বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫ ১২:২৪ পিএম
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মিশা মারা গেছেন
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মিশা আগারওয়াল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ২৪ বছর।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সামাজিক মাধ্যমে মিশার জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা সাড়ে তিন লাখেরও বেশি। মূলত কমেডি ভিডিও নির্মাণের মাধ্যমে দর্শকদের মন জয় করেছিলেন মিশা। তার প্রায় প্রতিটি ভিডিওই ভাইরাল হয়ে উঠত মুহূর্তের মধ্যে।
শনিবার (২৬ এপ্রিল) ছিল মিশার জন্মদিন। বেঁচে থাকলে ২৫ বছরে পা দিতেন তিনি। তার আগেই, জীবনের পথচলা থেমে গেল এই তরুণ প্রতিভার। মিশার বাবা-মা একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে তার মৃত্যুর খবর জানান।
তবে মিশার মৃত্যুর কারণ সম্পর্কে এখনও পর্যন্ত কোনো সুস্পষ্ট তথ্য প্রকাশ্যে আসেনি। কীভাবে তার মৃত্যু ঘটল, তা ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা। এই অকালপ্রয়াণে সামাজিক মাধ্যমেও ভেসে উঠছে শোকবার্তা।
ভোরের আকাশ/এসএইচ
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ ঘন্টা আগে
আপডেট : ১১ ঘন্টা আগে
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মিশা মারা গেছেন
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মিশা আগারওয়াল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ২৪ বছর।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সামাজিক মাধ্যমে মিশার জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা সাড়ে তিন লাখেরও বেশি। মূলত কমেডি ভিডিও নির্মাণের মাধ্যমে দর্শকদের মন জয় করেছিলেন মিশা। তার প্রায় প্রতিটি ভিডিওই ভাইরাল হয়ে উঠত মুহূর্তের মধ্যে।
শনিবার (২৬ এপ্রিল) ছিল মিশার জন্মদিন। বেঁচে থাকলে ২৫ বছরে পা দিতেন তিনি। তার আগেই, জীবনের পথচলা থেমে গেল এই তরুণ প্রতিভার। মিশার বাবা-মা একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে তার মৃত্যুর খবর জানান।
তবে মিশার মৃত্যুর কারণ সম্পর্কে এখনও পর্যন্ত কোনো সুস্পষ্ট তথ্য প্রকাশ্যে আসেনি। কীভাবে তার মৃত্যু ঘটল, তা ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা। এই অকালপ্রয়াণে সামাজিক মাধ্যমেও ভেসে উঠছে শোকবার্তা।
ভোরের আকাশ/এসএইচ