গাজীপুরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে কাপাসিয়ার সাংবাদিকরা। রোববার (১০আগস্ট) বিকাল ৩টায় কাপাসিয়া মুক্তিযোদ্ধা সংসদের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।কাপাসিয়া প্রেসক্লাব, কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটি ও কাপাসিয়া সাংবাদিক ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন।প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শামসুল হুদা লিটনের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাপ্তাহিক শীতলক্ষ্যার সম্পাদক ও প্রকাশক শেখ তমিজ উদ্দিন আহমেদ খোকা, কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সঞ্জীব কুমার দাস, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাইফুল ইসলাম শাহীন, প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী কামাল, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, সাংবাদিক মেজবাহ উদ্দিন, আবু সাঈদ, শেখ সফিউদ্দিন জিন্নাহ, আকরাম হোসেন রিপন, জাহাঙ্গীর আলম, এস এম লবিব, হাজী সাইফুল ইসলাম প্রমুখ।মানববন্ধন শেষে সাংবাদিকদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল সদর রোড প্রদক্ষিণ করে। মানববন্ধনে বক্তারা সাংবাদিক নির্যাতন ও হত্যার দীর্ঘ ইতিহাস তুলে ধরেন—সাগর-রুনি হত্যাকাণ্ড থেকে শুরু করে আজ অবধি অসংখ্য ঘটনার কোনোটিরও বিচার হয়নি বলে উল্লেখ করেন তারা। অবিলম্বে সব সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। হত্যাকারীরা প্রভাবশালী কারো না কারো ছত্রছায়ায় অপকর্ম করে বেড়াচ্ছে।নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, ''আমরা সেই অপরাধের মাস্টারমাইন্ডদের দেখতে চাই। বিশেষ ট্রাইব্যুনালে দ্রুততম সময়ের মধ্যে সাংবাদিক হত্যাকারীদের ফাঁসি কার্যকর করতে হবে। অন্যথায় সারাদেশের সাংবাদিকদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে"। রাষ্ট্রকে সাংবাদিক তুহিনের পরিবারের নিরাপত্তা ও দায়িত্ব নেয়ার দাবি জানান তারা।ভোরের আকাশ/জাআ
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে কলমবিরতি কর্মসূচি পালন করা হয়েছে।রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার সকল গণমাধ্যমকর্মীরা এ কর্মসূচি পালন করেন।সুনামগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রেসক্লাব প্রাঙ্গণে অবস্থান নেন জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।এ সময় সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ বলেন, “সাংবাদিক তুহিন হত্যার নৃশংসতা আমাদের শঙ্কিত ও ভীত করেছে। এ ধরনের ভীতিকর পরিস্থিতি বন্ধে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”তিনি আরও বলেন, “নিহত সাংবাদিকের পরিবার যেন মানবেতর জীবন না কাটায়, সেজন্য রাষ্ট্রকে তাদের দায়িত্ব নিতে হবে।”প্রতিবাদ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম হেলাল, যুগ্ম সম্পাদক বাবুল মিয়া, কোষাধ্যক্ষ শহীদনূর আহমেদ, সাংবাদিক ঝুনু চৌধুরী, হাসান চৌধুরী, সুলেমান কবীর, ফুয়াদ মনি, রাজু আহমেদ রমজান, শাহ মোহাম্মদ ফরহাদ প্রমুখ।এদিকে, কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করে জেলার বিভিন্ন উপজেলাতেও পালিত হয়েছে কলমবিরতি। দোয়ারাবাজার প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, ছাতক প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনির নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।ভোরের আকাশ/জাআ
১০ আগস্ট ২০২৫ ১০:৪০ পিএম
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে শিবচরে মানববন্ধন
গাজীপুরে কর্মরত দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে শিবচর উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিবচর ৭১ চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিবচর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন শিবচর শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ, জামায়াতে ইসলামের বায়তুল মাল সম্পাদক অলি উল্লাহ, শিবচর প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু খায়ের খান, আজকের দর্পণ প্রতিনিধি মীর ইমরান, দীপ্ত টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম রাজা, দৈনিক আমার দেশ প্রতিনিধি সরোয়ার হোসেন, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি কামরুল ইসলাম, এশিয়া টেলিভিশনের প্রতিনিধি রুবেল মোড়ল, দৈনিক মানবজমিনের প্রতিনিধি বিএম হায়দার আলী, দৈনিক কালের কণ্ঠ ও ডেইলী সানের প্রতিনিধি এস.এম. দেলোয়ার হোসাইন, দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি মো.শাহিন মিয়া, দৈনিক হুংকারের প্রতিনিধি মেহেরাব হোসেন, আমার বার্তার মাল্টিমিডিয়া ও লাল সবুজের দেশ প্রিন্ট প্রতিনিধি মোঃ রিয়াজ রহমান, দৈনিক ঘোষণার প্রতিনিধি সালমান রহমান, এস টিভি কামাল, গ্লোবাল টিভি’র এম এ কাইয়ুম, দৈনিক প্রভাতের হাসানাত আকাশ ও শিবচরের কর্মরত অন্যান্য সাংবাদিবৃন্দ।আয়োজকরা জানান, গাজীপুরে সংঘটিত এই নির্মম হত্যাকাণ্ড দেশের সাংবাদিক সমাজের জন্য গভীর শোক ও উদ্বেগের বিষয়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে।ভোরের আকাশ/জাআ