আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫ ১২:২৮ এএম
ছবি: সংগৃহীত
আফ্রিকার দক্ষিণাঞ্চলের ছোট্ট দেশ এসওয়াতিনির রাজা মসোয়াতি তৃতীয়ের এক পুরোনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা গেছে, রাজা ১৫ স্ত্রী ও বিশাল এক সঙ্গীসহ ব্যক্তিগত বিমান থেকে আবুধাবিতে অবতরণ করছেন।
ভিডিওতে রাজাকে ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেছে, আর তার পেছনে সজ্জিত নারীদের সারিবদ্ধ যাত্রা চলছিল। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি প্রকাশের পর অনেকেই দেশের সাধারণ জনগণের দারিদ্র্য এবং রাজার বিলাসী জীবনধারার মধ্যে বৈষম্যের কড়া সমালোচনা করেছেন।
রাজপরিবারের সঙ্গে সফরে ছিলেন রাজপুত্র-রাজকন্যারা, মোট ৩০ সন্তানও ছিলেন সঙ্গী হিসেবে। নিরাপত্তার কারণে বিমানবন্দরের কিছু টার্মিনাল সাময়িকভাবে বন্ধ করতে হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে একজন ব্যবহারকারী লিখেছেন, “দেশে বিদ্যুৎ নেই, আর রাজার ব্যক্তিগত বিমান বিদেশ সফরে।” অন্য কেউ প্রশ্ন তুলেছেন, “এসওয়াতিনি কি এত ধনী রাষ্ট্র?” এছাড়াও অনেকেই হাস্যরসাত্মক মন্তব্য করেছেন, কেউ লিখেছেন, এত স্ত্রীর দেখাশোনার জন্য আলাদা সমন্বয়ক থাকেন কি না।
রাজা মসোয়াতি তৃতীয় ১৯৮৬ সাল থেকে দেশ শাসন করছেন এবং তিনি আফ্রিকার একমাত্র পূর্ণ নির্বাহী ক্ষমতার অধিকারী। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ ১ বিলিয়ন ডলারের বেশি।
অপরদিকে, দেশের অর্থনৈতিক পরিস্থিতি তীব্র সংকটাপন্ন। স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা প্রায় ধসে পড়েছে, সরকারি হাসপাতালগুলোতে ওষুধের অভাব, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে ঝরে পড়ছেন এবং বেকারত্ব বেড়ে ৩৩.৩ শতাংশে পৌঁছেছে।
রাজা মসোয়াতি ঐতিহ্যবাহী “রিড ড্যান্স” উৎসবের মাধ্যমে প্রতিবছর নতুন স্ত্রী নির্বাচন করেন। যদিও এই আচারকে ঐতিহ্যের অংশ হিসেবে দেখা হয়, দেশজুড়ে রাজার বিলাসী জীবনধারা নিয়ে সমালোচনা তীব্র। এসওয়াতিনির প্রায় ৬০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে জীবনযাপন করেন।
সূত্র: এনডিটিভি
ভোরের আকাশ//হ.র