ভোরের আকাশ প্রতিবেদন
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫ ১২:৫৯ পিএম
পুতিনকে থামতে বললেন ট্রাম্প
কিয়েভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। রাশিয়ার এই প্রাণঘাতী হামলায় ‘খুশি নন’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে থামতে বলেছেন।
হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তার প্রশাসন রাশিয়ার ওপর অনেক চাপ প্রয়োগ করছে এবং এই হামলার প্রতি তার অসন্তোষ পুনর্ব্যক্ত করেছেন। তবে রাশিয়ার বিরুদ্ধে আরও কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না, সে বিষয়ে কিছু বলেননি।
ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি উভয়পক্ষের ওপরই ‘ব্যাপক চাপ’ প্রয়োগ করছেন যেন ইউক্রেন যুদ্ধ শেষ হয়। এবারের হামলাকে গত বছরের জুলাইয়ের পর কিয়েভে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে মনে করা হচ্ছে।
এই হামলা এমন এক সময়ে হলো, যখন ইউক্রেন ও প্রেসিডেন্ট জেলেনস্কিকে চাপ দেওয়া হচ্ছে- যেন তারা শান্তিচুক্তির অংশ হিসেবে কিছু এলাকা রাশিয়ার দখলে ছেড়ে দিতে রাজি হয়।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনায় সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘এর প্রয়োজন ছিল না, এবং সময়টাও খুব খারাপ। ভøাদিমির, থামো!’
ট্রাম্প জানিয়েছেন, আগামী কয়েক দিন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বৈঠক চলছে। আমি মনে করি আমরা একটি চুক্তি করতে যাচ্ছি। আমার মনে হয় আমরা খুব কাছাকাছি চলে আসছি।
জানা গেছে, বৃহস্পতিবার ভোরে (২৪ এপ্রিল) কিয়েভে চালানো বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১২ জন নিহত এবং ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এতে রাজধানী কিয়েভের পাঁচটি জেলায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
এর মধ্যে বেশ কিছু গ্যারেজ এবং প্রশাসনিক ভবনে লাগা আগুন নেভানো সম্ভব হয়েছে। বেশ কিছু আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। লোকজনকে উদ্ধারে ধ্বংসস্তূপে তল্লাশি অভিযান চলছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া এক রাতেই ৭০টি ক্ষেপণাস্ত্র এবং ১৪৫টি ড্রোন হামলা চালিয়েছে।
এদিকে দক্ষিণ আফ্রিকা সফরের সময় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, যুদ্ধ থামানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র চাইলে রাশিয়ার ওপর আরও জোরালো চাপ দিতে পারত।
অপরদিকে, বৃহস্পতিবার সিবিএস নিউজের ফেস দ্য নেশন-এ কথা বলতে গিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, প্রচেষ্টা সঠিক দিকে এগিয়ে যাচ্ছে। তবে কিছু নির্দিষ্ট বিষয় সূক্ষ্মভাবে সমন্বয় করা প্রয়োজন।
ভোরের আকাশ/এসআই
ভোরের আকাশ প্রতিবেদন
প্রকাশ : ৮ ঘন্টা আগে
আপডেট : ৫১ মিনিট আগে
পুতিনকে থামতে বললেন ট্রাম্প
কিয়েভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। রাশিয়ার এই প্রাণঘাতী হামলায় ‘খুশি নন’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে থামতে বলেছেন।
হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তার প্রশাসন রাশিয়ার ওপর অনেক চাপ প্রয়োগ করছে এবং এই হামলার প্রতি তার অসন্তোষ পুনর্ব্যক্ত করেছেন। তবে রাশিয়ার বিরুদ্ধে আরও কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না, সে বিষয়ে কিছু বলেননি।
ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি উভয়পক্ষের ওপরই ‘ব্যাপক চাপ’ প্রয়োগ করছেন যেন ইউক্রেন যুদ্ধ শেষ হয়। এবারের হামলাকে গত বছরের জুলাইয়ের পর কিয়েভে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে মনে করা হচ্ছে।
এই হামলা এমন এক সময়ে হলো, যখন ইউক্রেন ও প্রেসিডেন্ট জেলেনস্কিকে চাপ দেওয়া হচ্ছে- যেন তারা শান্তিচুক্তির অংশ হিসেবে কিছু এলাকা রাশিয়ার দখলে ছেড়ে দিতে রাজি হয়।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনায় সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘এর প্রয়োজন ছিল না, এবং সময়টাও খুব খারাপ। ভøাদিমির, থামো!’
ট্রাম্প জানিয়েছেন, আগামী কয়েক দিন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বৈঠক চলছে। আমি মনে করি আমরা একটি চুক্তি করতে যাচ্ছি। আমার মনে হয় আমরা খুব কাছাকাছি চলে আসছি।
জানা গেছে, বৃহস্পতিবার ভোরে (২৪ এপ্রিল) কিয়েভে চালানো বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১২ জন নিহত এবং ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এতে রাজধানী কিয়েভের পাঁচটি জেলায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
এর মধ্যে বেশ কিছু গ্যারেজ এবং প্রশাসনিক ভবনে লাগা আগুন নেভানো সম্ভব হয়েছে। বেশ কিছু আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। লোকজনকে উদ্ধারে ধ্বংসস্তূপে তল্লাশি অভিযান চলছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া এক রাতেই ৭০টি ক্ষেপণাস্ত্র এবং ১৪৫টি ড্রোন হামলা চালিয়েছে।
এদিকে দক্ষিণ আফ্রিকা সফরের সময় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, যুদ্ধ থামানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র চাইলে রাশিয়ার ওপর আরও জোরালো চাপ দিতে পারত।
অপরদিকে, বৃহস্পতিবার সিবিএস নিউজের ফেস দ্য নেশন-এ কথা বলতে গিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, প্রচেষ্টা সঠিক দিকে এগিয়ে যাচ্ছে। তবে কিছু নির্দিষ্ট বিষয় সূক্ষ্মভাবে সমন্বয় করা প্রয়োজন।
ভোরের আকাশ/এসআই