স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫ ০৫:২৩ পিএম
ব্রাজিলের কোচ হচ্ছেন আনচেলত্তি!
ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে দেখা এখন কেবল সময়ের ব্যাপার এমনটাই জানাচ্ছে স্পেনের একাধিক শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম। গেল মাসে দরিভাল জুনিয়রের অধ্যায় শেষ হওয়ার পর থেকেই সেলেসাওদের কোচের পদটি ফাঁকা পড়ে রয়েছে। সেই ফাঁকা জায়গা পূরণের গুঞ্জনের কেন্দ্রে শুরু থেকেই ছিলেন রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ আনচেলত্তি। এবার সেই গুঞ্জন বাস্তবে রূপ নিতে চলেছে বলে জানাচ্ছে স্প্যানিশ গণমাধ্যমগুলো।
স্পেনের খবরে বলা হচ্ছে, চলতি মৌসুম শেষ হওয়ার আগেই আনচেলত্তিকে বিদায় জানাতে পারে রিয়াল মাদ্রিদ। এর ইঙ্গিত মিলছে সামনের কোপা দেল রে ফাইনাল ঘিরেও। রোববার বার্সেলোনার বিপক্ষে সেই ফাইনাল ম্যাচে যদি রিয়াল পরাজিত হয়, তাহলে মৌসুম শেষের আগেই এই ইতালিয়ান কোচকে বরখাস্ত করা হতে পারে। মূলত, ক্লাবটির কর্তারা মনে করছেন, মৌসুম জুড়ে ধারাবাহিকতার অভাব এবং চ্যাম্পিয়নস লিগে প্রত্যাশার চেয়ে খারাপ পারফরম্যান্সের কারণে নতুন পথ বেছে নেওয়ার সময় এসেছে। এই পরিবর্তনের আরেকটি বড় কারণ হতে পারে আসন্ন ক্লাব বিশ্বকাপ।
রেলেভো জানিয়েছে, জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় সেই টুর্নামেন্টে আনচেলত্তিকে দায়িত্বে রাখবে না রিয়াল। ফলে আনচেলত্তি ছাঁটাই হলে তার পরবর্তী গন্তব্য হতে পারে ব্রাজিল জাতীয় দল। এমনকি জুনের শুরুতেই সেলেসাওদের ডাগআউটে দেখা যেতে পারে তাকে। বিশ্বকাপ বাছাই পর্বে আগামী ৬ জুন ইকুয়েডরের বিপক্ষে এবং ৯ জুন প্যারাগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। এই দুই ম্যাচেই আনচেলত্তি ডাগআউটে দাঁড়াতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
যদিও রোমা ও এসি মিলান থেকেও আগ্রহ ছিল তার প্রতি, তবে সূত্র জানাচ্ছে, আনচেলত্তি ইতোমধ্যেই ব্রাজিলকে নিজের পরবর্তী ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন। এদিকে আনচেলত্তির বিদায় পরবর্তী সময়ের জন্যও প্রস্তুতি নিতে শুরু করেছে রিয়াল মাদ্রিদ। সম্ভাব্য নতুন কোচ হিসেবে সবচেয়ে জোরালো নাম উঠে এসেছে সাবি আলোনসোর। বায়ার লেভারকুজেনের বর্তমান কোচ ও রিয়ালের সাবেক মিডফিল্ডার আলোনসোর সঙ্গে জেন্টলম্যানস এগ্রিমেন্ট-এর কথা জানিয়েছেন লেভারকুজেনের সিইও ফার্নান্দো কারো।
ওই চুক্তি অনুযায়ী, সাবেক ক্লাবের ডাক পেলে আলোনসোকে বাধা দেবে না লেভারকুজেন। সব মিলিয়ে রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল দুই শক্তিশালী ফুটবল ঠিকানায় বড় পরিবর্তনের আভাস মিলছে এই গ্রীষ্মেই। আনচেলত্তি-কেন্দ্রিক এই নাটকীয় অধ্যায় শেষ পর্যন্ত কোন দিকে যায়, সেটিই এখন দেখার অপেক্ষা।
ভোরের আকাশ/এসএইচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২ দিন আগে
আপডেট : ২ দিন আগে
ব্রাজিলের কোচ হচ্ছেন আনচেলত্তি!
ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে দেখা এখন কেবল সময়ের ব্যাপার এমনটাই জানাচ্ছে স্পেনের একাধিক শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম। গেল মাসে দরিভাল জুনিয়রের অধ্যায় শেষ হওয়ার পর থেকেই সেলেসাওদের কোচের পদটি ফাঁকা পড়ে রয়েছে। সেই ফাঁকা জায়গা পূরণের গুঞ্জনের কেন্দ্রে শুরু থেকেই ছিলেন রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ আনচেলত্তি। এবার সেই গুঞ্জন বাস্তবে রূপ নিতে চলেছে বলে জানাচ্ছে স্প্যানিশ গণমাধ্যমগুলো।
স্পেনের খবরে বলা হচ্ছে, চলতি মৌসুম শেষ হওয়ার আগেই আনচেলত্তিকে বিদায় জানাতে পারে রিয়াল মাদ্রিদ। এর ইঙ্গিত মিলছে সামনের কোপা দেল রে ফাইনাল ঘিরেও। রোববার বার্সেলোনার বিপক্ষে সেই ফাইনাল ম্যাচে যদি রিয়াল পরাজিত হয়, তাহলে মৌসুম শেষের আগেই এই ইতালিয়ান কোচকে বরখাস্ত করা হতে পারে। মূলত, ক্লাবটির কর্তারা মনে করছেন, মৌসুম জুড়ে ধারাবাহিকতার অভাব এবং চ্যাম্পিয়নস লিগে প্রত্যাশার চেয়ে খারাপ পারফরম্যান্সের কারণে নতুন পথ বেছে নেওয়ার সময় এসেছে। এই পরিবর্তনের আরেকটি বড় কারণ হতে পারে আসন্ন ক্লাব বিশ্বকাপ।
রেলেভো জানিয়েছে, জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় সেই টুর্নামেন্টে আনচেলত্তিকে দায়িত্বে রাখবে না রিয়াল। ফলে আনচেলত্তি ছাঁটাই হলে তার পরবর্তী গন্তব্য হতে পারে ব্রাজিল জাতীয় দল। এমনকি জুনের শুরুতেই সেলেসাওদের ডাগআউটে দেখা যেতে পারে তাকে। বিশ্বকাপ বাছাই পর্বে আগামী ৬ জুন ইকুয়েডরের বিপক্ষে এবং ৯ জুন প্যারাগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। এই দুই ম্যাচেই আনচেলত্তি ডাগআউটে দাঁড়াতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
যদিও রোমা ও এসি মিলান থেকেও আগ্রহ ছিল তার প্রতি, তবে সূত্র জানাচ্ছে, আনচেলত্তি ইতোমধ্যেই ব্রাজিলকে নিজের পরবর্তী ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন। এদিকে আনচেলত্তির বিদায় পরবর্তী সময়ের জন্যও প্রস্তুতি নিতে শুরু করেছে রিয়াল মাদ্রিদ। সম্ভাব্য নতুন কোচ হিসেবে সবচেয়ে জোরালো নাম উঠে এসেছে সাবি আলোনসোর। বায়ার লেভারকুজেনের বর্তমান কোচ ও রিয়ালের সাবেক মিডফিল্ডার আলোনসোর সঙ্গে জেন্টলম্যানস এগ্রিমেন্ট-এর কথা জানিয়েছেন লেভারকুজেনের সিইও ফার্নান্দো কারো।
ওই চুক্তি অনুযায়ী, সাবেক ক্লাবের ডাক পেলে আলোনসোকে বাধা দেবে না লেভারকুজেন। সব মিলিয়ে রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল দুই শক্তিশালী ফুটবল ঠিকানায় বড় পরিবর্তনের আভাস মিলছে এই গ্রীষ্মেই। আনচেলত্তি-কেন্দ্রিক এই নাটকীয় অধ্যায় শেষ পর্যন্ত কোন দিকে যায়, সেটিই এখন দেখার অপেক্ষা।
ভোরের আকাশ/এসএইচ