ছবি: ভোরের আকাশ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আগুনে পুড়ে কোটি কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে উপজেলার কুটিবাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কুটি বাজারের এক দোকান থেকে আগুনের সূত্রপাত হয়; মুহূর্তেই সেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ফার্মেসি, ইলেকট্রনিক্স, কনফেকশনারীসহ বিভিন্ন রকমের ১০ দোকান পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কসবা উপজেলার দুটি ইউনিট ও আখাউড়া উপজেলার দুটি ইউনিটসহ মোট চার ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে কসবা ফায়ার সার্ভিসের লিডার নাজমুল হুদা বলেন, 'স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কসবা ও আখাউড়া ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণের কাজ চলছে।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
দিনাজপুরে আমন ধান কর্তনের উৎসব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গতকাল বুধবার (১২ নভেম্বর) দুপুরে সদরের সুন্দরবন ইউনিয়নের কালিকাপুর গ্রামে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শস্য কর্তন উৎসবের উদ্বোধন করেন।জেলা প্রশাসক রফিকুল ইসলাম কৃষকদের সঙ্গে একাত্ম হয়ে নিজ হাতে ব্রি-৫১ জাতের ধান কেটে উদ্বোধন করেন শস্য কর্তন কর্মসূচির। মাথায় টুপি, ঘাড়ে গামছা, হাতে কাস্তে—নিজের শৈশবের কৃষিকাজের স্মৃতি স্মরণ করে তিনি বলেন, আমার বাবা ছিলেন কৃষক। ছোটবেলায় বাবার সঙ্গে ধান কাটা, মাড়াইয়ের কাজে অংশ নিয়েছি। আজ আবার সেই দিনগুলোর স্মৃতি ফিরে পেলাম।এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আফজাল হোসেন ও দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম তুষারসহ উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।কালিকাপুর গ্রামের চাষিরা জানান, ব্রি-৫১ ধানটি আগাম জাত হওয়ায় বীজতলা থেকে কাটা পর্যন্ত ১২৫ থেকে ১৩০ দিনের মধ্যে ফসল ঘরে তোলা যায়।ধান কাটার পরপরই একই জমিতে আলু বা ভুট্টা চাষের প্রস্তুতি নিতে হয়,একই জমি থেকে দুই মৌসুমে ফসল ঘরে তুলতে পারব।দিনাজপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম তুষার জানান, ব্রি-৫১ ধান জাতটি আগাম ও উচ্চফলনশীল। এ জাতের ধান চাষে কম খরচে বেশি ফলন পাওয়া যায়। এতে কৃষকরা দ্রুত জমি ফাঁকা করে রবি মৌসুমের ফসল আবাদ করতে পারেন। ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আফজাল হোসেন বলেন, দিনাজপুর জেলায় চলতি মৌসুমে ২ লাখ ৬০ হাজার ৮৬২ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। এতে প্রায় ৮ লাখ ৮৫ হাজার মেট্রিক টন চাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যার বাজারমূল্য ৪ হাজার কোটি টাকারও বেশি।জেলা প্রশাসক রফিকুল ইসলাম ধান কর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে কবিতার পঙক্তি উদ্ধৃত করে বলেন, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশমাতারই মুক্তিকামী দেশের সে যে আশা।তিনি আরও বলেন, দিনাজপুর কৃষিতে স্বয়ংসম্পূর্ণ একটি জেলা। এখানকার উৎপাদিত ধান স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলায় পাঠানো হয়। কৃষকরা এখন প্রযুক্তি নির্ভর কৃষিতে অভ্যস্ত হচ্ছেন। সরকার প্রদত্ত কৃষি অ্যাপস ব্যবহারের মাধ্যমে তারা সারের যৌক্তিক ব্যবহার, কীটনাশক প্রয়োগ ও সেচ ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন করেছেন।”এ সময় কৃষকদের উদ্দেশে বলেন, “কৃষকরাই দেশের চালিকাশক্তি। তাদের ঘামে সিক্ত এই মাটির ফসলেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সরকার কৃষকদের পাশে আছে, থাকবে—যাতে তারা তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পান।অনুকূল আবহাওয়া ও সরকারি সহায়তায় এবার দিনাজপুরে আমন ধানের ফলন আশানুরূপ হয়েছে। মোঃ আব্দুল হাফিজভ্রাম্যমান প্রতিনিধি। ভোরের আকাশ/তা.কা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সামনে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করা হয়েছে। এতে সকাল থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৬টার দিকে জাজিরার নাওডোবা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেন। একপর্যায়ে তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।অবরোধকারীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল করেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান বলে জানিয়েছে পুলিশ। এ সময় দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়।অবরোধের কারণে সকাল ছয়টা থেকে পদ্মা সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সাড়ে ৮টার পর কিছু যানবাহন পারাপার শুরু হলেও এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ রয়েছে। এতে জাজিরার জমাদ্দার মোড় এলাকায় আধা কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, ‘সকাল থেকে সড়কের এক কিলোমিটার পশ্চিমে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছিলেন। পুলিশ সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা ট্রাকে আগুন দেয়।’ তিনি জানান, আটকে পড়া যানবাহনগুলোকে নিরাপত্তা দিয়ে পদ্মা সেতু পারাপারে সহায়তা করা হচ্ছে।শরীয়তপুর বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার বলেন, গতকাল ঢাকায় শরীয়তপুরের দুটি বাসে আগুন দেওয়া হয়েছিল। আজ পদ্মা সেতু এলাকায় অবরোধ চলছে। তাই আতঙ্কে সড়কে বাস চলাচল বন্ধ রেখেছি।পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল আবার শুরু হবে বলে জানিয়েছেন তিনি।ভোরের আকাশ/তা.কা
বরগুনার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। স্মৃতিস্তম্ভটিতে আগুন নিক্ষেপ করার ১১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার (১২ নভেম্বর) মধ্য রাতে বরগুনার সার্কিট হাউস মাঠের উত্তর পূর্ব কোণে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে।সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কেউ একজন তার হাতে থাকা কোনো কিছুতে অগ্নিসংযোগ করে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। পরে আগুন স্মৃতিস্তম্ভের নিচের অংশে জ্বলতে শুরু করে। এ সময় ভিডিওতে কেউ একজন বলেন, দে। আর এরপরই অন্য একজন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নি নিক্ষেপ করেন। এরপর চল চল বলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।এ ঘটনার ১১ সেকেন্ড ওই ভিডিওটি ফেসবুকে পোস্ট করে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা লিখেছেন, বরগুনা সার্কিট হাউজের সামনে কথিত জুলাই স্তম্ভে আগুন।মুক্তিযুদ্বের চেতনা বিরোধী জুলাই স্মারক নামের নোংরা জিনিস বরগুনার পবিত্র মাটিতে থাকতে পারে না। থাকতে দেব না।এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, আমরা খবর শুনেছি। কিন্তু ঘটনাস্থলে এরকম কোনো নমুনা দেখছি না। এটা আমাদের না অন্য কোথাও ঘটেছে, তা ঠিক বলতে পারছি না। পুলিশ যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে তৎপর রয়েছে বলেও জানান তিনি।আব্দুল আলীম/এমএএস
আগামীকাল আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিতে ঘিরে রাজধানীর প্রবেশ পথে সাভারের আমিন বাজারে পুলিশের চেকপোস্ট বসিয়েছে তল্লাশি করা হচ্ছে। এ সময় নাশকতা রোধে প্রাইভেটকার, মাইক্রোবাসসহ যাত্রীবাহী বাসে যাত্রীদের তল্লাশি করছে পুলিশ।বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে ঢাকামুখি লেনে এ চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে সাভার মডেল থানা পুলিশ।সরেজমিনে দেখা যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে অন্যান দিনের তুলায় দূরপাল্লার যাত্রীবাহী বাসের চলাচল কম রয়েছে। তবে ব্যক্তিগত যানবাহন ও লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে। দুপুরের পর থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজারের ঢাকামুখি লেনে যানবাহনে তল্লাশি করছে পুলিশ।এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, আগামীকালের লকডাউনকে সামনে রেখে মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় আমিনবাজারে চেকপোস্ট বসানো হয়েছে।এ সময় মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহন তল্লাশির পাশাপাশি যাত্রীদের পরিচয়পত্র চেক করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে৷ জনগণের স্বার্থে সড়কে তল্লাশি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।ভোরের আকাশ/এসএইচ