স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫ ০২:৪৮ পিএম
বিকেলে জরুরি সভায় বসছে বিসিবি
সাম্প্রতিক সময়ে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগ এবং ক্লাব, খেলোয়াড় ও বোর্ডের মধ্যকার বিশৃঙ্খল অবস্থা নিয়ে আলোচনা করতে একটি জরুরি সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির পরিচালকদের উপস্থিতিতে রোববার (২৭ এপ্রিল) বিকেল ৪টায় অনলাইনে (জুম) এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।
তবে আজকের সভার নির্দিষ্ট আলোচ্যসূচি প্রকাশ করা হয়নি। বিসিবির একাধিক সূত্রের ভাষ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নানা বিতর্ক ও অনিয়মের মধ্য দিয়ে যাচ্ছে। সভায় আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে আলোচনা হবে, আলোচনা হবে আম্পায়ারিং নিয়েও। এছাড়া, আরও কিছু বিষয় আছে, যেগুলো নিয়ে সম্প্রতি বোর্ড সমালোচনার মুখে পড়েছে, সেগুলোও সভায় তোলা হবে।
এর আগে গত ২৪ মার্চ বিসিবির একটি জরুরি সভা হওয়ার কথা ছিল। সেদিন তামিম ইকবাল হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় তা বাতিল করা হয়। এরপর গত এক মাসে বেশি কয়েকটি ঘটনা ঘটেছে, যা ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ড ভালোভাবে সামাল দিতে পারেনি।
এছাড়া, বিসিবি কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানও বোর্ডের ভাবমূর্তিতে বড় ধাক্কা দিয়েছে। সব মিলিয়ে দেশের ক্রিকেটের সাম্প্রতিক পরিস্থিতি এবং বোর্ড পরিচালনায় স্বচ্ছতা নিয়ে নানা প্রশ্ন উঠে আসছে।
জরুরি সভায় এসব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। ক্রিকেটপ্রেমী এবং বোর্ড সংশ্লিষ্ট সবাই এখন তাকিয়ে আছে বিসিবির বিকেলের সভার দিকে-দেখার অপেক্ষা, কোন দিকনির্দেশনা আসে দেশের ক্রিকেটের এই সংকটময় সময়ে।
গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্টে সিরিজের আগে বিসিবি একটি জরুরি অনলাইন সভা ডেকেছিল। সেই সভায় বাংলাদেশ দলের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
ভোরের আকাশ/এসআই
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ ঘন্টা আগে
আপডেট : ১০ ঘন্টা আগে
বিকেলে জরুরি সভায় বসছে বিসিবি
সাম্প্রতিক সময়ে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগ এবং ক্লাব, খেলোয়াড় ও বোর্ডের মধ্যকার বিশৃঙ্খল অবস্থা নিয়ে আলোচনা করতে একটি জরুরি সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির পরিচালকদের উপস্থিতিতে রোববার (২৭ এপ্রিল) বিকেল ৪টায় অনলাইনে (জুম) এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।
তবে আজকের সভার নির্দিষ্ট আলোচ্যসূচি প্রকাশ করা হয়নি। বিসিবির একাধিক সূত্রের ভাষ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নানা বিতর্ক ও অনিয়মের মধ্য দিয়ে যাচ্ছে। সভায় আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে আলোচনা হবে, আলোচনা হবে আম্পায়ারিং নিয়েও। এছাড়া, আরও কিছু বিষয় আছে, যেগুলো নিয়ে সম্প্রতি বোর্ড সমালোচনার মুখে পড়েছে, সেগুলোও সভায় তোলা হবে।
এর আগে গত ২৪ মার্চ বিসিবির একটি জরুরি সভা হওয়ার কথা ছিল। সেদিন তামিম ইকবাল হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় তা বাতিল করা হয়। এরপর গত এক মাসে বেশি কয়েকটি ঘটনা ঘটেছে, যা ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ড ভালোভাবে সামাল দিতে পারেনি।
এছাড়া, বিসিবি কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানও বোর্ডের ভাবমূর্তিতে বড় ধাক্কা দিয়েছে। সব মিলিয়ে দেশের ক্রিকেটের সাম্প্রতিক পরিস্থিতি এবং বোর্ড পরিচালনায় স্বচ্ছতা নিয়ে নানা প্রশ্ন উঠে আসছে।
জরুরি সভায় এসব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। ক্রিকেটপ্রেমী এবং বোর্ড সংশ্লিষ্ট সবাই এখন তাকিয়ে আছে বিসিবির বিকেলের সভার দিকে-দেখার অপেক্ষা, কোন দিকনির্দেশনা আসে দেশের ক্রিকেটের এই সংকটময় সময়ে।
গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্টে সিরিজের আগে বিসিবি একটি জরুরি অনলাইন সভা ডেকেছিল। সেই সভায় বাংলাদেশ দলের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
ভোরের আকাশ/এসআই