× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৫ দিনের মধ্যে আ.লীগকে নিষিদ্ধের দাবি এনসিপির

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫ ০৯:৪২ এএম

১৫ দিনের মধ্যে আ.লীগকে নিষিদ্ধের দাবি এনসিপির

১৫ দিনের মধ্যে আ.লীগকে নিষিদ্ধের দাবি এনসিপির

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ক্রমে জোরালো হচ্ছে। বিভিন্ন সংগঠন এ দাবিতে সোচ্চার হচ্ছে। বিশেষ করে কঠোর অবস্থানে রয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। একই সুর গণঅধিকার পরিষদ ও হেফাজতে ইসলামের মুখেও। কেউ কেউ নিবন্ধন বাতিলের দাবিও করছেন। দলটি নিষিদ্ধ করতে সরকারকে ১৫ দিন সময় বেঁধে দিয়েছে এনসিপি। আরও পাঁচ সংগঠন ৯০ দিনের মধ্যে দলটিকে নিষিদ্ধের দাবি জানিয়েছে।

এদিকে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনগুলোকে নিষিদ্ধ এবং বিচারের মুখোমুখি করার দাবিতে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে স্মারকলিপি দিয়েছেন কয়েকটি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তাদের ভাষ্য, উপদেষ্টা তাদের আশার বাণী শোনাতে পারেননি। তাই আরেক জুলাই গড়ে তুলে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে বাধ্য করা হবে।

এছাড়া সম্প্রতি বিভিন্ন সভা-সমাবেশেও বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের শীর্ষ নেতৃত্ব আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে দাবি তুলছেন। যদিও বড় রাজনৈতিক দল বিএনপি এ বিষয়ে এখনো নিশ্চুপ ভূমিকা পালন করছে। বিএনপিসহ অন্যান্য বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে ঐকমত্যে পৌঁছলে অন্তর্বর্তী সরকারও পদক্ষেপ গ্রহণ করবে বলে সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সম্প্রতি তিনি সাংবাকিদের বলেন, প্রথমত এটা অত্যন্ত ইতিবাচক যে, আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐকমত্য সৃষ্টি হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐকমত্য সৃষ্টি হলে সরকারের জন্য যেকোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। তৎকালীন সরকারপ্রধান শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা ভারতে আশ্রয় নেন। এ খবর ছড়িয়ে পড়লে ওই সরকারের সব মন্ত্রী-এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতারা আত্মগোপনে চলে যান। কেউ কেউ দেশ ছেড়ে বিদেশেও পাড়ি জমিয়েছেন।

গণঅভ্যুত্থানের সাড়ে ৮ মাস পেরিয়ে গেলেও আওয়ামী লীগ নেতাদের মধ্যে গণহত্যার বিষয়ে ন্যূনতম অনুশোচনাবোধ সৃষ্টি হয়নি। উল্টো অন্তর্বর্তী সরকারকে উৎখাতের জন্য জুডিশিয়াল ক্যু, আনসার, পুলিশ, আমলা, পোশাক শ্রমিক, বেসরকারি শিক্ষক ও সাত কলেজসহ অন্তত দেড় শতাধিক বড় বড় আন্দোলনে ইন্ধন যুগিয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব। দেশের বিভিন্ন গ্রামগঞ্জের গোষ্ঠীগত দ্বন্দ্ব উসকে দেওয়ার মিশনে এখনো নেতৃত্ব দিচ্ছে তৃণমূল আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা। সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল বের করছে দলটি।

১৫ দিনের মধ্যে আ.লীগকে নিষিদ্ধের দাবি এনসিপির : আগামী ১৫ দিনের মধ্যে আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। গতকাল সোমবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ দাবি করে দলটির নেতারা।

সমাবেশে এনসিপি নেতারা বলেন, আওয়ামী লীগ হিটলারের দল। নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করে যেভাবে বিচারের আওতায় আনা হয়েছে, আইন তৈরি করে আওয়ামী লীগকেও একই প্রক্রিয়ায় বিচার করতে হবে। 

বিএনপিকে উদ্দেশ্য করে তারা আরও বলেন, ইনিয়ে-বিনিয়ে দলটি আওয়ামী লীগের পক্ষ নেওয়ার চেষ্টা করছে। এমন হলে এনসিপি বিএনপির বিপক্ষেও রাস্তায় নামতে বাধ্য হবে। এছাড়া বিএনপি চলমান সংস্কারের পক্ষেও বাধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ নেতাদের। সংক্ষিপ্ত সমাবেশ শেষ বিক্ষোভ মিছিল করে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। মিছিল নিয়ে তারা মোহাম্মদপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ৫ সংগঠনের : বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের কাছে স্মারকলিপি দিয়েছেন পাঁচটি সংগঠনের নেতারা। স্মারকলিপিতে তারা জুলাই গণহত্যার বিচার, ফ্যাসিবাদী অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। 

গতকাল সচিবালয়ে আইন উপদেষ্টার বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়েছে। জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স; অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন; প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; স্টুডেন্ট অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি; জাবি, জবি, ঢাবি, ঢাকা কলেজ এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জুলাই যোদ্ধাদের প্রতিনিধিরা এই স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে তারা জানিয়েছেন, সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে, অনতিবিলম্বে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ-সংগঠনকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। আওয়ামী লীগ, তার অঙ্গ-সংগঠন এবং ১৪ দলের যেসব নেতা বিগত তিন নির্বাচনে ক্ষমতায় ছিলেন তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। 

আগামী ৯০ কার্যদিবসের মধ্যে জুলাই অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, শাপলায় সংঘটিত গণহত্যা, পিলখানা, ২৮ ফেব্রুয়ারি এবং ২৬ মার্চসহ সব হত্যাকাণ্ডের দ্রুত নিরপেক্ষ তদন্ত ও দৃশ্যমান বিচার কার্যক্রম শুরু করার দাবি জানিয়েছেন পাঁচ সংগঠনের নেতারা। স্মারকলিপিতে এখনো গুম থাকা ব্যক্তিদের সন্ধান দিতে হবে এবং আয়নাঘর ও গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে বলা হয়েছে।

গত জুলাই আন্দোলনে করা ষড়যন্ত্রমূলক মামলাগুলোসহ গত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনামলে করা ষড়যন্ত্র, প্রহসন এবং রাজনৈতিক হয়রানিমূলক সব মামলা বাতিল করতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারগুলোর ক্ষতিপূরণ, পুনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে। 

গতকাল বেলা ২টার পর কয়েকটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিলের দাবিতে জাতীয় সচিবালয় এলাকায় অবস্থান নেন। তারা আওয়ামী লীগসহ দলটির অঙ্গ-সংগঠনগুলোকে নিষিদ্ধ এবং পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে গণহত্যা ও জুলাই গণহত্যাসহ সব অপকর্মের অভিযোগে বিচারের মুখোমুখি করার দাবি জানান।

‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন’ প্ল্যাটফর্ম থেকে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করছেন। এরপর শিক্ষার্থীদের মধ্য থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল এসব দাবি জানাতে সচিবালয়ে আইন উপদেষ্টাকে স্মারকলিপি দিতে ভেতরে যায়। 

প্রতিনিধিদলে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদ রানা, জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের আহ্বায়ক সালেহ মাহমুদ রায়হান, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিক আল আরমান ও রাফিদ এম ভূঁইয়া।

সচিবালয় থেকে বেরিয়ে প্রধান ফটকে বিকেল চারটায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিনিধিদলের সদস্য মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। তিনি বলেন, আইন উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ইতিবাচক কিছু বলবেন, এমন আশা ছিল। কিন্তু তিনি কোনো আশার বাণী শোনাতে পারেননি। দ্রুততম সময়ের মধ্যে নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা দাবি করেন মুসাদ্দিক।

তিনি বলেন, আলাপ-আলোচনায় মনে হয়েছে সরকার আন্তর্জাতিক সম্প্রদায় এবং দূতাবাসগুলোর প্রশ্নের মুখোমুখি হাতে চায় না বলেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না। কিন্তু এটি গণবিরোধী সিদ্ধান্ত। ৫ আগস্ট জনগণ রায় দিয়ে দিয়েছে, এ দেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। তাই কালবিলম্ব না করে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তাদের নিষিদ্ধ করতে হবে।

মুসাদ্দিক আরও বলেন, আমরা বুঝতে পেরেছি, গণআন্দোলন গড়ে তোলা ছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব নয়। আরেক জুলাই গড়ে তুলে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে বাধ্য করতে হবে। আমরা শিগগিরই দাবি আদায়ে মাঠে নামব।’ শিগগরিই কর্মসূচি ঘোষণা করার কথাও জানান এই শিক্ষার্থী।

এ সময় সালেহ মাহমুদ রায়হান বলেন, সংবিধানের ১৩২ ধারা নিয়ে আইন উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। এই ধারা বাতিলের জন্য উপদেষ্টাকে আহ্বান জানানো হয়েছে। ধারাটি হলো সরকারি কর্মকর্তাদের নামে মামলা করতে গেলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগে। এ ক্ষেত্রে বিসিএস কর্মকর্তা হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর পুলিশ হলে আইজির অনুমতি লাগে। আগস্ট থেকে এখন পর্যন্ত অনেক মামলার আবেদন হয়েছে। কিন্তু সেগুলো থানায় যায়নি। তাই এই ধারায় সংশোধনী বা বাতিলের দাবি জানানো হয়েছে। উপদেষ্টা বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন।

ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী সাদিক আল আরমান বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগ গর্তে ঢুকে গিয়েছিল। কিন্তু এখন তারা দেশের আনাচে-কানাচে তাদের শক্তি প্রদর্শনের চেষ্টা করছে। সে জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ করা কেন প্রয়োজন এবং কীভাবে করা যায়, তা নিয়ে আইন উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
 পিরোজপুরে ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্প অনুমোদনের দাবি

পিরোজপুরে ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্প অনুমোদনের দাবি

 'ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নিয়েছে সরকার'

'ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নিয়েছে সরকার'

 গাইবান্ধায় বজ্রপাতে মারা গেল কৃষকের গরু

গাইবান্ধায় বজ্রপাতে মারা গেল কৃষকের গরু

 সাতক্ষীরা সিটি কলেজের ম্যানেজিং কমিটি স্থগিত

সাতক্ষীরা সিটি কলেজের ম্যানেজিং কমিটি স্থগিত

 সাত গ্রামের ভরসা বাঁশের সাঁকো

সাত গ্রামের ভরসা বাঁশের সাঁকো

 নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প

নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প

 বোর্ডসেরা শিক্ষার্থীরা পাচ্ছে ১০ ও ২৫ হাজার টাকার পুরস্কার

বোর্ডসেরা শিক্ষার্থীরা পাচ্ছে ১০ ও ২৫ হাজার টাকার পুরস্কার

 মশার উৎপাতে দিশাহারা রাজধানীবাসী

মশার উৎপাতে দিশাহারা রাজধানীবাসী

 অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

 ৫৩ বছরেও নির্মাণ হয়নি ফুলবাড়ী বাইপাস সড়ক, ঘটছে দুর্ঘটনা

৫৩ বছরেও নির্মাণ হয়নি ফুলবাড়ী বাইপাস সড়ক, ঘটছে দুর্ঘটনা

 খুলনায় মাহিন্দ্রা-লরির সংঘর্ষে নিহত ৩

খুলনায় মাহিন্দ্রা-লরির সংঘর্ষে নিহত ৩

 প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত

 ১৭ বছর পর কানের লাল গালিচায় অ্যাঞ্জেলিনা জোলি

১৭ বছর পর কানের লাল গালিচায় অ্যাঞ্জেলিনা জোলি

 নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে ৮৫ শতাংশ রোগী

নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে ৮৫ শতাংশ রোগী

 মাইক্রোক্রেডিট ব্যাংকের জন্য আলাদা আইন করতে হবে: প্রধান উপদেষ্টা

মাইক্রোক্রেডিট ব্যাংকের জন্য আলাদা আইন করতে হবে: প্রধান উপদেষ্টা

 ইপিএল : ইউনাইটেডকে হারাল চেলসি

ইপিএল : ইউনাইটেডকে হারাল চেলসি

 ‎পিরোজপুরে তিল ক্ষেতে মধু চাষে প্রথমবারেই সাফল্য

‎পিরোজপুরে তিল ক্ষেতে মধু চাষে প্রথমবারেই সাফল্য

 এখনও মেলেনি খাদ্য সহায়তা, সংকটে কর্মহীন জেলেরা

এখনও মেলেনি খাদ্য সহায়তা, সংকটে কর্মহীন জেলেরা

 টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

সংশ্লিষ্ট

এনসিপির ‘জাতীয় যুবশক্তি’র ১৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

এনসিপির ‘জাতীয় যুবশক্তি’র ১৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

ঐকমত্যেও কৌশলী ইসলামী দল

ঐকমত্যেও কৌশলী ইসলামী দল

‘হজযাত্রীর বেশে’ দেশ ছাড়ার সময় আওয়ামী লীগ নেতা আটক

‘হজযাত্রীর বেশে’ দেশ ছাড়ার সময় আওয়ামী লীগ নেতা আটক

আমরা এখন বাঘের মুখে পড়েছি: মির্জা আব্বাস

আমরা এখন বাঘের মুখে পড়েছি: মির্জা আব্বাস