সংগৃহীত ছবি
আগামী দিনে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার মূল চালিকাশক্তি হবে দেশের তরুণ সমাজ—এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। একই সঙ্গে তিনি ডাকসু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন সকল ছাত্র-ছাত্রীদের প্রতি।
সোমবার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বিকশিত ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জয়নুল আবেদীন ফারুক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া ছাত্রদল অতীতে রক্ত ও আত্মত্যাগের মধ্য দিয়ে প্রমাণ করেছে তারা দেশপ্রেমে আপোষহীন। খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং তারেক রহমানের দিকনির্দেশনায় ছাত্রদল আগামীকাল ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছে। আমি সকল শিক্ষার্থীকে আহ্বান জানাই—জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাস রেখে ছাত্রদলকে বিজয়ী করুন।
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের রূপরেখা বিএনপির ৩১ দফা কর্মসূচির মধ্যেই সুস্পষ্টভাবে রয়েছে। সেই ভবিষ্যতের নেতৃত্ব দেবে ছাত্রদল। তারেক রহমান হচ্ছেন স্মার্ট বাংলাদেশের রূপকার। তরুণ সমাজের সাহস, মেধা ও নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে।
আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করে ফারুক বলেন, গত ১৬ বছরে গণতন্ত্র, বিচার বিভাগ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা স্তব্ধ করে দিয়েছে আওয়ামী লীগ। দেশে আজ কোনো কার্যকর নির্বাচনী ব্যবস্থা নেই। দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়াকে নস্যাৎ করা হচ্ছে।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন,২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে—ইনশাআল্লাহ। সেই নির্বাচন হবে একটি ইন্টারিম সরকারের অধীনে।
বিএনপি নেতার দাবি, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন কেবল প্রযুক্তি নির্ভর রাষ্ট্র গঠনের কথা নয়, বরং এর অর্থ একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ। আর সেই ভবিষ্যতের ভিত্তিপ্রস্তর স্থাপনেই ছাত্রদলের ভূমিকা হবে অগ্রগণ্য।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিকশিত ফাউন্ডেশনের সভাপতি ইব্রাহিম, বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক সাইফ আলী খান, সংগঠনের সিনিয়র নেতা সিরাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।রোববার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কেবিনে চিকিৎসাধীন আছেন।প্রসঙ্গত, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘ দিন ধরে বিছানায় শয্যাশায়ী রফিকুল ইসলাম মিয়া। মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়াসহ নানা রোগে আক্রান্ত ৭৬ বছর বয়সী বিএনপির এই নেতা।ভোরের আকাশ/এসএইচ
জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া বক্তব্যকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাষণের সঙ্গে তুলনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে ‘এনআরবি কানেক্ট ডে : এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি’ শীর্ষক অনুষ্ঠানের একটি সেশনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এ সময় বাংলাদেশ বিষয়ে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেকোনো দুঃসময়ে বাংলাদেশের মানুষ লড়াই করতে জানে। জুলাই গণঅভ্যুত্থান তার প্রমাণ।বিএনপি মহাসচিব জানান, তার দল অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনগুলোর কাজে সহযোগিতা করছে। তিনি বলেন, আমি সবার সামনে পরিষ্কার করে বলতে চাই- বিএনপি সেই কাজই করবে, যাতে বাংলাদেশ ও দেশের মানুষ উপকৃত হয়।মির্জা ফখরুল বলেন, দেশের তরুণ প্রজন্ম আধুনিকভাবে চিন্তা করে এবং বিএনপি তাদের আধুনিক চিন্তা-ভাবনা গ্রহণ করার মানসিকতা রাখে।’তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ-তরুণীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।বিএনপির দীর্ঘদিনের সহযাত্রী জামায়াতের ভিন্ন অবস্থান প্রসঙ্গে নিউইয়র্কে যমুনা নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন ভোটের রাজনীতিতে জামায়াত খুব বেশি প্রভাব ফেলতে পারবে না।মির্জা ফখরুল বলেন, জামায়াতে ইসলামী লাইম লাইটে আসলেও জনমনে তেমন প্রভাব ফেলতে পারেনি। তিনি স্বীকার করেন, দলটি সুসংগঠিত হলেও তাদের পক্ষে ভোটে জিতে যাওয়া সম্ভব নয়।তিনি বলেন, জামায়াত যেভাবেই হোক লাইম লাইটে এসে গেছে। মিডিয়া ও সাংগঠনিক কর্মকাণ্ডের বদৌলতে একটা জায়গাতে তারা পৌঁছানোর চেষ্টা করছে এবং এটা তারা করবেই। তবে জনগণের মধ্যে জামায়াতের খুব বেশি প্রভাব বেড়েছে বলে মনে করেন না মির্জা ফখরুল।তিনি আরও বলেন, আমি নিজে মাঠের রাজনীতি করি, যাতায়াত করি, বুঝতে পারি, খুব বেশি একটা নাই।জামায়াতে ইসলামীর সাংগঠনিক শক্তি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, জামায়াতের সুবিধা হচ্ছে তারা খুবই সংগঠিত, রেডিমেন্টেড পলিটিক্যাল পার্টি। তাদের যথেষ্ট ফান্ডও আছে। এটা তাদের জন্য প্লাস পয়েন্ট।তবে জনগণের কাছে গিয়ে নির্বাচনে পুরোপুরি জিতে যাওয়ার মতো সক্ষমতা জামায়াতের নেই বলে তিনি মনে করেন, ‘তবে জনগণের কাছে গিয়ে ইলেকশন পুরোপুরি জিতে যাওয়া; এমন কোনো কিছু আমার মনে হয় না।’মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন, সারা পৃথিবীর মতো বাংলাদেশেও দক্ষিণপন্থি রাজনীতির উত্থানের চেষ্টা চলছে। বৈশ্বিক রাজনীতির গতিপ্রবাহ তুলে ধরে তিনি স্পষ্ট করেন যে বাংলাদেশও সেই প্রবণতা থেকে বিচ্ছিন্ন নয়। তবে তিনি বিশ্বাস করেন, সেই প্রচেষ্টা ভোটের মাঠে সফল হবে না।ভোরের আকাশ/এসএইচ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো বদলে যাচ্ছে। শিগগিরই নতুন লোগো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের সঙ্গে স্পেন রাষ্ট্রদূতের সাক্ষাতের সময় নতুন লোগো দেখা যায়।খোঁজ নিয়ে জানা গেল, আসলে নিজেদের দলীয় লোগোতে পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে নিজেদের নতুন লোগো উন্মোচন করতে পারে দলটি।জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম গণমাধ্যমকে বলেন, আমাদের লোগো পরিবর্তন করা হচ্ছে। আমিরের নির্দেশনায় বেশ কয়েকটি লোগো ডিজাইন করা হয়েছে। তবে, কোন লোগোটি ব্যবহার করা হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। আজকের এই লোগো ভুলবশত ছবিতে চলে এসেছে। আগামী কয়েকদিনের মধ্যে লোগো চূড়ান্ত করা হবে।তিনি আরও জানান, লোগো নিয়ে জামায়াতের নির্বাহী পরিষদে আলোচনা হয়েছে। চূড়ান্ত হলে সেটি দলের অফিসিয়াল লোগো হিসেবে ব্যবহৃত হবে।কেন লোগো পরিবর্তন করা হচ্ছে- এমন প্রশ্নে মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের আগের লোগো আমরা কখনো অফিসিয়ালি ব্যবহার করিনি। বিভিন্ন গণমাধ্যম ব্যবহার করতো।ভোরের আকাশ/এসএইচ
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু বলেছেন, দেশের বাহিরে ও ভিতরে থাকা কালোশক্তি গণতন্ত্রকে বিপন্ন করতে চায়। তিনি বলেন, ভিন্ন দেশে আশ্রয় নিয়ে বাংলাদেশে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।রোববার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী লেখক ফোরামের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, কেউ যদি মনে করে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ দখল করবে, এগুলো আপনার (শেখ হাসিনা) মধ্যেই থাকবে। বাংলাদেশিরা বীরের জাতি। এদেশের মানুষ কখনো কারো কাছে মাথানত করেনি। যে জাতি রক্ত দিতে পারে, যে জাতির শিশু-তরুণরা বিদ্রোহী হয়, সে জাতিকে কেউ পদানত করতে পারে- এটা ভাবার কোনো কারণ নেই।শামসুজ্জামান দুদু বলেন, ১৬ বছর শেখ হাসিনার যে নির্মম ও ভয়ংকর শাসন, সেই শাসনকে এ দেশের মানুষ চূর্ণবিচূর্ণ করে দিয়েছে। হাসিনা এক সময় জবরদস্তি ক্ষমতা দখল করে প্রধানমন্ত্রী দাবি করে দেশনেত্রী বেগম জিয়াকে নিয়ে মারাত্মক কথাগুলো বলবে, এটা আমরা ভাবিনি। কি দম্ভ ছিল তার। এই কারণে শেখ হাসিনার এই পরিণতি, এটা সময়ের প্রতিশোধ। সে এখন যেখানে (ভারত) আছে কৃতদাসের মতো, এটাই তার আসল ঠিকানা।তিনি বলেন, যারা নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করছে, তারা মূলত বোকার স্বর্গে বাস করছে।তিনি আরও বলেন, আমরা মনে করি- আগামীর দিন, জাতীয়তাবাদের দিন। জাতীয়তাবাদ ছাড়া কোনো বিকল্প নেই।এজন্য বিভিন্ন রকম মুখরোচক কথাবার্তা বলে, নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করছে। যারা এগুলো করছে, তারা মূলত বোকার স্বর্গে বাস করছে। এদেশের মানুষ ১৬ বছর ধরে আন্দোলন করেছে নিজের মতামত এবং অধিকারকে রক্ষা করার জন্য। সেই অধিকারকে রক্ষা করার একমাত্র মাধ্যম হচ্ছে নির্বাচন। এর বাইরে অন্য কোনো মাধ্যম আছে কেউ যদি মনে করে, তাহলে আমি বলবো- আসুন নির্বাচনের মাধ্যমে কে কত জনপ্রিয় আমরা সেটা যাচাই করি।দুদু বলেন, বাংলাদেশে সহসাই একটি নির্বাচন হতে হবে। যে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত পার্লামেন্ট হতে হবে। পার্লামেন্টের মধ্য দিয়ে সরকার তৈরি হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার এবং কেউ যদি মনে করে যে, নির্বাচনের বাইরে জনগণের উপরে কোনো কিছু চাপিয়ে দিবে, সেটি গ্রহণযোগ্য এবং ঠিক হবে না।ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আমরা সরকারকে সমর্থন দিয়েছি গণতন্ত্রের প্রশ্নে। আমরা সরকারকে টিকিয়ে রেখেছি একটি ভালো নির্বাচনের জন্যে। আমরা সরকারের কাছে প্রত্যাশা করি- ভালো নির্বাচনের জন্যে স্বল্প সময়ের মধ্যে যা যা করা দরকার সেগুলো করবেন। সেটার প্রতি আমাদের সমর্থন আছে।জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি শাহীন রেজার সভাপতিত্বে সমাবেশে বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলামসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/এসএইচ