মরক্কোয় রোনালদোর হোটেলে আগুন

মরক্কোয় রোনালদোর হোটেলে আগুন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১ সপ্তাহ আগে

আপডেট : ৩ ঘন্টা আগে

মরক্কোয় রোনালদোর হোটেলে আগুন

মরক্কোয় রোনালদোর হোটেলে আগুন

মরক্কোর মারাকেশে অবস্থিত ক্রিশ্চিয়ানো রোনালদোর বিলাসবহুল হোটেল পেস্টানা সিআর৭ মারাকেশ-এ ছোট পরিসরের একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার হোটেলের একটি কক্ষে আগুন লাগে। তবে হোটেল কর্তৃপক্ষ এবং জরুরি সেবা সংস্থাগুলোর তাৎক্ষণিক হস্তক্ষেপে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

হোটেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, অগ্নিকাণ্ডটি ছিল সামান্য এবং এতে কেউ আহত হয়নি। হোটেল থেকে কাউকে সরিয়ে নেওয়ার প্রয়োজন হয়নি। দ্রুত কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ফলে অতিথি ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। ঘটনার পর হোটেল স্বাভাবিকভাবেই চালু রয়েছে এবং নিয়মিতভাবে অতিথিদের সেবা প্রদান করছে বলে জানায় পেস্টানা হোটেল গ্রুপ।

যে কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা গেছে এবং অন্য জায়গাগুলোতে ছড়িয়ে পড়াও থামানো গেছে। তা ছাড়া এই আগুন দুর্ঘটনায় শারীরিকভাবে কেউ ক্ষতিগ্রস্তও হয়নি। মারাকেশে রোনালদোর মালিকানাধীন বিলাসবহুল এই হোটেলটি চালু করা হয় ২০১৯ সালে।

দুটি রেস্টুরেন্ট, একটি জিম, স্পা এবং সুইমিং পুলসহ এই হোটেলে সব মিলিয়ে কক্ষ সংখ্যা ১৬৮টি। তবে পেস্তানা সিআর সেভেন ব্র্যান্ডের এটিই একমাত্র হোটেল নয়। লিসবন এবং মাদেইরাসহ বিশ্বের আরও কিছু জায়গা এই হোটেলের শাখা আছে বলে জানা গেছে।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

আগষ্টেই মুখোমুখি বাংলাদেশ-ভারত

আগষ্টেই মুখোমুখি বাংলাদেশ-ভারত

হামজাদের লিগে ক্লাবের মালিক হলেন  লুকা মদ্রিচ

হামজাদের লিগে ক্লাবের মালিক হলেন লুকা মদ্রিচ

পিছিয়ে পড়েও ডি ব্রুইনার নৈপুণ্যে সিটির বিশাল জয়

পিছিয়ে পড়েও ডি ব্রুইনার নৈপুণ্যে সিটির বিশাল জয়

আইপিএলে রকেট গতিতে ছুটছেন বিরাট কোহলি

আইপিএলে রকেট গতিতে ছুটছেন বিরাট কোহলি

মন্তব্য করুন