ছবি: ভোরের আকাশ
ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওবায়েদউল্লাহ (৭০) দীর্ঘদিন ধরে চোখে কম দেখতেন। বয়সের ভারে দৃষ্টিশক্তি প্রায় ঝাপসা হয়ে যাওয়ায় তিনি স্বাভাবিকভাবে চলাফেরায়ও সমস্যার মুখোমুখি হতেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার চরমানিকা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়ার সহযোগিতায় আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে তিনি চিকিৎসা নেন। এ সময় বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চোখ পরীক্ষা করে ড্রপ ও চশমা প্রদান করেন।
চিকিৎসা পাওয়ার পর আনন্দ প্রকাশ করে ওবায়েদউল্লাহ বলেন, আমি আগে চোখে কম দেখতাম। এখানে চিকিৎসা নিয়ে ড্রপ আর চশমা পাওয়ার পর থেকে আগের চেয়ে অনেক ভালো দেখতে পারছি। এজন্য এডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়াকে অসংখ্য ধন্যবাদ জানাই।
চরমানিকা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওজিউল্লাহ মাঝি ও ৭ নম্বর ওয়ার্ডের জাকির আখনসহ অনেকেই জানান, এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় অনেক মানুষ উপকৃত হয়েছেন। তাদের মধ্যে অনেকে নতুন করে চোখে দেখতে পারছেন। স্থানীয়রা আশা প্রকাশ করেন, এডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়ার মানবিক এই উদ্যোগ চরফ্যাশনের মানুষের কাছে আশীর্বাদ হয়ে থাকবে।
এডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছেন। সেই সংস্কারের লিফলেট বিতরণ করলে হবে না, বাস্তবায়ন করতে হবে। তাই আমি ৩১ দফার মধ্যে চিকিৎসা সেবাকে অন্যতম ধরে মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসার ব্যবস্থা করেছি। এখানে রোগীরা বিনামূল্যে চোখের ড্রপ ও চশমা পাচ্ছে। আমি আশাকরি মানুষ যদি এই চিকিৎসার মাধ্যমে এবং বিএনপির কল্যাণকর কাজের মাধ্যমে উপকৃত হয়, তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দেবে এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ইট ভাঙা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে দুই ভাই নিহত হয়েছেন।শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নাজিম খান ইউনিয়নের মমিন বকশি পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো আব্দুল হক (৬৫) ও তাজরুল ইসলাম (৫৫), তারা রাজারহাট সদর ইউনিয়নের কৌলাস কুঠি এলাকার বাসিন্দা।স্থানীয়রা জানান, কাজ শেষে বাড়ি ফেরার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশে পড়ে যায়। একজন ঘটনাস্থলেই মারা যান, অপরজনকে হাসপাতালে নেয়ার পথে মারা যান।রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুর রহিম জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোরের আকাশ/হ.র
রাজবাড়ীতে পুলিশের উদ্যোগে হারানো ১০৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ মোবাইলগুলো হস্তান্তর করা হয়।পুলিশ জানায়, জেলার বিভিন্ন থানায় করা জিডির ভিত্তিতে অভিযান চালিয়ে সদর থানা থেকে ৫২টি, গোয়ালন্দঘাট থেকে ১৪টি, পাংশা মডেল থেকে ১২টি, কালুখালী থেকে ১৪টি এবং বালিয়াকান্দি থানা থেকে ১২টি মোবাইল উদ্ধার করা হয়। যাচাই শেষে সেগুলো মালিকদের হাতে ফেরত দেওয়া হয়েছে।এ সময় পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি হারানো মোবাইল উদ্ধারে রাজবাড়ী পুলিশ নিয়মিত কাজ করছে। সাইবার ক্রাইম মনিটরিং সেলের একটি বিশেষায়িত টিম এ কাজে নিয়োজিত।”মোবাইল ফিরে পেয়ে অনেক মালিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবু রাসেল, ডিবি’র ওসি মফিজুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভোরের আকাশ/হ.র
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, "আমরা যদি ঐক্যবদ্ধ না হই, গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না হই, স্বৈরাচারের পুনরাবির্ভাব হতে পারে। জনগণ যেভাবে চায়, আমাদের সেভাবে চলতে হবে। সবার আগে বাংলাদেশ—এই মন্ত্রেই আমাদের শুরু এবং শেষ।"শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রায় ১৬ বছর পর অনুষ্ঠিত হলো জেলা বিএনপির সম্মেলন।অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য মনিরুল হক চৌধুরী ও আমিন উর রশিদ ইয়াছিন।তারেক রহমান বলেন, "আজকের সম্মেলনের স্লোগান হোক—ঐক্য, জনগণ এবং পুনর্গঠন। নেতাকর্মীরা হাজার হাজার জনগণকে নিয়ে আন্দোলন করছে। জেলে গিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। এখনই সময়, সকলে মিলে কাজ করে সুন্দর বাংলাদেশ গঠন করি। জনগণের কাছে গিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে।"প্রধান বক্তা সালাহউদ্দিন আহমদ বলেন, "বিএনপির ইতিহাস হলো সংস্কারের ইতিহাস। জুলাই গণঅভ্যুত্থানে ১৪ শত মানুষ নিহত হয়েছে, ২০ হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে। আমাদের সংগ্রাম এখনও চলছে। অতীত ভুলে নয়, ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে।"সম্মেলনে কুমিল্লার ছয়টি সংসদীয় আসনের ১০টি উপজেলা, চারটি পৌরসভা, ১০৭টি ইউনিয়ন ও ৯৯৯টি ওয়ার্ডে জেলা কমিটির সম্মেলনের আয়োজন করা হয়। বর্তমান আহ্বায়ক জাকারিয়া তাহের সুমনকে সভাপতি ও সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। ভোরের আকাশ/হ.র
রাজবাড়ীর বালিয়াকান্দিতে সাপের কামড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মৃতের নাম আদিত্য শীল (১৩)। তিনি উপজেলার জঙ্গল ইউনিয়নের বহলাকুন্ডু গ্রামের বিবেক শীলের ছেলে। আদিত্য জঙ্গল ইউনিয়নের সমাধিনগর আর্য্য সংঘ বিদ্যামন্দিরের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।প্রাথমিকভাবে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ঘটনা ঘটে। আদিত্যর দাদু নিশিকান্ত বিশ্বাস জানান, রাত ১টার দিকে আদিত্য অনুভব করে যে তাকে সাপে কামড় দিয়েছে। সে চিৎকার করলে তার ভাইসহ পরিবারের অন্য সদস্যরা একটি সাপ দেখতে পান। পরিবারের সদস্যরা সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।পরবর্তীতে আহত আদিত্যকে পরিবারের লোকজন স্থানীয় ওঝার কাছে নিয়ে যান। ওঝা তার মতো করে ঝাড়ফুঁক করেন। কিন্তু এর ফলে তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। পরে আদিত্যকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামাল উদ্দীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাপের কামড়ে স্কুলছাত্র আদিত্য শীলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভোরের আকাশ/হ.র