প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়ার ঝলক
বলিউড সুপারস্টার ও লরিয়েল ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঐশ্বরিয়া রাই বচ্চন ঝড় তুললেন প্যারিস ফ্যাশন উইকের র্যাম্পে। ভারতীয় ডিজাইনার মনীষ মালহোত্রার বিশেষভাবে নকশা করা এক জমকালো শেরওয়ানিতে র্যাম্পে হেঁটে মুগ্ধ করেছেন তিনি।
শেরওয়ানিতে হীরার ব্রোচ, ১০ ইঞ্চি লম্বা হীরার কাফ এবং পেছনে নবরত্ন হারের নকশা যুক্ত ছিল। মনীষ মালহোত্রার ভাষায়, এই পোশাক আধুনিক নকশার মাধ্যমে ভারতীয় ঐতিহ্যের এক নতুন উপস্থাপনা। কাফগুলো একসঙ্গে শক্তি ও কোমলতার প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছে।
ঐশ্বরিয়ার উপস্থিতি যেমন দর্শক-ভক্তদের মন কাড়ে, তেমনি নেটিজেনদের মধ্যেও তৈরি করেছে আলোড়ন। র্যাম্পের ব্যাকস্টেজে তার সঙ্গে দেখা হয় ইনফ্লুয়েন্সার আদিত্য মদিরাজুর। আবেগঘন এক আলাপচারিতায় আদিত্য জানান, “আমার স্বামী আর আমি একসঙ্গে আছি আপনার কারণেই। আমাদের প্রথম আলাপে দু’ঘণ্টা ধরে শুধু আপনাকে নিয়েই কথা হয়েছিল।”
ভিডিওটি ইনস্টাগ্রামে ভাইরাল হয়। ক্যাপশনে আদিত্য লেখেন, “আমাদের হৃদয়ের রানি… স্বপ্ন ছিল তোমার সঙ্গে দেখা করা। এখনও বিষয়টি অবিশ্বাস্য মনে হচ্ছে।”
ঐশ্বরিয়া নিজেও ভক্তের আবেগে সাড়া দিয়ে বলেন, “আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ। যা বললেন, সত্যিই হৃদয় ছুঁয়ে গেল। আপনাদের দু’জনের জন্য অনেক শুভকামনা আর ভালোবাসা রইল।” এরপর তিনি নিজের লিপস্টিক উপহার দিয়ে আদিত্যকে বলেন, “তুমি মেকআপে ম্যাজিক করো, এটা ট্রেজার হিসেবে রেখে দিও।”
উল্লেখ্য, সর্বশেষ ২০২৩ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার ‘পন্নিয়িন সেলভন ২’ ছবিতে দেখা গিয়েছিল ঐশ্বরিয়াকে। বিশ্বজুড়ে ছবিটি আয় করে ৩৪৪ কোটিরও বেশি। তবে এ পর্যন্ত তার নতুন প্রজেক্টের ঘোষণা আসেনি।
ভোরের আকাশ।।হর
সংশ্লিষ্ট
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা গোপনে বাগদান সেরেছেন বলে খবর পাওয়া গেছে। দীর্ঘদিনের চর্চিত প্রেমিক অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গেই শুক্রবার সন্ধ্যায় ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে আংটি বদল সম্পন্ন হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমগুলো সূত্রে জানাচ্ছে।ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, পুরো আয়োজনটি ছিল অত্যন্ত ব্যক্তিগত, যে কারণে বাগদানের কোনো ছবি প্রকাশ করা হয়নি এবং বিষয়টি গোপন রাখা হয়েছে। ফলে ভক্তরা এখন এই তারকা জুটির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন।বাগদান সম্পন্ন হওয়ার খবরের পাশাপাশি আরও গুঞ্জন শোনা যাচ্ছে যে, আগামী বছর ফেব্রুয়ারি মাসেই এই জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন। যদিও বিয়ের সুনির্দিষ্ট তারিখ বা অন্যান্য তথ্য এখনো জানা যায়নি।রাশমিকা মান্দানা এবং বিজয় দেবেরাকোন্ডা দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে জড়িয়ে আলোচনায় ছিলেন। যদিও তারা কেউই প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে মন্তব্য করেননি, তবে একাধিকবার তাদের একসঙ্গে রেস্তোরাঁয় কিংবা ছুটি কাটাতে দেখা গেছে।এই জুটি প্রথমবার ২০১৮ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় ছবি ‘গীতা গোবিন্দম’ এ একসঙ্গে অভিনয় করেন। এরপর ‘ডিয়ার কমরেড’ ছবির মাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা আরও জোরদার হয়েছিল।ভোরের আকাশ/ত.কা
শারদীয় দুর্গাপূজা—হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ঢাকের তালে, উলুধ্বনির সুরে, আলোকসজ্জার ঝলকে উৎসবমুখর হয়ে উঠেছিল প্রতিটি পূজামণ্ডপ। এই আনন্দে শোবিজ অঙ্গনের তারকারাও যুক্ত হন।গতকাল বিজয়া দশমীর পবিত্র তিথিতে দেবীকে বিদায় জানানোর মধ্য দিয়ে দুর্গাপূজার সমাপ্তি ঘটে। পূজামণ্ডপগুলোতে সিঁদুর খেলায় মেতে উঠেছিলেন ভক্তরা। একে অপরের মুখে সিঁদুর মেখে উল্লাসে মাতেন সনাতনীরা। দুর্গোৎসবের আনন্দ ছুঁয়ে গেছে অভিনেত্রী পূজা চেরিকেও। গতকাল সিঁদুর খেলায় অংশ নেন তিনি। পূজামণ্ডপে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পূজা চেরি। এ সময় জানতে চাওয়া হয়, বিজয়া দশমীর দিনে দেবী দুর্গার কাছে কী চাইলেন? জবাবে এই অভিনেত্রী বলেন, “আমার যে গর্ভধারিণী মা মারা গেছেন সে যেন ভালো থাকেন। যেখানেই থাকেন যেন ভালো থাকেন এটাই চেয়েছি এবং দুর্গা মাকে বলেছি ‘তুমি যেন ভালো থেকো’। কারণ আমরা সবাই চেয়ে বেড়াই কিন্তু মাকে একটু জিজ্ঞেস করি না যে, ‘মা তুমি কেমন আছো?” ব্যক্তিগত জীবনে পূজা চেরি এখনো একা। ফলে তার বিয়ে নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহের শেষ নেই। বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে এই অভিনেত্রী বলেন, “এখানে একজন সিঁদুর আমার গালে লাগিয়ে দিচ্ছিল, তখন তারা বলল, ‘প্রার্থনা করি আগামীবার যেন দাদাসহ মণ্ডপে আসতে পারো’।” এ কথা বলে একটু হাসি মুখে পূজা বলেন, “দেখ যাক কী হয়! চিন্তার বিষয় চিন্তা করে দেখি।”পূজা চেরি শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেছিলেন শিশুশিল্পী হিসেবে। ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে এসে নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অল্প সময়ের মধ্যেই অভিনয় গুণে দর্শকদের মনে জায়গা করে নেন তিনি। ভোরের আকাশ/মো.আ.
দক্ষিণীদের অনেকেই জায়গা করে নিয়েছেন বলিউডে। হয়েছেন ডাকসাইটে তারকা। হেমা মালিনী, রেখা, বিজয়ান্ধিমালা, জয়া প্রাদা ও শ্রীদেবী আছেন এ তালিকায়। চিরসবুজ অভিনেত্রী রেখার মা পুষ্পাবল্লিও আছেন এ তালিকায়।যিনি বিয়ের আগেই হয়েছিলেন দুই সন্তানের মা।১৯৩৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘সম্পূর্ণ রামায়ণ’-এ সীতার চরিত্রে অভিনয়ের মাধ্যমে পর্দায় পথচলা শুরু হয় পুষ্পাবল্লির। এরপর একাধিক হিট ছবি উপহার দিলেও ব্যক্তিগত জীবনের কারণে বেশি আলোচনায় ছিলেন এ অভিনেত্রী।১৯৪০ সালে তিনি বিয়ে করেন কিন্তু ছয় বছরের মাথায় দাম্পত্য জীবন কঠিন হয়ে ওঠে। স্বামীকে ছেড়ে আলাদা জীবনযাপন শুরু করেন। এরপর সম্পর্কে জড়ান ‘মিস মালিনি’ ছবির নায়ক জেমিনি গণেশনের সঙ্গে।জেমিনির ঘরেই জন্ম রেখা ও তার বোনের। তবে দুই সন্তানের জন্ম হলেও জেমিনি কখনও স্ত্রীর মর্যাদা দেননি পুষ্পাবল্লিকে। তবে অভিনেত্রী জেমিনিকেই সঙ্গী মেনে কাটান বাকি জীবন। ১৯৯১ সালে মৃত্যু হয় এ অভিনেত্রীর।ভোরের আকাশ/মো.আ.
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ আর নেই। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে তিনি মারা যান। একাধিক ভাষায় গান গাওয়া এই শিল্পীর কণ্ঠে অনন্ত জলিলের ‘নিঃস্বার্থ ভালোবাসা’ সিনেমার সুপারহিট গান ‘ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট’ আজও দর্শক-শ্রোতাদের মনে দাগ কেটে আছে।প্রিয় শিল্পীর মৃত্যুতে আবেগাপ্লুত হয়েছেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ‘ঢাকার পোলা’ গানটি ভীষণ জনপ্রিয়। শিক্ষার্থীরা বিভিন্ন অনুষ্ঠানে গানটি গায়, নাচে। দেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছেলে-মেয়েদের কাছে এটি যেন এক উন্মাদনা।”অনন্ত জলিল আরও জানান, তিনি যেখানেই গেছেন না কেন, দেশ-বিদেশের তরুণ-তরুণীরা তাকে এই গান গাইতে কিংবা নাচ করতে বলেছে। তার ভাষায়, “জুবিন গার্গের কণ্ঠে এই গান আমাকে বিশ্বপরিচিতি এনে দিয়েছে। সবাই জানে, আমার সিনেমার গান ‘ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট’, কিন্তু এর গায়ক জুবিন গার্গ—আজ তিনি আর নেই, এটা আমাকে ব্যথিত করছে।”অনন্ত জলিল অকপটে স্বীকার করেন, এই গানই তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছে। আর সেই কৃতিত্ব তিনি দিতে চান প্রয়াত শিল্পী জুবিন গার্গকেই।ভোরের আকাশ//হ.র