আমার শখ এখনো পূরণ হয়নি: ‘বরবাদ’ প্রিমিয়ারে শাকিব

আমার শখ এখনো পূরণ হয়নি: ‘বরবাদ’ প্রিমিয়ারে শাকিব

বিনোদন প্রতিবেদন

প্রকাশ : ২ ঘন্টা আগে

আপডেট : ২ ঘন্টা আগে

আমার শখ এখনো পূরণ হয়নি: ‘বরবাদ’ প্রিমিয়ারে শাকিব

আমার শখ এখনো পূরণ হয়নি: ‘বরবাদ’ প্রিমিয়ারে শাকিব

সিনেমা মুক্তির ২২তম দিনে প্রেক্ষাগৃহে হাজির হয়ে ‘বরবাদ’ দেখলেন ঢাকার সিনেমার সবচেয়ে বড় তারকা শাকিব খান। ঈদে মুক্তির পর দেশজুড়ে প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড়, টিকিট নিয়ে হাহাকার। শাকিব খান এ নিয়েও জানিয়েছিলেন, তার পরিবারের সদস্যরাও টিকিট পাচ্ছেন না ছবি দেখার।

এমতাবস্থায় গত সোমবার এয়ারপোর্ট সংলগ্ন স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রিমিয়ার শোতে উপস্থিত হন শাকিব। এদিন উপস্থিত সাংবাদিকদের কাছে সিনেমাটি নিয়ে দর্শকদের ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীর পরিকল্পনা নিয়েও কথা বলেন।

এসময় শাকিব খান বলেন, ‘দর্শক সিনেমাটাকে এত ভালোবাসা দিচ্ছে যা সত্যি অতুলনীয়। এত মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ। নতুন ছবির শুটিংয়ের কারণে সময় করতে পারিনি। আজ অবশেষে আসতে পারলাম।’

তিনি আরো বলেন, ‘আমি শুনছিলাম, সিনেমাটা গুলশান আপার ক্লাস থেকে গুলিস্তানের সাধারণ দর্শক সবাই দেখছেন। সবাই বলছেন, হ্যাঁ, এটাই সিনেমা।’

সিনেমা নিয়ে তার সুদূরপ্রসারী পরিকল্পনার আলোকে শাকিব খান বলেন, ‘আমি একসময় স্বপ্ন দেখতাম, দেশের মাল্টিপ্লেক্সে আমার ছবি চলবে, দেশের বাইরে বলিউড, হলিউড সিনেমার পোস্টারের পাশে আমার দেশের সিনেমার পোস্টার থাকবে। গত ২/৩ বছরে কিন্তু সেটাই হচ্ছে। দেশে-বিদেশে সবখানে আমার দেশের সিনেমা মানুষের মন জয় করছে। আমার শখ কিন্তু এখনো পূরণ হয়নি, আরো অনেক কিছু করা বাকি আছে।’

আপনারা হয়তো ভাবছেন, বরবাদ লাস্ট সিনেমা যেটা ১০০ কোটিতে গিয়ে পৌঁছাবে। তবে আমি মনে করি, এটা শেষ নয় বরং শুরু। গত বছর ‘তুফান’ দেখেছি, ভালো বিজনেস করেছে। এ বছর বরবাদ এলো, তার চেয়েও ভালো বিজনেস করল। আগামীতে যেই সিনেমাগুলো আসবে, ইনশাআল্লাহ সেগুলো আরও ভালো করবে।’

উদাহরণ টেনে তিনি বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশের ইন্ডাস্ট্রিতে এক সপ্তাহে একটি সিনেমা ১০০ কোটির ব্যবসা করেছিল, সেটা তাদের জন্য বিরাট ব্যাপার ছিল। কিন্তু যারা সিনেমা তৈরি করেছেন, তাদের লক্ষ্য ছিল ১ হাজার কোটি। এখন দেখা যায় পাশের দেশের সিনেমাগুলো হাজার কোটিতে না পৌঁছালে সুপারহিটই ঘোষণা করা হয় না।’

এদিন প্রেক্ষাগৃহে শাকিব খানের সঙ্গে বিশেষ প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি, পরিচালক মেহেদী হাসান হৃদয়, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, পরিচালক শিহাব শাহীন, দীঘি, সুনেরাহ বিনতে কামাল, আরশ খান, ইমন, কণ্ঠশিল্পী কোনালসহ অনেকে।

‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে আছেন কলকাতার ইধিকা পাল। এছাড়াও আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু ও যীশু সেনগুপ্ত।

ভোরের আকাশ/এসআই

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

আমার শখ এখনো পূরণ হয়নি: ‘বরবাদ’ প্রিমিয়ারে শাকিব

আমার শখ এখনো পূরণ হয়নি: ‘বরবাদ’ প্রিমিয়ারে শাকিব

ব্যাপক পরিবর্তন আসছে অস্কার পুরস্কারে

ব্যাপক পরিবর্তন আসছে অস্কার পুরস্কারে

অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাথরুমে পড়াশোনা করে ক্লাসে ফার্স্ট হন বলিউড অভিনেত্রী

বাথরুমে পড়াশোনা করে ক্লাসে ফার্স্ট হন বলিউড অভিনেত্রী

মন্তব্য করুন