ছবি: ভোরের আকাশ
আঞ্চলিক তথ্য অফিস রাজশাহী'র আয়োজনে ‘গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর ) সকালে আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।
প্রধান অতিথি'র বক্তব্যে তিনি বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মিডিয়ার নাম পরিবর্তন করে গুজব ছড়ানো হয়, যা দেখে অনেকেই বিভ্রান্ত হন। গণমাধ্যম কর্মিরা সমাজের আয়না, তাদেরকে এ বিষয়ে দায়িত্বশীল ও সজাগ থাকতে হবে, গুজব প্রতিরোধে সোচ্চার হতে হবে।
আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর উপপ্রধান তথ্য অফিসার মো: তৌহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র তথ্য অফিসার মো: আতিকুর রহমান শাহ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায় ও জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী।
মতবিনিময়ে সিরাজগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৪০ জন গণমাধ্যম কর্মি অংশগ্রহণ করেন।
ভোরের আকাশ/তা.কা
সংশ্লিষ্ট
মাগুরা শহরতলি পারনান্দুয়ালি এলাকার স্লুইচগেট ব্রীজ সংলগ্ন নবগঙ্গা নদীতে পা পিছলে পড়ে দীপ্ত (১৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। রবিবার (২৮সেপ্টেম্বর) সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত দীপ্ত মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং শহরের মেটারনিটি পাড়ার ফেরদৌস হোসেনের ছেলে।স্থানীয়রা জানান, সন্ধ্যার পর দীপ্ত তার দুই বন্ধুকে নিয়ে নবগঙ্গা ব্রীজ এলাকায় ঘুরতে আসে। এসময় তারা পশ্চিম পাশে দাঁড়িয়ে টিকটক করছিল। হঠাৎ অসতর্ক অবস্থায় দীপ্ত নদীতে পড়ে যায়।পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দীর্ঘ খোঁজাখুঁজির পর রাতেই দীপ্তর মরদেহ উদ্ধার করে। সোমবার (২৯সেপ্টেম্বর) দুপুর ২টায় তার দাফন সম্পন্ন হয়।ভোরের আকাশ/মো.আ.
কুড়িগ্রামে "শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামুলক প্রচার কার্যক্রম" শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষ্যে গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে জেলা পর্যায়ে পরামর্শমুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা সিভিল সার্জন কার্যালয়ে দুপুর ২টা পর্যন্ত সম্মেলন কক্ষে এ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা সিভিল ডা. স্বপন কুমার বিশ্বাস।জেলা তথ্য অফিসার মো. শাহজাহানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন,উপপরিচালক গণযোগাযোগ অধিদপ্তর ঢাকা রিয়াদুল ইসলাম, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউনিসেফ রংপুর বিভাগের প্রতিনিধি ডা.মাহমুদুর রহমান, সিনিয়র সাংবাদিক ইউনুছ আলী,এনটিভি কুড়িগ্রাম প্রতিনিধি হাসিবুর রহমান হাসিব প্রমুখ।টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সময়কাল ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর-২৫ পর্যন্ত। ১৮ কার্যদিবস।এসময় স্বপন কুমার বিশ্বাস সিভিল সার্জন বলেন আপনারা সাংবাদিক সমাজের দর্পণ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন জোরালোভাবে ভুমিকা রাখার আহবান জানান।ভোরের আকাশ/মো.আ.
পিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) ও সহকারী শিক্ষক অসীম কুমারের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেয়— “শিক্ষকের ওপর হামলা কেন, বিচার চাই বিচার চাই”, “শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে, বাঁচবে বাংলাদেশ”।মানববন্ধন ও সমাবেশে শিক্ষার্থীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান। তারা বলেন, ভবিষ্যতে যেন আর কোনো শিক্ষকের ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনা না ঘটে, সে ব্যবস্থা নিতে হবে।উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিদ্যালয় শেষে প্রধান শিক্ষক বিপুল মিত্র সহকারী শিক্ষক অসীম কুমারকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে শহরে ফিরছিলেন। পথে পিরোজপুর-নাজিরপুর সড়কের ঝরঝরিয়াতলা এলাকায় ৭-৮ জন মুখোশধারী দুর্বৃত্ত তাদের পথরোধ করে এলোপাতাড়ি মারধর করে। এতে বিপুল মিত্রের দুই পা ও ডান হাত ভেঙে যায়। সহকারী শিক্ষক অসীম কুমারও এ সময় আহত হন।এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।ভোরের আকাশ/মো.আ.
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনীতে ইউপি সদস্য সোহেল আহমেদ (৩২) নিহত হয়েছেন।সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে এই ঘটনা ঘটে।নিহত সোহেলে ব্রাক্ষন্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য ও বালিয়াপাড়া গ্রামের মকবুলের ছেলে।সে আড়াইহাজার আওয়ামী লীগের নেতা সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর রাজনীতির সাথে জড়িত ছিলেন।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, সকালে গণপিটুনীতে একজনের মৃত্যুর খবর পেয়েছি।পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে।বর্তমানে লাশটি থানায় আছে।থানায় তার নামে ১০-১২ টা মামলা রয়েছে।লাশটি কিছুক্ষণ পরে মর্গে পাঠানো হবে।ভোরের আকাশ/জাআ