নেপালে ‘বর্ষা সুন্দরী’র চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রিয়াঙ্কা চৌধুরী

নেপালে ‘বর্ষা সুন্দরী’র চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রিয়াঙ্কা চৌধুরী

বিনোদন প্রতিবেদন

প্রকাশ : ২১ ঘন্টা আগে

আপডেট : ২১ ঘন্টা আগে

নেপালে ‘বর্ষা সুন্দরী’র চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রিয়াঙ্কা চৌধুরী

নেপালে ‘বর্ষা সুন্দরী’র চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রিয়াঙ্কা চৌধুরী

নেপালে অনুষ্টিত দুই বাংলার গ্ল্যামার প্রতিযোগিতা ‘বর্ষা সুন্দরী’ সিজন-৪ ‘অপরূপা’-এর চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের মডেল-অভিনেত্রী প্রিয়াঙ্কা চৌধুরী।

এটি গত ১৯ এপ্রিল নেপালের কাঠমান্ডুর পাঁচতারকা হোটেল ইয়াক্যাং অনুষ্ঠিত হয়। এতে প্রথম রানার্সআপ হয়েছে ভারতের দেবারতি এবং বাংলাদেশের ঐশ্বর্য রায় কৃপা, দ্বিতীয় রানার্স আপ হয়েছে ভারতের আদ্দিতা দত্ত।

প্রিয়াঙ্কা চৌধুরী মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যুক্ত হয়েছেন। তার শুরুটা হয়েছিল বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে। এরপর বেশকিছু নামিদামি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে মডেল হয়ে পরিচিতি পেয়েছেন। তারপর যুক্ত হন নাটকে।

এ প্রসঙ্গে উচ্ছ্বাসিত প্রিয়াঙ্কা বলেন, ‘ভীষণ ভালো লাগছে বড় একটি আয়োজনে অনেক প্রতিযোগীদের মধ্য আমি বর্ষা সুন্দরী হয়েছি।’

শৈশব থেকেই সিনেমার নায়িকা হওয়ার স্বপ্ন প্রিয়াঙ্কার। সেই লক্ষে এগিয়ে যাচ্ছেন তিনি। চলচ্চিত্রে সাহসী চরিত্রে অভিনয় করতে তার আপত্তি নেই। নাটক, সিনেমা এবং ওটিটি সব মাধ্যমে নিজেকে মেলে ধরতে চান প্রিয়াঙ্কা। নিজেকে পুরোপুরি ব্যস্ত রাখতে চান নাটকে। আর্ট ফিল্মে আছে অন্যরকম টান। চরিত্রাভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান প্রিয়াঙ্কা।

‘বর্ষা সুন্দরী’ সিজন-৪ ‘অপরূপা’-এর এবারের আসরে বিচারক হিসেবে ছিলেন আশির দশকে ‘রাম তেরি গঙ্গা মইলি’ তে রাজ কাপুরের বিপরীতে অভিনয় করা বলিউড অভিনেত্রী মন্দাকিনী, ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস, কলকাতার জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য, সুপার মডেল ও কোরিওগ্রাফার মাধবীলতা, বাংলাদেশের জনপ্রিয় কোরিওগ্রাফার মডেল সৈয়দ রুমা, জনপ্রিয় ব্রান্ড প্রমোটার বুশরা কবীর, সুপার মডেল ও অভিনেতা আসিফ আহমেদ খান। 

এ ছাড়া সেমিফাইনাল রাউন্ডে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ডায়মন্ড হাউজের সত্ত্বাধিকারী সৌমেন সাহা, এশিয়া জুয়েলস এর সত্ত্বাধিকারী তাসনুভা খান, ওমেন্স ডল বিউটি লাউঞ্জের সত্ত্বাধিকারী তানিয়া আফরিনসহ অনেকে। সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ডে বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন প্রিন্স মাল্টিমিডিয়া ইন্টার ন্যাশনালের কর্ণধার সুকান্ত সুমন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বর্তমান সময়ের জনপ্রিয় ব্যান্ড রোমিও ব্রাদার্স খ্যাত অরুপ।

আয়োজক ও শো ডিরেক্টর সাকিব সনেট ও কলকাতার শর্মিষ্ঠা ঘোষাল, সুকান্ত সুমন জানান, প্রতি বছর আমরা এই অনুষ্ঠানটা করে থাকি, এবার ছিলো আমাদের চতুর্থ আসর।

এবারের আসরে প্রতিবারের মতন অনেক চমক থেকেছে। সবাই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠান উপভোগ করেছে।  তারা আরও জানান, বাঙালি ললনার সৌন্দর্যে এক মাধুর্যময় শব্দ ‘অপরূপা’- এবার ছাড়িয়ে গিয়েছে আগের তিন সিজনকে এমন প্রত্যাশা তার। 

বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের অসংখ্য তরুণীর জন্য নিজেদের তুলে ধরার প্ল্যাটফর্ম ছিলো বর্ষা সুন্দরী সিজন-৪। এখান থেকে বিগত ৩ সিজনে টপ ফাইনালিস্ট রা এখন দুই দেশের ইন্ডাস্ট্রিতেই শীর্ষ পর্যায়ে কাজ করছে যেটা প্রমাণ করে এই প্রতিযোগিতার মান।

ভোরের আকাশ/এসআই

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মিশা মারা গেছেন

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মিশা মারা গেছেন

আমেরিকা গিয়ে যেভাবে বদলে গেলেন পিয়া বিপাশা

আমেরিকা গিয়ে যেভাবে বদলে গেলেন পিয়া বিপাশা

নেপালে ‘বর্ষা সুন্দরী’র চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রিয়াঙ্কা চৌধুরী

নেপালে ‘বর্ষা সুন্দরী’র চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রিয়াঙ্কা চৌধুরী

ময়ূখকে ‘গাধা’ বললেন অভিনেতা ঋত্বিক

ময়ূখকে ‘গাধা’ বললেন অভিনেতা ঋত্বিক

মন্তব্য করুন