক করছেন না। বা হ্যান্ড মাইকিং দিয়ে সর্তকীকরণ কোন বার্তাও দিচ্ছেন না। ফলে নির্বিঘ্নে সেখানে নেমে পড়ে অনেক সাঁতার না জানা ব্যক্তিরা এবং অনেকে সাঁতার জানলেও পানির নিচে তলিয়ে যাচ্ছেন। এতে বাড়ছে দূর্ঘটনা। কেন সেখানে সর্তকরণ বিজ্ঞপ্তি দিয়ে জনসাধারণকে নামতে সাবধান করে দেওয়া হচ্ছে না তা নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে। সেখানে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করেন অনেকে।গত শনিবার মমিনুল হক দিনাজপুর শহরের নিমনগর (ফুলবাড়ী বাসস্ট্যান্ড) এলাকার ভোলা মিয়ার ছেলে মমিনুল হক (১৮) রাবার ড্রামে গোসল করতে নেমে মৃত্যুবরণ করেন। এ ব্যাপারে বিভিন্ন মহল দিনাজপুর জেলা প্রশাসকের রাবার ড্রাম এলাকায় জরুরী পদক্ষেপ গ্রহনের জন্য অনুরোধ করেন।ভোরের আকাশ/এসএইচ
ফুলবাড়ীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং যানজট নিরসনে অভিযান চালিয়েছে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ। বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে ফুলবাড়ী পৌর শহরের ঢাকামোড় নামক স্থান থেকে এ অভিযান পরিচালনা করা হয়।এ সময় সড়কে অবৈধ দোকানপাট উচ্ছেদ করে যৌথবাহিনী। এরপর শহরের সড়ক ও ফুটপাত দখল করা বিভিন্ন খাবার দোকানের সামনে জায়গা দখল, হোটেলের সামনে সাইবোর্ডসহ রাস্তার উপরে আসা অবৈধ্য স্থাপনা উচ্ছেদ করে।ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী জানান, ফুলবাড়ী শহরকে যানযট মুক্ত ও ফুটপাতের দোকানপাট বসিয়ে জনসাধারনের চলাচলে যাতে বাঁধা সৃষ্টি না হয় এবং দূর্ঘটনা এড়াতে এই অভিযান পরিচালনা করা হয়।এ দিকে অভিযানকে স্বাগত জানিয়েছে শহরবাসী। তবে অভিযানের কয়েকদিনের পর আবারও ফুটপাত ও রাস্তা পুনরায় যাতে দখল না হয় সেদিকেও প্রশাসনকে নজর রাখার আহ্বান জানিয়েছেন ফুলবাড়ীবাসী।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ফুলবাড়ী শহরের তীব্র যানজটের কারণে জনদুর্ভোগ বেড়েছে। বিশেষ করে ফুলবাড়ী বাস স্ট্যান্ড থেকে ঢাকামোড় মোড় পর্যন্ত সবসময় যানযট বৃদ্ধি পায়।এ বিষয় নিয়ে আইনশৃঙ্খলা কমিটির বিভিন্ন সভায় আলোচনা হয়। এর প্রধান কারণ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ সড়কে ফুটপাত দখল চিহ্নিত হয়। ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী যোগদান করার পর থেকে বিভিন্ন অভিযান পরিচালনা করেন। তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনসহ আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন।ভোরের আকাশ/এসএইচ
০৫ জুন ২০২৫ ০৪:৩৯ পিএম
ফুলবাড়ীতে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ চাল বিতরণ
অতি দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে পবিত্র ঈদ-উল আযাহা উদযাপন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্দপ্রাপ্ত ভিজিএফ এর চাল ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নে বিতরণ করা হয়।বুধবার সকাল সাড়ে ১০টায় শিবনগর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান সামেদুল ইসলাম ৯টি ওয়ার্ডের হত দরিদ্রদের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ করেন। এই ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ৫৮১৫ জন হত দরিদ্রদের মাঝে এ চাল বিতরণ করা হয়।তিনি বলেন, সরকারি বরাদ্দকৃত অনুদান হতদরিদ্রদের মানুষদের মাঝে সুষ্ঠ ভাবে বিতরণ করতে পেরেছি। ঈদুল আযাহা উপলক্ষে দুইটি ইউনিয়নের হতদরিদ্র কার্ডধারী ব্যক্তিদের মাঝে এ চাল সুষ্ঠ ভাবে বিতরণ করা হয়েছে।ফুলবাড়ী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর সহকারী প্রকৌশলী মোঃ শাহিনুর ইসলাম। এ সময় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকগণ উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/এসএইচ
০৪ জুন ২০২৫ ০৩:২৪ পিএম
ফুলবাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত
ফুলবাড়ী উপজেলা সভাকক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফুলবাড়ীর আয়োজনে পার্টনার কংগ্রেস প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) বিষয়ে কৃষকদেরকে নিয়ে সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আবু জাফর মোহাম্মদ সাদেক অতিরিক্ত উপ পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ), খামারবাড়ী, দিনাজপুর।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র মনিটরিং অফিসার পার্টনার দিনাজপুর অঞ্চল এর সঞ্জয় দেবনাথ, ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ শাহানুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার বিরামপুর এর মোঃ জাহেদুল ইসলাম ইলিয়াস, ফুলবাড়ী উপজেলা সমবায় কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ সারোয়ার আলম, উপজেলা মৎস কর্মকর্তা মোছাঃ রাশেদা খাতুন।পার্টনার কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষক, এনজিও কর্মী, স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন স্তরের সরকারী কর্মকর্তা কর্মচারীগন।অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ মোঃ আতিকুল ইসলাম।ভোরের আকাশ/এসএইচ