বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫ ০৭:২৭ পিএম
তীর ছুঁড়েই সুখবর নিয়ে হাজির জেফার!
আজকাল অনেক আলোচনায় থাকেন জেফার রহমান। ইংরেজি গান গাইতেন জেফার। সে গানের আলাদা শ্রোতা ছিল তাঁর। ছিল আলাদা গণ্ডি। হুট করে জেফারের মাঝে আমূল পরিবর্তন আসে; যে পরিবর্তন জেফারকে নিয়ে গেছে সাধারণ মানুষের খুব কাছাকাছি। জেফারকে এখন বাংলা গানে নিয়মিত পাওয়া যায়। পাওয়া যায় শোবিজের নানা আয়োজনেও। সব মিলিয়ে জেফার এখন নিজস্ব গণ্ডির মধ্যে নেই।
‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের দ্বিতীয় সিজনে তিনি অভিনয় করে প্রশংসিত হয়েছেন। সিরিজটিতে অভিনয়ের পাশাপাশি ‘বৈয়াম পাখি ২’ গানে কণ্ঠ দিয়েও শ্রোতাদের মনে দোলা দিয়েছেন তিনি। গেল ঈদে মুক্তিপ্রাপ্ত আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার নতুন গান নিয়ে হাজির হলেন জেফার। এ গানটির নাম রেখেছেন তিনি ‘তীর’।
জেফার জানান, ‘‘তীর’ গানটি মূলত ভয় ও সংশয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা থেকে তৈরি। ২০২১ সালে গানটির সুর তৈরির কাজ শুরু হলেও নানা কারণে তা শেষ করতে সময় লেগে যায়। অবশেষে ২০২৪ সালে পুরো সংগীতায়োজন সম্পন্ন করে ভিডিওসহ প্রকাশ পেল গানটি।’
জেফারের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘তীর’ গানটি। এই গান গাওয়ার পাশাপাশি সুরও করেছেন জেফার। গানের কথা লিখেছেন যৌথভাবে জেফার ও আদিব কবির। ‘তীর’ গানটি প্রকাশ পেতেই জেফারের ভক্তদের জন্য এলো আরেক সুখবর। সেটি হলো পরিচালক শিহাব শাহীনের নতুন প্রজেক্টে নায়িকা হচ্ছেন জেফার রহমান। ‘তুমি আমি শুধু’ শিরোনামের এই ওয়েবে নায়ক থাকছেন আলোচিত গায়ক প্রীতম হাসান।
জানা গেছে, আগামী ঈদে মুক্তির লক্ষ্যে কাজ চলছে ফিল্মটির। রোমান্টিক ঘরানার এ ওয়েব ফিল্মটির শুটিং শুরু হবে আগামী ৪ মে, ঢাকায়। রাজধানী ঢাকা ছাড়াও কক্সবাজারের বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ণ হবে। ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এর জন্য নির্মিত হবে এই ওয়েব ফিল্ম।
ভোরের আকাশ/এসআই
বিনোদন ডেস্ক
প্রকাশ : ৫ ঘন্টা আগে
আপডেট : ৫ ঘন্টা আগে
তীর ছুঁড়েই সুখবর নিয়ে হাজির জেফার!
আজকাল অনেক আলোচনায় থাকেন জেফার রহমান। ইংরেজি গান গাইতেন জেফার। সে গানের আলাদা শ্রোতা ছিল তাঁর। ছিল আলাদা গণ্ডি। হুট করে জেফারের মাঝে আমূল পরিবর্তন আসে; যে পরিবর্তন জেফারকে নিয়ে গেছে সাধারণ মানুষের খুব কাছাকাছি। জেফারকে এখন বাংলা গানে নিয়মিত পাওয়া যায়। পাওয়া যায় শোবিজের নানা আয়োজনেও। সব মিলিয়ে জেফার এখন নিজস্ব গণ্ডির মধ্যে নেই।
‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের দ্বিতীয় সিজনে তিনি অভিনয় করে প্রশংসিত হয়েছেন। সিরিজটিতে অভিনয়ের পাশাপাশি ‘বৈয়াম পাখি ২’ গানে কণ্ঠ দিয়েও শ্রোতাদের মনে দোলা দিয়েছেন তিনি। গেল ঈদে মুক্তিপ্রাপ্ত আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার নতুন গান নিয়ে হাজির হলেন জেফার। এ গানটির নাম রেখেছেন তিনি ‘তীর’।
জেফার জানান, ‘‘তীর’ গানটি মূলত ভয় ও সংশয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা থেকে তৈরি। ২০২১ সালে গানটির সুর তৈরির কাজ শুরু হলেও নানা কারণে তা শেষ করতে সময় লেগে যায়। অবশেষে ২০২৪ সালে পুরো সংগীতায়োজন সম্পন্ন করে ভিডিওসহ প্রকাশ পেল গানটি।’
জেফারের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘তীর’ গানটি। এই গান গাওয়ার পাশাপাশি সুরও করেছেন জেফার। গানের কথা লিখেছেন যৌথভাবে জেফার ও আদিব কবির। ‘তীর’ গানটি প্রকাশ পেতেই জেফারের ভক্তদের জন্য এলো আরেক সুখবর। সেটি হলো পরিচালক শিহাব শাহীনের নতুন প্রজেক্টে নায়িকা হচ্ছেন জেফার রহমান। ‘তুমি আমি শুধু’ শিরোনামের এই ওয়েবে নায়ক থাকছেন আলোচিত গায়ক প্রীতম হাসান।
জানা গেছে, আগামী ঈদে মুক্তির লক্ষ্যে কাজ চলছে ফিল্মটির। রোমান্টিক ঘরানার এ ওয়েব ফিল্মটির শুটিং শুরু হবে আগামী ৪ মে, ঢাকায়। রাজধানী ঢাকা ছাড়াও কক্সবাজারের বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ণ হবে। ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এর জন্য নির্মিত হবে এই ওয়েব ফিল্ম।
ভোরের আকাশ/এসআই