‘১৪০০ প্রাণের বিনিময়ে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ এসেছে’

‘১৪০০ প্রাণের বিনিময়ে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ এসেছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ ঘন্টা আগে

আপডেট : ৮ ঘন্টা আগে

‘১৪০০ প্রাণের বিনিময়ে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ এসেছে’

‘১৪০০ প্রাণের বিনিময়ে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ এসেছে’

প্রায় ১৪০০ প্রাণের বিনিময়ে প্রকৃতপক্ষে এই প্রথম সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকায় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আলোচনার শুরুতে এমন মন্তব্য করেন তিনি। 

অধ্যাপক আলী রীয়াজ বলেন, গণতান্ত্রিক সমাজে ভিন্ন ভিন্ন মতাদর্শের চর্চা হবে, মতপার্থক্য থাকবে। আমাদের সবার ভাষা এক নাও হতে পারে। কিন্তু আমাদের লক্ষ্য এক৷

তিনি বলেন, যাদের প্রাণের বিনিময়ে এই সুযোগ তৈরি হয়েছে তাদের কাছে আমাদের দায় আছে৷ এই দায় ও অঙ্গীকার থেকেই যেন আমরা সত্যিকার অর্থে রাষ্ট্র বিনির্মাণের প্রক্রিয়া শুরু করতে পারি।

তিনি আরও বলেন, আমরা সবাই মিলে একটি জাতীয় সনদ তৈরি করতে চাই। সেই অভিপ্রায় থেকে আমরা ঐক্যবদ্ধ আছি৷ বাংলাদেশে গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্যের উপর নির্ভর করছে আমরা কতটুকু সাফল্য অর্জন করতে পারব।

আলোচনায় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল এ আলোচনায় অংশ নেয়৷ এতে দলটির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মুশতাক, মাহমুদ হোসেন ছাড়াও কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, সাইফুল ইসলাম ও শেখ মোহাম্মদ শিমুল।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

রাখাইনে ‘মানবিক করিডোর’ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

রাখাইনে ‘মানবিক করিডোর’ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

‘১৪০০ প্রাণের বিনিময়ে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ এসেছে’

‘১৪০০ প্রাণের বিনিময়ে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ এসেছে’

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন: সিইসি

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন: সিইসি

অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ জনরোষের শিকার: প্রধান উপদেষ্টা

অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ জনরোষের শিকার: প্রধান উপদেষ্টা

মন্তব্য করুন