বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ অনেক দিন ধরেই সিনেমার পর্দা ও জনসমক্ষে অনুপস্থিত। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে তার গর্ভধারণের খবর জোরালো হচ্ছে। গুঞ্জন উঠেছে, ক্যাটরিনা ও তার স্বামী অভিনেতা ভিকি কৌশল তাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছেন। যদিও এই দম্পতি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেননি।কয়েক মাস ধরেই ক্যাটরিনা আলোচনার বাইরে রয়েছেন। তিনি কোনো সিনেমার শুটিংয়ে ব্যস্ত নন, সামাজিক যোগাযোগমাধ্যমেও খুব একটা সক্রিয় নন। সম্প্রতি তাকে আলিবাগে দেখা গেছে, যেখানে তিনি ঢিলেঢালা পোশাকে ছিলেন। এই দৃশ্য আরও বাড়িয়ে দিয়েছে তার গর্ভধারণের গুঞ্জন।ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ক্যাটরিনা ও ভিকির ঘনিষ্ঠ এক সূত্র নিশ্চিত করেছে যে, অভিনেত্রী অন্তঃসত্ত্বা এবং তার সন্তান জন্মদানের সম্ভাব্য সময় অক্টোবর বা নভেম্বর ২০২৫। সূত্রটি আরও দাবি করেছে, সন্তান জন্মের পর ক্যাটরিনা দীর্ঘ মাতৃত্বকালীন বিরতিতে যাবেন, যাতে তিনি সন্তানের সঙ্গে সময় কাটাতে পারেন।তবে ক্যাটরিনার গর্ভধারণের খবর একেবারে নতুন নয়। এর আগেও বেশ কয়েকবার এমন গুজব ছড়িয়েছে। বিশেষ করে ভিকি কৌশলের ‘ব্যাড নিউজ’ (২০২৪) ছবির মুক্তির সময় এই আলোচনা তুঙ্গে ছিল। তখন ভিকি হালকা মেজাজে এই গুজবের জবাব দিয়ে বলেছিলেন, ‘এখন ব্যাড নিউজ উপভোগ করুন, গুড নিউজ এলে আমরা অবশ্যই আপনাদের জানাব।’ তার এই বক্তব্য ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দেয়।ক্যাটরিনাকে সর্বশেষ দেখা গেছে, ২০২৪ সালের জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত ক্রাইম-থ্রিলার ছবি ‘মেরি ক্রিসমাস’-এ। এতে তার বিপরীতে ছিলেন দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতি। রাধিকা আপ্তে, সঞ্জয় কাপুর ও অদিতি গোভিত্রিকরের মতো তারকারাও ছবিটিতে অভিনয় করেছেন। ছবিটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।তবে এর পর থেকে ক্যাটরিনা কোনো নতুন ছবির ঘোষণা দেননি। তার দীর্ঘ অনুপস্থিতি গর্ভধারণের গুঞ্জনকে আরও জোরালো করছে। ক্যাটরিনা ও ভিকির ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবরে প্রতিনিয়ত প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ কেউ দম্পতির জন্য খুশি প্রকাশ করছেন, আবার কেউ তাদের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছেন।ভোরের আকাশ/মো.আ.
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৮ এএম
বলিউডের ওয়েব সিরিজে আরিফিন শুভ, প্রকাশিত প্রথম ঝলক
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ এবার বলিউডে। কলকাতার নির্মাতা সৌমিক সেনের পরিচালনায় মুক্তিযুদ্ধভিত্তিক ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে প্রকাশিত হয়েছে সিরিজটির প্রথম ঝলক।ভারতের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম সনি লিভ তাদের আসন্ন প্রজেক্টগুলোর ফুটেজ প্রকাশ করেছে। সেখানে অন্যান্য সিরিজ ও সিনেমার ভিড়ে দেখা গেছে শুভকেও। ‘জ্যাজ সিটি’ নামের এই সিরিজে শুভ হাজির হয়েছেন সম্পূর্ণ নতুন রূপে, যেখানে তার লুকে ফুটে উঠেছে সত্তরের দশকের আবহ।কয়েক সেকেন্ডের এই ঝলকেই শুভকে দেখা গেছে নানা চমকপ্রদ রূপে—কখনো ধূসর স্লিম কাট স্যুটে, কখনো সাদা ঝকঝকে পোশাকে নাচের ভঙ্গিতে, আবার কখনো ঐতিহ্যবাহী সাদা পাঞ্জাবিতে। প্রতিটি রূপেই রেট্রো হেয়ারস্টাইল আর পোশাক সেই সময়ের আবহকে জীবন্ত করে তুলেছে।শুধু শুভ নন, সিরিজটিতে যুক্ত হয়েছেন টলিউড ও বলিউডের একাধিক পরিচিত মুখও। শুভর বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী সৌরসেনি মিত্রা। পুরো সিরিজের শুটিং হয়েছে রেট্রো সেটে, যাতে ১৯৭০-এর দশকের পরিবেশ নিখুঁতভাবে ফুটে ওঠে। নির্মাতা ও প্রযোজনা সংস্থার দাবি, দর্শক যেন সত্যিই সেই সময়টিতে ফিরে যেতে পারেন—এটাই ছিল তাদের প্রধান উদ্দেশ্য।প্রথম ঝলক প্রকাশের পর থেকেই শুভভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত এ সিরিজ কেবল নতুন ধারার গল্পই নয়, বরং শুভর বলিউড যাত্রারও সূচনা। এখন সবার অপেক্ষা পূর্ণাঙ্গ টিজারের, যেখানে বোঝা যাবে বলিউডে শুভর উপস্থিতি কতটা আলোড়ন তুলতে পারে।ভোরের আকাশ//হ.র
১২ সেপ্টেম্বর ২০২৫ ০৫:২৭ এএম
যুক্তরাষ্ট্রের মঞ্চে ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গাত্মক গান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে আবারও তীব্র সমালোচনা। ভারত, রাশিয়া, চিনসহ বিশ্বের ছোট বড় প্রায় সব দেশগুলোতে শুল্ক আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট। তার শুল্ক নীতি থেকে বাদ যায়নি পেঙ্গুইনের দ্বীপ, গানের কনসার্ট আয়োজন।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিকে ব্যঙ্গ করে যুক্তরাষ্ট্রের কনসার্টে ব্যতিক্রমী গান পরিবেশন করেছেন ভারতের জনপ্রিয় র্যাপার বাদশা। সম্প্রতি নিউ জার্সিতে আয়োজিত এক সংগীত সন্ধ্যায় মঞ্চে উঠেই তিনি তার জনপ্রিয় গান ‘তারিফে’ পরিবেশন করেন। তবে মূল গানের কথার পরিবর্তে ব্যঙ্গাত্মকভাবে তিনি গাইলেন, ‘কত শুল্ক চাই ট্রাম্পের’।র্যাপারের এমন পরিবেশনায় উপস্থিত দর্শকদের মাঝে হাসির রোল পড়ে যায়। করতালির ঝড় তোলেন তারা। গানটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। অনেকেই মজা করে ডোনাল্ড ট্রাম্পকে আখ্যা দিয়েছেন ‘শুল্ক সম্রাট’।ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক শুল্ক নীতির ফলে ভারত, চীন, রাশিয়া সহ অনেক দেশই বাণিজ্যিকভাবে চাপে পড়েছে। বাদশার পরিবেশনায় সেই নীতির প্রতিই সরাসরি ব্যঙ্গ ছুঁড়ে দেওয়া হয়। এমনকি গান শেষে বাদশা নিজেও মজা করে বলেন, ট্রাম্পের আমলে গান গাইতেও ট্যাক্স লাগবে কি না, কে জানে।তবে কনসার্টের রেশ কাটতে না কাটতেই বাদশাকে ঘিরে আরেকটি বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, তিনি নাকি নিউ জার্সির একটি ইসকন নিরামিষ রেস্তোরাঁয় মাংস খাওয়ার চেষ্টা করেছেন, যা নিয়ে ধর্মীয়ভাবে সংবেদনশীল মহলে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এ বিষয়ে বাদশার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।এই ঘটনায় বাদশার ভক্তরা দ্বিধাবিভক্ত কেউ বলছেন, ‘সাহসী ও সৃজনশীল প্রতিবাদ’, আবার কারো মতে, ‘শ্রদ্ধার সীমা রাখা উচিত ছিল’। সবমিলিয়ে, বাদশার ‘শুল্ক স্যাটায়ার’ এখন বিনোদনের জগতে আলোচনার কেন্দ্রে।ভোরের আকাশ/তা.কা
১০ সেপ্টেম্বর ২০২৫ ১২:১২ পিএম
আরিয়ান খানের হাত ধরে এক ফ্রেমে দেখা যাবে তিন খান
বলিউডের ইতিহাসে এক অভূতপূর্ব মুহূর্তের সাক্ষী হতে চলেছে সিনেমাপ্রেমীরা। শাহরুখ খান, সালমান খান ও আমির খান—এবার এক ফ্রেমে ধরা দিতে চলেছেন বলিউড বাদশাহদের ছেলে আরিয়ান খানের পরিচালনায়।গত শনিবার সামাজিক মাধ্যমে শেয়ার হওয়া একটি ছবি নেটদুনিয়ায় তুমুল প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ছবিতে শুটিং সেটে রাখা একটি প্রসাধনী ভ্যানের গায়ে তিন খানের নাম লেখা দেখা যাচ্ছে। নেটিজেনরা উচ্ছ্বাসে ভাসছেন, ‘দীর্ঘদিনের স্বপ্ন সত্যি হতে চলেছে—তিন খানের একসঙ্গে উপস্থিতি।’ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আরিয়ান খানের পরিচালিত ওয়েব সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’-এ তিন খানকে একসঙ্গে দেখা যাবে। ইতিমধ্যেই সিরিজের ঝলকে দেখা গেছে সালমানকে, আর শাহরুখও নিশ্চিত। তাই ধারণা করা হচ্ছে, আমিরও তাদের সঙ্গে থাকবেন।গত বছর আমির নিজেও তিন খানের একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি জানিয়েছেন, ‘শাহরুখ ও সালমানকে বলেছিলাম, আমাদের তিনজন একসঙ্গে কাজ করা উচিত। তারা আমার সঙ্গে একমত হয়েছেন। এখন শুধু একটি ভালো গল্প ও চিত্রনাট্য দরকার, তারপর আমরা এগোতে পারব।’নেটিজেনরা এখনই এই অনন্য প্রজেক্টের প্রতীক্ষায়। ওয়েব সিরিজটির মুক্তির পর বলিউডের প্রেমিকরা নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবেন।ভোরের আকাশ//হ.র
০৯ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৩৬ এএম
একসঙ্গে প্রিয়জনকে হারালেন আল্লু অর্জুন ও রাম চরণ
তেলুগু চলচ্চিত্রের ঐতিহ্যবাহী পরিবারে নেমে এল শোকের ছায়া। দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ঠাকুমা, শ্রদ্ধেয় আল্লু কানাকারত্নম, শনিবার (৩০ অগস্ট) ৯৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন। তাঁর মরদেহ আল্লু আরবিন্দের হায়দরাবাদের বাসভবনে রাখা। শেষকৃত্য এ দিন বিকেলেই কোকাপেটে সম্পন্ন হওয়ার কথা।জানা গেছে, দিদিমার মৃত্যুসময়ে মুম্বাই ছিলেন আল্লু। দাদির মৃত্যুর সংবাদ পেয়ে হায়দরাবাদের উদ্দেশে রওনা দেন। রাম চরণও শহরের বাইরে। তিনি ‘মাইসোরে’এর পরিচালক বুচ্চি বাবু সানার নতুন ছবি ‘পেড্ডি’-এর শুটিং করছিলেন। দিদিমার মৃত্যুর খবর পেয়ে তিনিও শুটিং বাতিল করে হায়দরাবাদ ফিরছেন। রাম চরণ ও আল্লু অর্জুন খালাতো ভাই। তাঁদের বাবা আল্লু আরবিন্দ ও চিরঞ্জীবী শ্বশুরবাড়ি সূত্রে আত্মীয়। এদিকে জনপ্রিয় অভিনেতা চিরঞ্জীবী তাঁর শ্বাশুড়ির মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি লেখেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় শাশুড়ি মা, কীর্তিশেষ আল্লু রামালিঙ্গাইয়া গারুর পত্নী কানকরত্নাম্মা গারুর পরলোকগমনে আমরা অত্যন্ত শোকাহত।এরপর তিনি যোগ করেন, ‘আমাদের পরিবারগুলোর প্রতি তিনি যে ভালোবাসা দেখিয়েছেন, তা আমাদের জন্য চিরকাল এক অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর পবিত্র আত্মার শান্তির জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।’ভোরের আকাশ/তা.কা
৩০ আগস্ট ২০২৫ ০৩:২৭ পিএম
কারিনাকে নিয়ে অস্বস্তিতে সোহা
প্রচারের আলোয় থাকতে বরাবরই নাকি ভালোবাসেন অভিনেত্রী করিনা কাপুর খান। ইন্ডাস্ট্রিতেও তাঁর ব্যাপারে রয়েছে অনেক রটনা। তাঁর কাছের বন্ধুদের অনেকেই বলেছেন, ‘গসিপ কুইন’ হিসেবেও নাকি নামডাক রয়েছে করিনার। নিন্দুকেরা অবশ্য বলেন, সইফ আলি খানের পরিবারের সঙ্গে নাকি তাঁর সম্পর্ক খুব একটা ভালো নয়। বৌদি হিসেবে করিনা কেমন সেই বিষয়ে জানালেন সাইফের বোন অভিনেত্রী সোহা আলি খান।বলিউডের আলোচনায় বারবার উঠে আসে অভিনেত্রী কারিনা কাপুরের নাম। কখনো সিনেমা, কখনো ব্যক্তিগত জীবন, আবার কখনো বন্ধুদের নিয়ে তার খোলামেলা মন্তব্যই তাকে রাখে শিরোনামে। বি-টাউনে অনেকেই তাকে ‘গসিপ কুইন’ বলে ডাকেন।অনেকে অভিযোগ করেন, কারিনা প্রচারের আলো নিজের দিকে রাখতেই পছন্দ করেন। তিনি যেখানে মধ্যমণি নন, সেখানে নাকি থাকতেই চান না।তবে পরিবারের ভেতরে কারিনার অন্য একটি রূপ দেখেন তার ননদ, অভিনেত্রী সোহা আলি খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে সোহা জানিয়েছেন, কারিনাকে নিয়ে বাইরে অনেক কথা শোনা গেলেও বৌদি হিসেবে তিনি ভিন্নরকম।সোহা বলেন, কারিনা খোলামেলা স্বভাবের হলেও একদমই বেপরোয়া নন। ওকে নিয়ে অনেকে বলেন, সব খবর নাকি ও-ই ছড়ায়। কিন্তু আসলে কারিনা কখনোই নিজের সূত্র ফাঁস করে না। বরং ও অনেক পরিণত। কারো ব্যক্তিগত বিষয় জনসমক্ষে আনে না।তিনি আরও যোগ করেন, রাত দুইটায় যদি কোনো খবর জানতে হয়, আমি কারিনাকেই ফোন করি। ও তখন যতটুকু বলতে চায়, শুধু ততটুকুই বলে। কিন্তু ওর ভেতরে আরও অনেক ভালো দিক আছে, যেগুলো বাইরে থেকে বোঝা যায় না।কারিনা কাপুর বরাবরই বি-টাউনের কেন্দ্রবিন্দুতে। অন্যদিকে সোহা বেশ লাজুক, মিতভাষী স্বভাবের। তবু বৌদির খোলামেলা ব্যবহার তাকে মুগ্ধ করে। সোহা বলেন, আমাদের স্বভাব আলাদা হলেও আমি করিনার খোলামেলা মানসিকতাকে ভীষণ পছন্দ করি।পর্দায় কারিনার খুব ঘনিষ্ঠ বন্ধু খুব বেশি নেই। তবে যারা কাছে আছেন, তাদের মধ্যে কেউই খুব বড় মাপের তারকা নন। অনেকেই মনে করেন এ কারণেই হয়তো কারিনাকে ‘গসিপ কুইন’ ট্যাগ দেওয়া হয়।ভোরের আকাশ/তা.কা
২৫ আগস্ট ২০২৫ ১০:২৯ পিএম
১০০ কোটি কমিয়ে দিলেন সালমান খান
বলিউডের ভাইজান খ্যাত সালমান খান আবারও ফিরছেন ছোটপর্দায়। দেড় দশক ধরে ছোটপর্দার সবচেয়ে আলোচিত রিয়েলিটি শো ‘বিগ বস’। রোববার থেকে শুরু হওয়া ‘বিগ বস ১৯’-এ এক ভিন্ন চমক নিয়ে হাজির হচ্ছেন সালমান। তবে গতবারের তুলনায় প্রায় ১০০ কোটি রুপি কম পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান।সিনেমা হোক কিংবা টেলিভিশন রিয়েলিটি শো— সবখানে সালমান খানের চাহিদা আকাশচুম্বী। তবে সাম্প্রতিক বছরগুলোতে মুক্তি প্রাপ্ত একাধিক ছবি মুখ থুবড়ে পড়েছে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘সিকান্দার’ সিনেমাও আলোর মুখ দেখেনি। সম্প্রতি গুঞ্জন উঠেছিল টেলিভিশন রিয়েলিটি শো বিগ বস-১৯-এ আকাশচুম্বী পারিশ্রমিক নিচ্ছেন। তবে শো-শুরুর আগেই জানা গেল এক লাফে প্রায় ১০০ কোটি রুপি কম পারিশ্রমিক নিচ্ছেন বলিউডের ‘ভাইজান’।ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রথমদিকে শোনা যাচ্ছিল সাড়ে পাঁচ মাসের জন্য ৩০০ কোটিরও বেশি পারিশ্রমিক নেবেন। কিন্তু মাস অন্তে জানা গেল সপ্তাহে দুই পর্বের জন্য সালমানের পারিশ্রমিক ধরা হয়েছে ২০ কোটি রুপি। যেহেতু তিনি মাত্র ১৫ সপ্তাহ থাকছেন শোতে, তাঁর মোট আয় দাঁড়াচ্ছে প্রায় ১৫০ কোটি রুপি।অথচ ‘বিগ বস ১৭’র জন্য সালমান পেয়েছিলেন ২০০ কোটি টাকা। গত মৌসুমে (‘বিগ বস ১৮’) নিয়েছিলেন প্রায় ২৫০ কোটি।তবে সালমান ভক্তদের জন্য দুঃখের খবর এবার সম্পূর্ণ মৌসুমে থাকছেন না তিনি। সাড়ে তিন মাস পর অতিথি সঞ্চালকদের হাতে দায়িত্ব তুলে দেবেন তিনি। আলোচনায় আছে ফারাহ খান ও করণ জোহরের নাম, যারা আগেও একাধিকবার সালমানের অনুপস্থিতিতে শো পরিচালনা করেছেন। তাই স্বাভাবিকভাবেই কমেছে তাঁর পারিশ্রমিকও। এবারের থিম রাজনীতি ঘিরে, যেখানে দর্শকের মতামতই গেমের গতি ঠিক করবে। ইতিমধ্যেই শুটিং শুরু করেছেন সালমান।ভোরের আকাশ/তা.কা
২৫ আগস্ট ২০২৫ ০৯:৪৯ এএম
বলিউডের নতুন পরিচালক আরিয়ান খান, প্রিভিউ লঞ্চে শাহরুখ-গৌরি
বলিউডের কিং শাহরুখ খানের পরিবার নিয়ে ভক্তদের আগ্রহ সবসময়ই। আর এবার সেই পরিবারকেই একসঙ্গে দেখা গেল। শাহরুখপুত্র আরিয়ান খান বলিউডে পা রাখলেন তবে পরিচালক হিসেবে। সে যাত্রায় ছেলের সঙ্গে আছেন শাহরুখ ও গৌরি। নেটফ্লিক্সের আসন্ন সিরিজ ‘দ্য ব্যার্ডস অব বলিউড’-এর প্রিভিউ লঞ্চ ইভেন্টে প্রথমবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন আরিয়ান খান। এ সময় বাবা-মা তাকে মঞ্চের কেন্দ্রস্থলে জায়গা করে দেন। ইন্ডিয়া টুডে থেকে জানা যায় সিরিজটির প্রযোজক গৌরী খান। শাহরুখকেও দেখা যাবে বিশেষ ভূমিকায়। প্রিভিউ লঞ্চে গৌরী খান মঞ্চে উঠতেই শাহরুখ ও আরিয়ান একসঙ্গে তাকে ধরে পোজ দেন।এরপর শাহরুখ গৌরীর দিকে তাকিয়ে ইঙ্গিত দেন, আরিয়ানকে মঞ্চের আলোয় দাঁড়াতে দিতে হবে। ঠিক তখনই দুজনেই একপাশে সরে দাঁড়ান। বাবা-মাকে পাশে রেখে আরিয়ান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, আর শাহরুখ-গৌরী সন্তানের প্রথম সাফল্যের মুহূর্তটি উপভোগ করেন হাসিমুখে।সিরিজটির প্রিভিউ শুরু হয় শাহরুখ খানের কণ্ঠে, যেখানে তিনি ব্যাখ্যা করেন বলিউডের জগত আসলে কেমন একদিকে নায়ক, অন্যদিকে জন্মগত নায়ক। এরপর ধীরে ধীরে গল্প এগোয়, উঠে আসে লক্ষ্যের চরিত্র ‘আসমান সিং’ ও রাঘব জুয়ালের বন্ধুত্ব। ধনাঢ্য প্রযোজক ‘সোডাওয়াল্লা’ চরিত্রে হাজির হয়েছেন মানিশ চৌধুরী। আর সুপারস্টার ‘অজয় তলওয়ার’ চরিত্রে ববি দেওল। বিশেষ উপস্থিতি নিয়ে চমকে দিয়েছেন সালমান খান ও রণবীর সিং।সালমানকে দেখা গেছে এক পার্টিতে, আর রণবীর তার স্বভাবসুলভ ভঙ্গিতে বলছেন ‘ভেরি হার্ড’।আরিয়ানের এই ডেবিউ নিয়ে বলিউডের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। পারিবারিক বন্ধু সঞ্জয় কাপুর প্রকাশ্যে প্রশংসা করেন। অনন্যা পান্ডে ইনস্টাগ্রামে প্রিভিউ শেয়ার করে লেখেন, যদি প্রিভিউ এত মজার হয়, তাহলে পুরো শো কতটা জমবে আন্দাজ করো, কংগ্র্যাচুলেশন ডিরেক্টর।পরিচালক করণ জোহরও শুভেচ্ছা বার্তায় লিখেছেন, এতে আছে সবকিছু এন্টারটেইনমেন্ট আর ধামাকাদার এন্টারটেইনমেন্ট! আরিয়ান, এটা তোমার সময় - তুমি পরিশ্রম করেছ বছরের পর বছর।‘দ্য ব্যার্ডস অব বলিউড’ সিরিজ নিয়ে নেটিজেনদের আগ্রহের শেষ নেই। শাহরুখপুত্র আরিয়ানকে দর্শক আপন করে নিয়েছে এখন থেকেই। আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে আরিয়ান পরিচালিত সিরিজটি।ভোরের আকাশ/তা.কা
২৩ আগস্ট ২০২৫ ০২:০১ পিএম
অবশেষে সালমানকে নিয়ে অভিমান প্রকাশ করলেন ঐশ্বরিয়া
বলিউড সুপারস্টার (ভাইজান নামে যিনি পরিচিত) সালমান খানের ব্যক্তিগত জীবন প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। তার প্রেমের গল্পগুলো সিনেমার মতো নাটকীয়। এর মধ্যে বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই-এর নামও রয়েছে।সেই প্রেমের রেশ নিয়েই ২০০৮ সালে সালমানের সঞ্চালিত জনপ্রিয় গেম শো ‘দস কা দম’-এ উপস্থিত হন ঐশ্বরিয়া রাই। আর সেখানে এসেই প্রেমিক সালমানকে নিয়ে খুবই অভিমান প্রকাশ করেছিলেন এই সুন্দরী।ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অনুষ্ঠান চলাকালীন এক পর্যায়ে ঐশ্বরিয়া অভিমানী সুরে সালমানকে বলেন, ‘দেখতে পাই তো আমি। যখনই কোনো অভিনেত্রীকে তুমি আমন্ত্রণ জানাও, কত ফ্লার্ট করো তাদের সঙ্গে।’এ কথা শুনে বলিউড ভাইজান অভিভূত হয়ে তাকিয়ে ছিলেন তার প্রেমিকার দিকে। তারপর আদরের সুরে বলেছিলেন, ‘তুমিও এসেছ। এসো, তোমাকেও আমি জড়িয়ে ধরছি।’ বলেই ঐশ্বরিয়াকে আলিঙ্গন করেন সালমান।শুধু ঐশ্বরিয়াই নন, পরবর্তী প্রেমিকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফও কিন্তু সেই একই অভিমান করেছিলেন সালমান সম্পর্কে। ক্যাটরিনা বলেছিলেন, ‘সালমান খান, তুমি মহিলাদের সঙ্গে ইদানীং খুবই ফ্লার্ট করছ দেখছি।’তবে জানা যায়, যখন ঐশ্বরিয়ার সঙ্গে প্রেম ছিল তখন খুবই পজেটিভ ছিলেন সালমান। যার কারণে অভিনেতা বিবেক ওবেরয়ের সঙ্গে রাই সুন্দরীর ঘনিষ্ঠতা তৈরি হওয়ার বিষয়টিকে একেবারেই মানতে পারেননি তিনি। যার ফলস্বরূপ বিবেকের ক্যারিয়ারে ধস নামান সালমান খান—এমন গুঞ্জন শোনা যায় বলিউডে।এদিকে পরবর্তী সময় ঐশ্বরিয়ার বিয়ে হয় অভিষেক বচ্চনের সঙ্গে, আর ক্যাটরিনার বিয়ে করেছেন অভিনেতা ভিকি কৌশলকে। বর্তমানে সালমানের দুই প্রেমিকা যখন খুব ব্যস্ত নিজ-নিজ সাংসারিক জীবন নিয়ে, সেখানে বলিউড ভাইজান এখনো রয়ে গেছেন অবিবাহিত। জীবনে প্রেমিকা আসা সত্ত্বেও, কোনো সম্পর্কই বিয়ে পর্যন্ত গড়ায়নি তার।এ বিষয়ে এক টক শোতে সালমান আক্ষেপ প্রকাশ করে বলেছিলেন, ‘সব আমার দোষ। আমার প্রেমিকাদের নয়। আমার ভুলেই তারা আমাকে বারবার ছেড়ে চলে গিয়েছেন।’ভোরের আকাশ/মো.আ.
২২ আগস্ট ২০২৫ ০৩:৫৬ পিএম
৯৭ লাখ টাকা বাজেটের সিনেমার আয় ১০৪ কোটি!
বক্স অফিসে আয়ের উপর ভিত্তি করে সিনেমাকে এখন ব্লকবাস্টার বা হিট তকমা দেওয়া হয়। অনেক সময় খ্যাতিমান অভিনেতাদের সিনেমাও বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারে না। আবার ছোট বাজেটে নির্মিত অখ্যাত অভিনয়শিল্পীদের কোনো কোনো সিনেমা আশাতীত সাফল্য পায়। স্বল্প বাজেটের কন্নড় ভাষার ‘মুনগারু মেল’ সিনেমাও কল্পনাতীত আয় করে তাক লাগিয়ে দিয়েছিল।কমেডি-ড্রামা ঘরানার ‘মুনগারু মেল’ সিনেমা ২০০৬ সালের ২৯ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্রধান দুই চরিত্রে অভিনয় করেন—গণেষ ও পূজা গান্ধী। এটি পরিচালনা করেন যোগরাজ ভাট। এটি নির্মাণে ব্যয় হয় ৭০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৯৭ লাখ টাকা)। ১৩২ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমা বক্স অফিসে আয় করে ৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১০৪ কোটি ৭৩ লাখ টাকার বেশি)। রোমান্টিক কমেডি মিউজিক্যাল ফিল্ম ‘মুনগারু মেল’। প্রীতম ও নন্দিনীকে কেন্দ্র করে সিনেমাটির কাহিনি আবর্তিত হয়। প্রীতম নন্দিনীকে ভালোবাসলেও তার মন ভেঙে যায়; যখন জানতে পারে নন্দিনীর বিয়ে অন্যত্র ঠিক হয়ে গেছে। তারপর গল্প মোড় নেয় ভিন্ন দিকে।মজার ব্যাপার হলো, ‘মুনগারু মেল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে গণেষ ও পূজা গান্ধীর। আর অভিষেকেই বাজিমাত করেন এই জুটি। এ সিনেমার মাধ্যমেই তারকা খ্যাতি কুড়ান তারা। সিনেমাটি কর্নাটকে টানা ২০০ দিন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছিল।সিনেমাটিতে কোনো তারকা অভিনয়শিল্পী ছিলেন না। অন্যান্য চরিত্র রূপায়ন করেছিলেন—অনন্ত নাগ, জয় জগদীশ, সুচিতা শেঠি প্রমুখ। এ সিনেমার ৮০ শতাংশ শুটিং হয়েছিল বৃষ্টিতে। এই সিনেমার মাধ্যমে বলিউড প্লেব্যাক গায়ক সোনু নিগম, কুনাল গানজাওয়ালা এবং উদিত নারায়ণ কর্নাটকে জনপ্রিয়তা অর্জন করেন।দর্শকরা চাইলে সিনেমাটি এখনো দেখে নিতে পারবেন। ওটিটি প্ল্যাটফর্ম জিওহটস্টারে দেখা যাবে এটি।তথ্যসূত্র: ইন্ডিয়া টিভিভোরের আকাশ/মো.আ.
২১ আগস্ট ২০২৫ ০৪:১৭ পিএম
অভিনেতা অচ্যুত পোতদার মারা গেছেন
বলিউডের জনপ্রিয় অভিনেতা অচ্যুত পোতদার মারা গেছেন। গতকাল সোমবার ৯১ বছর বয়সে ভারতের মহারাষ্ট্রের ঠাণের জুপিটার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।শারীরিক জটিলতার কারণে তিনি কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানানো হয়নি। মঙ্গলবার ঠাণেতেই তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।অভিনয়ের দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে অচ্যুত পোতদার কাজ করেছেন ১২৫টির বেশি হিন্দি ও মারাঠি ছবিতে। বাণিজ্যিক কিংবা সমালোচকদের প্রশংসিত— দুই ধরনের চলচ্চিত্রেই সমান দক্ষতায় অভিনয় করে দর্শকের মন জয় করেন তিনি।তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে আক্রোশ, আলবার্ট পিন্টো কো গুসা কিউঁ আতা হ্যায়, অর্ধসত্য, তেজাব, পরিন্দা, রাজু বন গয়া জেন্টলম্যান, দিলওয়ালে, রঙ্গিলা, বাস্তব, হম সাথ সাথ হ্যায়, পরিণীতা, লাগে রহো মুন্না ভাই, দাবাং ২ এবং ভেন্টিলেটর।২০০৯ সালে মুক্তি পাওয়া রাজকুমার হিরানির থ্রি ইডিয়টস ছবিতে অধ্যাপকের চরিত্রে তার সংলাপ “আরে, কেহনা ক্যা চাহতে হো” এখনও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মিম হিসেবে ঘুরে বেড়ায়।শুধু সিনেমাই নয়, ছোট পর্দাতেও ছিল তার শক্তিশালী উপস্থিতি। ভারত এক খোঁজ, অল দ্য বেস্ট (দূরদর্শন), প্রধান মন্ত্রী (জি টিভি), আহত (১৯৯৫-২০০১, সনি টিভি), ওয়াগলে কি দুনিয়া এবং মাঝা হোশিল না (জি মারাঠি)-তে অভিনয় করে তিনি দর্শকদের মনে জায়গা করে নেন।অভিনয়ে আসার আগে অচ্যুত পোতদারের জীবন ছিল একেবারেই ভিন্নপথে। মধ্যপ্রদেশের রেওয়ায় শিক্ষকতা করার পর তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৬৭ সালে ক্যাপ্টেন পদে অবসর নেন। এরপর প্রায় ২৫ বছর ইন্ডিয়ান অয়েলে উচ্চপদে কাজ করেন। ১৯৯২ সালে চাকরি থেকে অবসর নেওয়ার পর মাত্র ৪৪ বছর বয়সে চলচ্চিত্রে পা রাখেন তিনি। সেখান থেকেই শুরু হয় তার অভিনয়যাত্রা।অচ্যুত পোতদারের মৃত্যুতে তার দীর্ঘদিনের সহকর্মীরা ছাড়াও বলিউড, মারাঠি চলচ্চিত্র অঙ্গন এবং টেলিভিশন জগতে নেমে এসেছে শোকের ছায়া।ভোরের আকাশ/জাআ