আওয়ামী নেতাদের জামাই আদরে আদালতে আনা হচ্ছে : রিজভী

আওয়ামী নেতাদের জামাই আদরে আদালতে আনা হচ্ছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৫ ঘন্টা আগে

আপডেট : ৫ ঘন্টা আগে

আওয়ামী নেতাদের জামাই আদরে আদালতে আনা হচ্ছে : রিজভী

আওয়ামী নেতাদের জামাই আদরে আদালতে আনা হচ্ছে : রিজভী

আওয়ামী লীগ নেতাদের জামাই আদরে আদালতে হাজির করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, পতিত হাসিনার নেতারা দীর্ঘ সাড়ে ১৫ বছরের ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা চাওয়া তো দূরে থাক, উল্টো আদালতে হুমকি-ধমকি দিচ্ছে। হাজারও শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আরও বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার হুমকি দিচ্ছে।

জুলাই-আগস্টের শাজাহান খান গংরা আদালতে এসে সরকারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আদালতকে ভেংচি কাটছে, পুলিশকে থোরাই কেয়ার করছে। হাসিনার দোসররা আসামি হয়েও আদালতে যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে, তা মূলত অন্তর্বর্তী সরকারকে ‘অকার্যকর’ প্রমাণের এক গভীর চক্রান্ত।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসন নীরবতায় তারা এমন আচরণ করছে বলে মনে করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, পুলিশ প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হাসিনার অলিগার্করা ‘সর্ষের ভেতর ভূত’ হয়ে থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আওয়ামী দুঃশাসনের ২৮ লাখ কোটি টাকা পাচারের সঙ্গে যুক্তরা আজও ধরা-ছোঁয়ার বাইরে বলেও উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, সুতরাং হাট-বাজার, আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন সেক্টরে ফ্যাসিস্টদের সিন্ডিকেট তৎপরতা বহাল তবিয়তে কাজ করে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম প্রমুখ।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সিইসির সঙ্গে ইশরাকের সাক্ষাৎ

সিইসির সঙ্গে ইশরাকের সাক্ষাৎ

আওয়ামী নেতাদের জামাই আদরে আদালতে আনা হচ্ছে : রিজভী

আওয়ামী নেতাদের জামাই আদরে আদালতে আনা হচ্ছে : রিজভী

প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকার আহ্বান মির্জা আব্বাসের

প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকার আহ্বান মির্জা আব্বাসের

সংস্কার রাষ্ট্রের বিষয়, তাই তাড়াহুড়া নয়: সালাহউদ্দিন আহমেদ

সংস্কার রাষ্ট্রের বিষয়, তাই তাড়াহুড়া নয়: সালাহউদ্দিন আহমেদ

মন্তব্য করুন