ডিপফেকে দেশীয় তারকারা

ডিপফেকে দেশীয় তারকারা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৫ ঘন্টা আগে

আপডেট : ৫ ঘন্টা আগে

ডিপফেকে দেশীয় তারকারা

ডিপফেকে দেশীয় তারকারা

সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির ব্যবহার মানুষের জীবনকে করেছে সহজ একই সঙ্গে এর অপব্যবহার মানুষের জীবনকে করেছে বিপথগামী। প্রযুক্তির অসৎ ব্যবহারে অনেকের সম্ভাবনাময়ী জীবন ধ্বংস হয়ে গেছে, এমন উদাহরণ কম নেই। বিশেষ করে বর্তমান বিশ্বে নব-আবিষ্কৃত ভিডিও এডিটিং প্রযুক্তি ‘ডিপফেক’ মুহূর্তেই যে কারো সম্ভাবনাময় জীবন ধ্বংস করে দিতে পারে। প্রায়ই বিভ্রান্তিকর পরিস্থিতির শিকার হন বলিউড তারকারা। এতদিন বাংলাদেশের শোবিজ তারকারা এ থেকে মুক্ত থাকলেও সম্প্রতি ডিপফেকের শিকার হয়েছেন একাধিক তারকা

চিত্রনায়িকা পরীমণি ও ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া আয়মানের পর এবার ভুয়া ছবির কবলে পড়েছেন শবনম ফারিয়া। ২৮ এপ্রিল রাতে এ অভিনেত্রী ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে নিশ্চিত করেছেন বিষয়টি।

শবনম ফারিয়া লিখেছেন, এবার এক গণ্ডার বড় ভাই এই আপার ছবিতে আমার মুখ এডিট করে বসিয়ে পোস্ট দিয়েছে। আমি বুঝলাম না, এই ভাইয়াদের আমাকে এত খোলামেলা পোশাকে দেখার ইচ্ছা কেন? এত কষ্ট করে এডিট করে! আমি তো এমনিতেই সিøভলেস পরে ছবি দিই। ওইগুলো যথেষ্ট অশালীন না লাগায় তাদের হতাশা দেখলে মাঝেমধ্যে আমার মন চায়, এমন কয়েকটা ছবি তুলেই ফেলি। প্রমিজ করলাম, নেক্সট বিদেশ ঘুরতে গেলে আপনাদের এই এডিটিংয়ের কষ্ট কমিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব।’

কয়েক দিন আগে সাদিয়া আয়মানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে কয়েকটি আপত্তিকর ভুয়া ছবি। যাতে দুটি ভিন্ন পোশাকে থাকা নারীকে সাদিয়া আয়মান বলে দাবি করা হয়।

এর কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে চিত্রনায়িকা পরীমণির ছবি। ২০২৩ সালের নভেম্বরে অভিনেত্রী তানজিন তিশার ভুয়া ভিডিও প্রকাশ হয়। বাংলাদেশের তারকা অভিনয়শিল্পীদের মধ্যে এটিই প্রথম কোনো ডিপফেক ভিডিও।   

ভোরের আকাশ/এসআইা

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

ডিপফেকে দেশীয় তারকারা

ডিপফেকে দেশীয় তারকারা

তীর ছুঁড়েই সুখবর নিয়ে হাজির জেফার!

তীর ছুঁড়েই সুখবর নিয়ে হাজির জেফার!

উত্তর আমেরিকায় তিন দিনে ‘জংলি’র আয় ৩৫ হাজার ডলার

উত্তর আমেরিকায় তিন দিনে ‘জংলি’র আয় ৩৫ হাজার ডলার

‘প্রিয় মালতী’র লন্ডন জয়!

‘প্রিয় মালতী’র লন্ডন জয়!

মন্তব্য করুন