ভোরের আকাশ প্রতিবেদন
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫ ০২:০২ পিএম
ভারতে পিএসএলের সম্প্রচার বন্ধ
ভারত-পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব বাধলেই সেটার প্রভাব পড়ে খেলাধুলায়। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর সম্প্রচার বন্ধ করে দিয়েছে লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোড। অন্যদিকে পিএসএলে কর্মরত ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে পাকিস্তান।
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে পেহেলগামে গত মঙ্গলবার কয়েকজন বন্দুকধারী নিরীহ মানুষের ওপর হামলা চালান। এতে ২৫ ভারতীয়সহ ২৬ জন প্রাণ হারান । এ ঘটনায় পাকিস্তানের মদদ আছে বলে মনে করছে ভারত সরকার।
এরই মধ্যে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বিদ্রোহী গ্রুপ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ), যাদেরকে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার একটি শাখা মনে করে ভারত সরকার।
এক বিবৃতিতে ফ্যানকোড জানিয়েছে, ২৪ এপ্রিল থেকে পিএসএলের বাকি অংশ তারা আর সম্প্রচার করবে না। এই ওটিটি প্ল্যাটফর্ম পেহেলগামের ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে এবং এ ঘটনায় তারা বিব্রত বলেও জানিয়েছে। তবে পাকিস্তানের স্ট্রিমিং প্ল্যাটফর্ম ট্যাপম্যাড যথারীতি আইপিএলের সম্প্রচার চালিয়ে যাচ্ছে।
ভারতে পিএসএল সম্প্রচার বন্ধের ঘোষণায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ দুই দেশের রাজনৈতিক বৈরিতার সঙ্গে খেলাধুলাকে না মেশানোর পরামর্শ দিয়েছেন।
এই ঘটনার প্রতিবাদে পিএসএলে কর্মরত ভারতীয়দের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এই কর্মীরা সম্প্রচারের কাজে যুক্ত ছিলেন। লিগের সম্প্রচারের কাজে বিঘ্ন ঘটতে পারে জেনেও কাজটি করছে পাকিস্তান সরকার।
এবারের পিএসএল ভারতে সম্প্রচারের স্বত্ব পেয়েছিল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোড ও সনি স্পোর্টস নেটওয়ার্ক। কিন্তু গতকাল রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমির ম্যাচ দেখায়নি তারা।
ফ্যানকোড পিএসএলের পুরোনো ভিডিওগুলোও মুছে ফেলেছে। এমনকি ভারতের টাইমস গ্রুপের মালিকানাধীন ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজও সূচি, স্কোরকার্ড, ধারাবিবরণী থেকে শুরু করে ২০২৫ পিসিএলসংক্রান্ত যাবতীয় তথ্য সরিয়ে নিয়েছে।
ভোরের আকাশ/এসআই
ভোরের আকাশ প্রতিবেদন
প্রকাশ : ১ দিন আগে
আপডেট : ১ দিন আগে
ভারতে পিএসএলের সম্প্রচার বন্ধ
ভারত-পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব বাধলেই সেটার প্রভাব পড়ে খেলাধুলায়। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর সম্প্রচার বন্ধ করে দিয়েছে লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোড। অন্যদিকে পিএসএলে কর্মরত ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে পাকিস্তান।
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে পেহেলগামে গত মঙ্গলবার কয়েকজন বন্দুকধারী নিরীহ মানুষের ওপর হামলা চালান। এতে ২৫ ভারতীয়সহ ২৬ জন প্রাণ হারান । এ ঘটনায় পাকিস্তানের মদদ আছে বলে মনে করছে ভারত সরকার।
এরই মধ্যে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বিদ্রোহী গ্রুপ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ), যাদেরকে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার একটি শাখা মনে করে ভারত সরকার।
এক বিবৃতিতে ফ্যানকোড জানিয়েছে, ২৪ এপ্রিল থেকে পিএসএলের বাকি অংশ তারা আর সম্প্রচার করবে না। এই ওটিটি প্ল্যাটফর্ম পেহেলগামের ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে এবং এ ঘটনায় তারা বিব্রত বলেও জানিয়েছে। তবে পাকিস্তানের স্ট্রিমিং প্ল্যাটফর্ম ট্যাপম্যাড যথারীতি আইপিএলের সম্প্রচার চালিয়ে যাচ্ছে।
ভারতে পিএসএল সম্প্রচার বন্ধের ঘোষণায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ দুই দেশের রাজনৈতিক বৈরিতার সঙ্গে খেলাধুলাকে না মেশানোর পরামর্শ দিয়েছেন।
এই ঘটনার প্রতিবাদে পিএসএলে কর্মরত ভারতীয়দের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এই কর্মীরা সম্প্রচারের কাজে যুক্ত ছিলেন। লিগের সম্প্রচারের কাজে বিঘ্ন ঘটতে পারে জেনেও কাজটি করছে পাকিস্তান সরকার।
এবারের পিএসএল ভারতে সম্প্রচারের স্বত্ব পেয়েছিল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোড ও সনি স্পোর্টস নেটওয়ার্ক। কিন্তু গতকাল রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমির ম্যাচ দেখায়নি তারা।
ফ্যানকোড পিএসএলের পুরোনো ভিডিওগুলোও মুছে ফেলেছে। এমনকি ভারতের টাইমস গ্রুপের মালিকানাধীন ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজও সূচি, স্কোরকার্ড, ধারাবিবরণী থেকে শুরু করে ২০২৫ পিসিএলসংক্রান্ত যাবতীয় তথ্য সরিয়ে নিয়েছে।
ভোরের আকাশ/এসআই