বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫ ০১:৩৮ এএম
অনন্ত জলিলের সিনেমায় গান গেয়েছিলেন প্রয়াত গায়ক জুবিন গার্গ
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ আর নেই। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে তিনি মারা যান। একাধিক ভাষায় গান গাওয়া এই শিল্পীর কণ্ঠে অনন্ত জলিলের ‘নিঃস্বার্থ ভালোবাসা’ সিনেমার সুপারহিট গান ‘ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট’ আজও দর্শক-শ্রোতাদের মনে দাগ কেটে আছে।
প্রিয় শিল্পীর মৃত্যুতে আবেগাপ্লুত হয়েছেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ‘ঢাকার পোলা’ গানটি ভীষণ জনপ্রিয়। শিক্ষার্থীরা বিভিন্ন অনুষ্ঠানে গানটি গায়, নাচে। দেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছেলে-মেয়েদের কাছে এটি যেন এক উন্মাদনা।”
অনন্ত জলিল আরও জানান, তিনি যেখানেই গেছেন না কেন, দেশ-বিদেশের তরুণ-তরুণীরা তাকে এই গান গাইতে কিংবা নাচ করতে বলেছে। তার ভাষায়, “জুবিন গার্গের কণ্ঠে এই গান আমাকে বিশ্বপরিচিতি এনে দিয়েছে। সবাই জানে, আমার সিনেমার গান ‘ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট’, কিন্তু এর গায়ক জুবিন গার্গ—আজ তিনি আর নেই, এটা আমাকে ব্যথিত করছে।”
অনন্ত জলিল অকপটে স্বীকার করেন, এই গানই তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছে। আর সেই কৃতিত্ব তিনি দিতে চান প্রয়াত শিল্পী জুবিন গার্গকেই।
ভোরের আকাশ//হ.র