ছবি: ভোরের আকাশ
আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তাদের মধ্যে অন্যতম হচ্ছে টিপু সুলতান ওরফে হাতকাটা টিপু। এ সময় তাদের হেফাজত থেকে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
রোববার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে নূর মোহাম্মদ ওরফে টিপু সুলতান ওরফে হাত কাটা টিপু, আশুলিয়ার গাজীরচট মধ্যপাড়া এলাকার তাইজুল ইসলামের ছেলে আমির হোসেন ওরফে টিক্কার নাতি আমির ও গোপালগঞ্জ জেলার সদর থানার চর মানিকদা গ্রামের জামিল আহমেদের ছেলে রহমতুল্লাহ শেখ।
যৌথবাহিনী জানায়, রোববার দুপুর ২টার দিকে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে চাঁদাবাজের সাথে সম্পৃক্ত দুইজনকে গ্রেপ্তার করে জামগড়া আর্মি ক্যাম্পের নিয়মিত টহল টিম। পরবর্তীতে তাদের দেওয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে তাদের নেতা টিপু সুলতান ওরফে হাতকাটা টিপুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি করে বেশিকিছু দেশীয় অস্ত্র, চাঁদাবাজি এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত দ্রব্যাদি, মোবাইল ও বিভিন্ন অপরাধের আলামত পাওয়া যায়। আসামীদের পরবর্তীতে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান।
যৌথবাহিনী আরও জানায়, গ্রেপ্তার টিপু সুলতান ওরফে হাতকাটা টিপু একজন কুখ্যাত চাঁদাবাজ। সে আশুলিয়ার বাইপাইল-ডেন্ডাবর এলাকায় বিগত কয়েক বছর ধরে চাঁদাবাজি করে আসছে। এলাকার স্থানীয় জনসাধারণ তার বিরুদ্ধে বেশ কয়েকবার মানববন্ধন ও জনসমাবেশ করেছে। কুখ্যাত এই চাঁদবাজ বেশ কয়েকটি মামলার আসামী। বাইপাইল এলাকার প্রত্যেকটি দোকান থেকে সে এবং তার দল চাঁদা তুলে। বাসস্ট্যান্ডের দূরপাল্লার বাস এবং অন্যান্য গাড়ি থেকেও তার দল নিয়মিত চাঁদা তুলে। চাঁদা দিতে না চাইলে ভুক্তভোগীকে মারধর করা হয়। বাসস্ট্যান্ড এলাকার সাধারণ ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে কাফনের কাপড় মাথায় বেঁধে তার বিরুদ্ধে মানববন্ধন করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, এখনো থানায় আসেনি, তবে থানায় আসতেছে। চাঁদাবাজির অভিযোগে ৩ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
মুন্সিগঞ্জে প্রায় ১৫৪ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করেছে কোস্ট গার্ড।সোমবার (৬ অক্টোবর) বিকালে কোস্ট গার্ডের সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে রোববার মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে এসব জাল ও সুতা জব্দ করে বাহিনী।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১১ টা থেকে সোমবার সকাল ৬ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা মুন্সিগঞ্জ সদর থানাধীন দয়াল বাজার মাদবর বাড়ি এবং মিরকাদিম উত্তর কাজি কসবা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালীন ৩টি গোডাউন ও ৩টি কারখানা তল্লাশি করে প্রায় ১৫৪ কোটি ২৫ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৪ কোটি ৪০ লক্ষ ৫২ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল এবং জাল তৈরির কাজে ব্যবহৃত ১২ হাজার পিস সুতার রিল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাল ও সুতার রিল মুন্সিগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।ভোরের আকাশ/এসএইচ
বগুড়ার শিবগঞ্জে এক নাটকীয় ঘটনায় পুলিশের হাত থেকে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিয়েছে বিক্ষুব্ধ জনতা। এতে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে এক এসআই সহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগে পুলিশ ২০ জনের নাম উল্লেখ করে ও প্রায় ২০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছে।ঘটনাটি শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের চকভোলাখাঁ গ্রামে। ছিনিয়ে নেওয়া ওই ব্যক্তি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু (বদর উদ্দিন বদরের ছেলে)। তিনি একাধিক মামলার আসামি বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল রাজুকে গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাচ্ছিল। এ সময় গ্রামের নারী-পুরুষ হঠাৎ বিক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশের চোখে-মুখে কাদা ছুড়ে ও ধস্তাধস্তি করে রাজুকে ছিনিয়ে নেয়।পুলিশ পরে সাঁড়াশি অভিযান শুরু করলে গ্রামটি প্রায় নারী-পুরুষশূন্য হয়ে পড়ে। এ অভিযানে নারীসহ ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন বলেন, “সরকারি কাজে বাধা দেওয়া ও আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। আহত পাঁচ পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ২৪ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”তিনি আরও বলেন, “বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে, তবে নিরীহ কাউকে হয়রানি করা হবে না।”এদিকে ঘটনাকে ঘিরে এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।ভোরের আকাশ/জাআ
নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোজাম্মেল হক (৫৫) নামে এক ব্যক্তি নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, চাষাঢ়াগামী একটি অটোরিকশা জেলা পরিষদ কার্যালয়ের সামনে পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী মৌমিতা পরিবহনের একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রীদের দুজন রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মোজাম্মেল হক নিহত হন।দুর্ঘটনার পর বাসটি পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দিয়ে চালক ও হেলপারকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ এসে আহত চালক ও হেলপারকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠায়।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহাদাত হোসেন জানান, দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। এছাড়া গণধোলাইয়ের শিকার আরও দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, “৯৯৯-এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। একটি মৌমিতা বাস অটোরিকশাকে ধাক্কা দিয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত করেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, বাসটি জব্দ করা হয়েছে।”ভোরের আকাশ/জাআ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের নাম শরিফা আক্তার (২৮)। তিনি উপজেলার কান্দাপাড়া গ্রামের হেকিম মির্জার মেয়ে।এ সময় ঘাতক স্বামী আখতার হোসেনকে ঘটনাস্থল থেকেই আটক করেছে পুলিশ।সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আদালত এলাকায় শোকের ছায়া নেমে আসে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরিফা আক্তার ও তার স্বামী আখতার হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে স্ত্রী শরিফা আদালতে একটি মামলা করেন। সোমবার মামলার শুনানিতে উপস্থিত ছিলেন উভয়পক্ষ। শুনানির আগে আদালত প্রাঙ্গণে স্ত্রী শরিফা অবস্থান করছিলেন। এ সময় স্বামী আখতার হোসেন এসে স্ত্রীর সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আখতার হোসেন পিছন থেকে ধারালো ছুরি দিয়ে শরিফার পিঠে আঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথেই শরিফা আক্তারের মৃত্যু হয়। নিহত শরিফা আক্তারের আরবি নামে তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, ‘ঘাতক স্বামী আখতার হোসেনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’ভোরের আকাশ/জাআ