ছবি-ভোরের আকাশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১৬৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোস্তাকিম পাঠান (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যায় উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের তুলাইশিমুল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মোস্তাকিম জেলার সদর ইউনিয়নের বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা গ্রামের আবুল কালাম পাঠানের পুত্র।
এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইঘর বাসস্ট্যান্ড এলাকায় ওভার পাসের ওপর থেকে ট্রাক উল্টে পড়ে এক পথচারী গুরুতর আহত হয়েছেন। এঘটনার পর থেকে ট্রাকটির ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছেন।সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহত পথচারী আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের ওপর থেকে নিচে পড়ে যায়।এতে ঘটনাস্থলে থাকা এক পথচারী গুরুতর আহত হন।পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।এ সময় ট্রাকের চালক ও হেলপারসহ কয়েকজন আহত হন।ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক উদ্ধারে কাজ শুরু করে।দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে ট্রাকটি সরিয়েছে।বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।ভোরের আকাশ/জাআ
'জিংক ধানের ভাত খেলে পুষ্টি মেধা উভয় মিলে' এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ধানের সম্প্রসারণে সপ্তাহব্যাপী মাইকিং প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা, পীরগঞ্জ উপজেলা ও রাণীশংকৈল উপজেলায় ২৬টি ইউনিয়নের ৪৪টি গ্রামে সপ্তাহব্যাপী এই প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়। হারভেস্টপ্লাসের বাস্তবায়নে রিয়েক্টস ইন প্রজেক্টের আওতায় ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) আয়োজনে জিংক ধান ও জিংক গমের এই প্রচারণা কার্যক্রমটি পরিচালনা করা হয়। ঠাকুরগাঁও সদরের জগন্নাথপুর ইউনিয়নের খোঁচাবাড়ি এলাকার বাসিন্দা মজিবর রহমান বলেন, জিংক ধান পুষ্টিসমৃদ্ধ। এটি খেলে শরীরে জিংকের ঘাটতি পুরণ হয়। সত্যিই এই প্রচারণাটি একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকুক। ইএসডিওর রিয়েক্ট ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ আশরাফুল আলম বলেন, সপ্তাহব্যাপী মাইকিংয়ের মাধ্যমে বায়ো ফোর্টিফাইড জিঙ্ক ধান ব্রিধান-৭৪, ব্রিধান-৮৪, ব্রিধান-১০০ ও ব্রিধান-১০২ এর উৎপাদন প্রযুক্তি এবং মানবদেহে জিংক পুষ্টির চাহিদা ও উপকারিতা সম্পর্কে শ্রুতিমধুর কন্ঠ ও মিউজিক এর মাধ্যমে গুরুত্বপূর্ণ মেসেজগুলির প্রচার করা হয়। পাশাপাশি এ সময় সকল জিংক সমৃদ্ধ ধান ও গমের উপরে লিখিত লিফলেট ও ব্রুশিয়ার বিলি করা হয়। আমরা চেষ্টা করে যাচ্ছি পুষ্টিসমৃদ্ধ জিংক ধান সবার মাঝে ছড়িয়ে দিতে।এদিকে বিভিন্ন স্তরের বাসিন্দাগন হারভেস্টপ্লাস ও ইএসডিও এর এই প্রচারণা কার্যক্রমে সাগ্রহে সারা দেন এবং সন্তুষ্টি প্রকাশ করেন। তারা এই প্রচারণা কার্যক্রমের সফলতা কামনা করেন।এ বিষয়ে ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজেদুল ইসলাম বলেন, ইএসডিও সুন্দর একটি উদ্যোগ নিয়েছে। আমি ব্যক্তিগত ভাবে ইএসডিওকে ধন্যবাদ জানাচ্ছি। এই ধানের ভাত খেলে মানুষের শারীরিক জিংকের ঘাটতি পুরণ হয়। এটি অনেক পুষ্টিসমৃদ্ধ একটি ধান। আমরা ইএসডিওকে সবসময় সহযোগিতা করে যাচ্ছি এ বিষয়ে।ভোরের আকাশ/মো. আ.
মৌলভীবাজারের কুলাউড়ায় কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘের কুলাউড়া উপজেলা শাখা।নবগঠিত কমিটির আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয় আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের ডাকবাংলো মাঠে।চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালের কণ্ঠের কুলাউড়া প্রতিনিধি ও শুভসংঘের উপদেষ্টা মাহফুজ শাকিল এবং সঞ্চালনা করেন কার্যনির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন রিপন।প্রধান অতিথির বক্তব্যে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ আজ সময়ের দাবি।শুভসংঘ দেশজুড়ে যে বৃক্ষরোপণ কার্যক্রম চালাচ্ছে তা প্রশংসনীয়। আমাদের প্রত্যেকের উচিত বাড়ির আঙিনা ও চারপাশে গাছ লাগিয়ে পরিবেশ আন্দোলনকে এগিয়ে নেওয়া।তিনি আরো বলেন, শুভসংঘ শুধু গাছ লাগাচ্ছে না, বরং মানবিক ও সামাজিক কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিচ্ছে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর তাছলিমা সুলতানা মনি, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংবাদিক শাহ আলম শামীম, শুভসংঘের সহ-সভাপতি রফিকুল ইসলাম মামুন ও সাধারণ সম্পাদক বশির আল ফেরদাউস।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম আলী, মো. ময়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাদিয়া জাহান, সহ-সাংগঠনিক সম্পাদক ফারদিন কাওসার তানিম, অর্থ সম্পাদক মিফতা আহমদ রাফি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সানজিদা নাহার শোভা, ক্রীড়া সম্পাদক সাদিকুর রহমান সিয়াম এবং অ্যাপায়ন বিষয়ক সম্পাদক কেফায়েত হোসেন সুলমান প্রমুখ।শুভসংঘের সাধারণ সম্পাদক বশির আল ফেরদাউস বলেন, শুভসংঘ সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।গাছের চারা বিতরণ কর্মসূচির মাধ্যমে আমরা পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে চাই এবং ভবিষ্যৎ প্রজন্মকে গাছের প্রতি আগ্রহী করে তুলতে চাই।ভোরের আকাশ/জাআ
চুয়াডাঙ্গার দর্শনায় খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আরিয়ান নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে চুয়াডাঙ্গা দর্শনা থানাধীন হিজলগাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আরিয়ান একই গ্রামের খতিব মিয়ার ছেলে।পরিবারের সদস্যরা জানান, সকাল ৯টার দিকে সবাই কাজে ব্যাস্ত ছিলো। আরিয়ান খেলা করছিলো সে সময়। পরে পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। তারা আরও জানান, দীর্ঘ সময় খোঁজাখুঁজি পর শিশুটিকে পুকুরের পানি থেকে উদ্ধার করা হয়। খেলার ছলে সবার অগোচরে শিশুটি পুকুরে পড়ে যায় কেও যানতে পারেনি।ঘটনার সত্যতা নিশ্চিত করে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, খেলতে যেয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত হয়েছে। এ বিষয় দর্শনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।ভোরের আকাশ/মো.আ.