ছবি : ভোরের আকাশ
চুয়াডাঙ্গা জেলা কারাগারে আটক আসামি মিলন হোসেন (৪০) নামে এক হাজতি মারা গেছে। তার মৃত্যুতে পরিবার নেমে এসেছে শোকের ছায়া। সে দুই সন্তানের জনক।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪ টার দিকে রিপনকে সদর হাসপালে ভর্তি করে জেল পুলিশ। হাসপালালে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪ টা ৪৫ মিমিটে সে মারা যায়।
নিহত মিলন হেসেন জেলার দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের বিল্লাল মালিথার ছেলে।
নিহতের পিতা বিল্লাল হোসেন জানান, গত ২৮ আগস্ট সকাল ১০ টার দিকে গ্রামের একটি চায়ের দোকানে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় আমার ছেলে গত ৪ সেপ্টেম্বর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে। বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে আটক রাখার আদেশ দেন। সেই থেকে আমার ছেলে জেলা কারাগারে আটক ছিলো।
তিনি আরো জানান, আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪ টার দিকে জেল পুলিশ মোবাইল ফোনের মাধ্যমে জানায় আমার ছেলে অসুস্থ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আপনারা আসুন।
সংবাদ পেয়ে আমরা ভোর ৫ টার দিকে হাসপাতালে পৌঁছে ছেলেকে মৃত অবস্থায় দেখতে পায়।
চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার মোঃ ফকর উদ্দিন জানান, সোমবার রাত ৩ টার দিকে হাজতি মিলন হোসেন শ্বাস কষ্টে আক্রান্ত হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪ টা ৪৫ মিনিটে হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক নাসিমুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, চিকিৎসাধীন অবস্থায় মিলন নামে এক হাজতির মৃত্যু হয়েছে৷ ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা যাবে। তবে, প্রথমিকভাব ধারণা করা হচ্ছে স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
ভোরের আকাশ/মো.আ.
সংশ্লিষ্ট
কুড়িগ্রামে "শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামুলক প্রচার কার্যক্রম" শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষ্যে গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে জেলা পর্যায়ে পরামর্শমুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা সিভিল সার্জন কার্যালয়ে দুপুর ২টা পর্যন্ত সম্মেলন কক্ষে এ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা সিভিল ডা. স্বপন কুমার বিশ্বাস।জেলা তথ্য অফিসার মো. শাহজাহানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন,উপপরিচালক গণযোগাযোগ অধিদপ্তর ঢাকা রিয়াদুল ইসলাম, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউনিসেফ রংপুর বিভাগের প্রতিনিধি ডা.মাহমুদুর রহমান, সিনিয়র সাংবাদিক ইউনুছ আলী,এনটিভি কুড়িগ্রাম প্রতিনিধি হাসিবুর রহমান হাসিব প্রমুখ।টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সময়কাল ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর-২৫ পর্যন্ত। ১৮ কার্যদিবস।এসময় স্বপন কুমার বিশ্বাস সিভিল সার্জন বলেন আপনারা সাংবাদিক সমাজের দর্পণ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন জোরালোভাবে ভুমিকা রাখার আহবান জানান।ভোরের আকাশ/মো.আ.
পিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) ও সহকারী শিক্ষক অসীম কুমারের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেয়— “শিক্ষকের ওপর হামলা কেন, বিচার চাই বিচার চাই”, “শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে, বাঁচবে বাংলাদেশ”।মানববন্ধন ও সমাবেশে শিক্ষার্থীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান। তারা বলেন, ভবিষ্যতে যেন আর কোনো শিক্ষকের ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনা না ঘটে, সে ব্যবস্থা নিতে হবে।উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিদ্যালয় শেষে প্রধান শিক্ষক বিপুল মিত্র সহকারী শিক্ষক অসীম কুমারকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে শহরে ফিরছিলেন। পথে পিরোজপুর-নাজিরপুর সড়কের ঝরঝরিয়াতলা এলাকায় ৭-৮ জন মুখোশধারী দুর্বৃত্ত তাদের পথরোধ করে এলোপাতাড়ি মারধর করে। এতে বিপুল মিত্রের দুই পা ও ডান হাত ভেঙে যায়। সহকারী শিক্ষক অসীম কুমারও এ সময় আহত হন।এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।ভোরের আকাশ/মো.আ.
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনীতে ইউপি সদস্য সোহেল আহমেদ (৩২) নিহত হয়েছেন।সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে এই ঘটনা ঘটে।নিহত সোহেলে ব্রাক্ষন্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য ও বালিয়াপাড়া গ্রামের মকবুলের ছেলে।সে আড়াইহাজার আওয়ামী লীগের নেতা সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর রাজনীতির সাথে জড়িত ছিলেন।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, সকালে গণপিটুনীতে একজনের মৃত্যুর খবর পেয়েছি।পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে।বর্তমানে লাশটি থানায় আছে।থানায় তার নামে ১০-১২ টা মামলা রয়েছে।লাশটি কিছুক্ষণ পরে মর্গে পাঠানো হবে।ভোরের আকাশ/জাআ
গাজীপুরের কাপাসিয়া উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে এসব সহায়তা প্রদান করা হয়।২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে বসতবাড়িতে ও মাঠে চাষযোগ্য শীতকালীন শাকসবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন উপজেলা কৃষিপূনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম। এসময় সুবিধাভোগী কৃষকদের উপস্থিতিতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুন।অন্যান্যের মাঝে অতিরিক্ত কৃষি অফিসার সৈয়দ শাকিল আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার সুরাইয়া আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মশিউর রহমান, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কৃষি উপ-সহকারী ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা (ব্লক সুপারভাইজার) মনজুরুল আলম, আয়নাল হক, সফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।কৃষি অফিস সূত্র জানায়, উপজেলার বিভিন্ন এলাকার মোট ৮৪০ জন প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। এদের ৩শ' জন কৃষকের মাঝে বসতবাড়িতে চাষযোগ্য শীতকালীন সবজি বেগুন, পালংশাক, লাল শাক, মটরশুটি, লাউ, মূলা, বাটিশাক সহ ৭ ধরনের ৫'শ গ্রাম বীজের ৯ প্যাকেট দেয়া হয়।মাঠে চাষযোগ্য সবজি প্রণোদনার অংশ হিসেবে ৫'শ ৪০ জনের মাঝে প্রত্যেকের ২০ শতাংশ জমির জন্য বিভিন্ন ধরণ এবং পরিমানের লাউ, বেগুন, মিষ্টি কুমড়া ও শশা বীজ বিতরণ করা হয়েছে। এদের প্রত্যেককে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।ভোরের আকাশ/মো.আ.