ভোরের আকাশ
মো. মাজাহারুল ইসলামকে চিফ এবং জাফরুল আলমকে ডেপুটি চিফ করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) দৈনিক ভোরের আকাশ ইউনিট গঠন করা হয়েছে।
বুধবার (১ অক্টোবর) অফিস কার্যালয়ে পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউনিট গঠন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন পত্রিকার বার্তা সম্পাদক মোস্তফা তারিক আল বান্না, মফস্বল বার্তা সম্পাদক আলম হোসেন, সিনিয়র রিপোর্টার মো. মাজাহারুল ইসলাম, সিনিয়র সম্পাদনা সহকারী কাজী তাজিম উদ্দিন, সিনিয়র সাব-এডিটর জাফরুল আলম, সিনিয়র সাব-এডিটর মু. সালেহীন খান প্রমুখ।
সভায় ডিইউজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে মো. মাজাহারুল ইসলামকে ইউনিট চিফ ও জাফরুল আলমকে ডেপুটি ইউনিট করে কমিটি গঠন করা হয়।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাংগঠনিক সম্পাদক শহীদ রানার বাবা চান গাজী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে রাজধানীর খিলক্ষেতে নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। বৃহস্পতিবার বাদ আসর তার প্রথম নামাজের জানাজা খিলক্ষেত বটতলা জামে মসজিদে অনুষ্ঠিত হবে।ভোরের আকাশ/এসএইচ
মো. মাজাহারুল ইসলামকে চিফ এবং জাফরুল আলমকে ডেপুটি চিফ করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) দৈনিক ভোরের আকাশ ইউনিট গঠন করা হয়েছে।বুধবার (১ অক্টোবর) অফিস কার্যালয়ে পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউনিট গঠন করা হয়।সভায় উপস্থিত ছিলেন পত্রিকার বার্তা সম্পাদক মোস্তফা তারিক আল বান্না, মফস্বল বার্তা সম্পাদক আলম হোসেন, সিনিয়র রিপোর্টার মো. মাজাহারুল ইসলাম, সিনিয়র সম্পাদনা সহকারী কাজী তাজিম উদ্দিন, সিনিয়র সাব-এডিটর জাফরুল আলম, সিনিয়র সাব-এডিটর মু. সালেহীন খান প্রমুখ।সভায় ডিইউজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে মো. মাজাহারুল ইসলামকে ইউনিট চিফ ও জাফরুল আলমকে ডেপুটি ইউনিট করে কমিটি গঠন করা হয়।ভোরের আকাশ/এসএইচ
দুর্গাপূজা উপলক্ষ্যে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য কমপক্ষে ২ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারির দাবিতে স্মারকলিপি দিয়েছে জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ।রোববার (২৮ সেপ্টেম্বর) সংগঠনের পক্ষ থেকে সদস্যসচিব মো. মিয়া হোসেন স্বাক্ষরিত একটি স্মারকলিপি তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলমকে প্রদান করা হয়।স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, সরকার দুর্গাপূজার দিনে ১ ও ২ অক্টোবর ছুটি ঘোষণা করেছে। ছুটির সাথে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিত হলে মোট চারদিন ছুটি হয়। তবে গণমাধ্যমের সাংবাদিকরা একদিনও ছুটি পান না। সরকারি নির্দেশ না থাকায় গণমাধ্যম মালিকদের বিভিন্ন সংস্থা নিজেদের মতো করে ছুটি প্রদান করেন এবং ছুটির দিনে বিশেষ ব্যবস্থায় কাজ করালে যথাযথ পারিশ্রমিকও দেন না।এ পরিস্থিতিতে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মৌলিক অধিকার সুরক্ষার জন্য স্মারকলিপিতে দাবি জানানো হয়েছে-১. দুর্গাপূজা উপলক্ষে সরকার ঘোষিত ছুটির অংশ হিসেবে গণমাধ্যমে দুইদিনের ছুটি প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করা।২. ছুটির দিনে যদি কোনো গণমাধ্যমে বিশেষ ব্যবস্থায় কাজ করানো হয়, তবে সেই সময়ের জন্য দ্বিগুণ মজুরি নগদে প্রদান নিশ্চিত করার নির্দেশ প্রদান।ভোরের আকাশ/এসএইচ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে এই অধ্যাদেশ প্রণয়ন করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার তথ্য ভবনে ‘সংবাদপত্র মজুরি বোর্ড গঠন এবং সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ (খসড়া)’ বিষয়ক আলোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণমাধ্যম সংস্কার কমিশন প্রস্তাবিত সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশের বিভিন্ন দিক পর্যালোচনা করা হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, প্রস্তাবিত এই অধ্যাদেশ চূড়ান্তকরণের আগে সংশ্লিষ্ট অংশীজনের মতামত নেওয়া প্রয়োজন। তিনি আগামী দশ দিনের মধ্যে এই বিষয়ে লিখিত মতামত ও প্রস্তাব প্রদানের জন্য সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমপ্রতিষ্ঠানসমূহের প্রতি আহ্বান জানান।সংবাদপত্র মজুরিবোর্ড প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, মজুরিবোর্ড বাস্তবায়নের সঙ্গে একাধিক মন্ত্রণালয় জড়িত। মজুরিবোর্ড বাস্তবায়নের ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো সমাধানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করছে। মজুরিবোর্ড বাস্তবায়নে করণীয় বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব প্রদানের জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।মাহফুজ আলম বলেন, সংবাদপত্রের প্রচারসংখ্যায় যে অসংগতি রয়েছে, তা দূর করতে হবে।সংবাদপত্রে বিজ্ঞাপনের হার বাড়ানো হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বিজ্ঞাপন খাতে বকেয়া টাকা পরিশোধে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি জানান, বিগত সরকারের আমলে বিজ্ঞাপন খাতে বকেয়া টাকার পরিমাণ ছিল ৭৫ কোটি। বর্তমানে বকেয়ার পরিমাণ ৩৬ কোটি টাকা। বিজ্ঞাপন খাতের এই বকেয়া টাকা পরিশোধে মন্ত্রণালয় কাজ করছে।সাংবাদিকদের বেতন বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সাংবাদিকদের ভালো বেতন নিশ্চিত করতে পারলে গণমাধ্যমে বিদ্যমান অনেক সমস্যা কেটে যাবে। তিনি সাংবাদিকদের বেতন যৌক্তিক পর্যায়ে উন্নীত করার জন্য গণমাধ্যমপ্রতিষ্ঠানসমূহের প্রতি আহ্বান জানান।আলোচনাসভায় অংশ নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বিদ্যমান আইনে সাংবাদিকদের শ্রমিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। সাংবাদিকরা আর শ্রমিক হিসেবে থাকতে চান না। সাংবাদিকদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়সমূহের কর্তৃত্ব একাধিক মন্ত্রণালয়ে না রেখে শুধু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে রাখার পক্ষে মত দেন তাঁরা।আলোচনাসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল-সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/এসএইচ