বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫ ১০:৪২ পিএম
‘বিলিয়নিয়ার ক্লাবে’ যোগ দিলেন শাহরুখ খান
বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান এবার বিশ্বের অন্যতম ধনী অভিনেতাদের তালিকায় জায়গা করে নিলেন। শুধু তাই নয়, প্রথমবারের মতো তিনি প্রবেশ করেছেন মর্যাদাপূর্ণ ‘বিলিয়নিয়ার ক্লাব’-এ।
সম্প্রতি প্রকাশিত ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫’ অনুযায়ী, শাহরুখ খানের বর্তমান সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১.৪ বিলিয়ন ডলার—যা প্রায় ১৫ হাজার ৩২০ কোটি টাকা (১২ হাজার ৪৯০ কোটি রুপি)। ৩৩ বছরের দীর্ঘ ক্যারিয়ারে এ অর্জন তাকে ভারতের সবচেয়ে ধনী অভিনেতা বানিয়েছে।
হুরুন রিপোর্ট জানিয়েছে, সম্পদের দিক থেকে শাহরুখ খান এবার আন্তর্জাতিক অনেক তারকাকেও পেছনে ফেলেছেন। তালিকায় তার পরেই রয়েছেন পপ তারকা টেলর সুইফট (১.৩ বিলিয়ন ডলার), অ্যাকশন কিং আর্নল্ড শোয়ার্জনেগার (১.২ বিলিয়ন ডলার), কৌতুকাভিনেতা জেরি সাইনফেল্ড (১.২ বিলিয়ন ডলার) এবং গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ (৭২০ মিলিয়ন ডলার)।
ভারতে অবশ্য এখনো তিনি শীর্ষস্থান ধরে রেখেছেন। অভিনেত্রী জুহি চাওলা ও তার পরিবারের মোট সম্পদ ৭ হাজার ৭৯০ কোটি টাকা নিয়ে আছেন দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে আছেন হৃতিক রোশন (২ হাজার ১৬০ কোটি টাকা), চতুর্থ স্থানে কর্ণ জোহর এবং পঞ্চম স্থানে রয়েছেন অমিতাভ বচ্চন।
শাহরুখ খানের আয়ের উৎস কেবল চলচ্চিত্রেই সীমাবদ্ধ নয়। অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’, একটি ভিএফএক্স স্টুডিও এবং জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাইট রাইডার্স স্পোর্টস’-এর সহ-মালিক। এ ছাড়া মধ্যপ্রাচ্যে তার বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি রয়েছে, যা তার সম্পদের পরিধি আরও বিস্তৃত করেছে।
প্রায় তিন দশকের ক্যারিয়ারে শাহরুখ খান শুধু ‘বলিউড বাদশা’ নন, বরং এখন তিনি বিশ্বের অন্যতম ধনী অভিনেতার মর্যাদাও অর্জন করলেন।
ভোরের আকাশ // হ.র