মালদ্বীপে নেপালি নারীকে ছুরিকাঘাত, বাংলাদেশি যুবক গ্রেফতার
মালদ্বীপের হুলহুমালে শহরে ২১ বছর বয়সী এক নেপালি নারীকে ছুরিকাঘাতের ঘটনায় জাহাঙ্গীর মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
স্থানীয় গণমাধ্যম সান এমভি জানিয়েছে, শনিবার সন্ধ্যায় হুলহুমালের দ্বিতীয় ফেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সূত্রের বরাতে জানা যায়, ঘটনার সময় নেপালি নারী গুরুতর আহত হন এবং তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করে। পরে বাংলাদেশি যুবককে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয় এবং সন্ধ্যায় গ্রেফতার দেখানো হয়।
মালদ্বীপ পুলিশ সার্ভিস আরও জানিয়েছে, ঘটনার পুরো পরিস্থিতি নির্ধারণের জন্য মামলাটির তদন্ত এখনও সক্রিয়ভাবে চলছে।
ভোরের আকাশ // হ.র
সংশ্লিষ্ট
সংযুক্ত আরব আমিরাতের আলোচিত বিগ টিকিট লটারিতে এবার ভাগ্য খুলেছে এক প্রবাসী বাংলাদেশির। আল-আইনে রেস্তোরাঁ ব্যবসায়ী এই ব্যক্তি দীর্ঘ দুই বছর ধরে নিয়মিত টিকিট কিনলেও একবারও পুরস্কার জেতেননি। তবে এবার স্ত্রীর নামে টিকিট কিনেই বাজিমাত করলেন তিনি।৪৩ বছর বয়সী এই প্রবাসী ১৬ বছর ধরে আমিরাতে বসবাস করছেন। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তার স্ত্রী ফারহানা আক্তারের নামে কেনা ০৩২১০৮ নম্বরের টিকিট ৫০ হাজার দিরহাম জিতেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ লাখ টাকা।লটারির হোস্ট রিচার্ড যখন বিজয়ের খবর জানাতে ফারহানাকে ফোন দেন, তখন ফোনটি রিসিভ করেন তার স্বামী। তিনি জানান, “আসলে টিকিটটা আমি স্ত্রীর নামে কিনেছি। ধন্যবাদ, আমি সত্যিই খুব আনন্দিত।”আল-আইনকে নিজের দ্বিতীয় বাড়ি হিসেবে অভিহিত করা এই বাংলাদেশি প্রবাসী জানান, স্ত্রীর নামে কেনা টিকিটই অবশেষে তাদের জীবনে সৌভাগ্য বয়ে এনেছে।ভোরের আকাশ // হ.র
মালদ্বীপের হুলহুমালে শহরে ২১ বছর বয়সী এক নেপালি নারীকে ছুরিকাঘাতের ঘটনায় জাহাঙ্গীর মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।স্থানীয় গণমাধ্যম সান এমভি জানিয়েছে, শনিবার সন্ধ্যায় হুলহুমালের দ্বিতীয় ফেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সূত্রের বরাতে জানা যায়, ঘটনার সময় নেপালি নারী গুরুতর আহত হন এবং তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।প্রাথমিক তদন্তে পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করে। পরে বাংলাদেশি যুবককে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয় এবং সন্ধ্যায় গ্রেফতার দেখানো হয়।মালদ্বীপ পুলিশ সার্ভিস আরও জানিয়েছে, ঘটনার পুরো পরিস্থিতি নির্ধারণের জন্য মামলাটির তদন্ত এখনও সক্রিয়ভাবে চলছে।ভোরের আকাশ // হ.র
একজন সাধারণ বাংলাদেশি কর্মীকে আবেগঘন বিদায় সংবর্ধনা দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাহরাইন বিশ্ববিদ্যালয়ের (University of Bahrain) আইন অনুষদের শিক্ষার্থীরা।দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজে নিয়োজিত থাকা কর্মী ইসলামের জন্য শিক্ষার্থীদের এই আয়োজন সাধারণত কোনো অধ্যাপক বা উচ্চপদস্থ কর্মকর্তার বিদায়ের সময় দেখা যায়।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হলরুমজুড়ে শিক্ষার্থীরা ইসলামকে বিদায় জানাতে ভিড় করেছেন। সারি বেঁধে দাঁড়িয়ে তারা তাকে ফুলেল অভ্যর্থনা জানান, মাথার ওপর ফুল ছিটিয়ে দেন। কারও হাতে ছিল ফুলের তোড়া, আবার কেউ এনেছিলেন তার ছবি দিয়ে সাজানো কেক।বিদায় মুহূর্তটি আরও আবেগঘন হয়ে ওঠে যখন এক শিক্ষার্থী তাকে গভীর ভালোবাসায় জড়িয়ে ধরেন এবং কপালে চুমু দেন। শিক্ষার্থীদের এমন অকুণ্ঠ ভালোবাসা দেখে ইসলামও আবেগে আপ্লুত হয়ে পড়েন; তার চোখ ছলছল করে ওঠে।শিক্ষার্থীরা জানান, ইসলাম শুধু একজন কর্মী ছিলেন না, তিনি ছিলেন তাদের পরিবারেরই একজন। দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের নানাবিধ কাজে নিবেদিত থেকে তিনি শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।ভোরের আকাশ/মো.আ.
প্রবাসী বাংলাদেশিদের দেশ পুনর্গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।প্রবাসীদের বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তারা নিজ নিজ সামর্থ্যে অবদান রেখে জুলাই অভ্যুত্থানের ফলে সৃষ্ট পরিবর্তনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিস’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমরা সর্বদা আপনাদের সম্পৃক্ততা নিশ্চিত করার উপায় খুঁজে বের করার পরিকল্পনা করছি। আপনাদের দেখে আমরা নতুন সংকল্প নিয়ে দেশে ফেরার আত্মবিশ্বাস পাই।’তিনি বলেন, দর্শকসারি থেকে কথা বলা খুব সহজ, কিন্তু আমরা চাই আপনারা মাঠে আমাদের সঙ্গে যোগ দিন এবং একসঙ্গে কাজ করুন।প্রধান উপদেষ্টা বলেন, আমার আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে; যখন দেখলাম যে রাজনৈতিক নেতারা এই সফরে আমাদের সঙ্গে যোগ দিতে রাজি হয়েছেন।বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের একটি প্রেজেন্টেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এ সময় তিনি জুলাই অভ্যুত্থানের পর থেকে গত ১৫ মাসে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরেন। তিনি রেমিট্যান্সে ২১ শতাংশেরও বেশি প্রবৃদ্ধিতে অবদান রাখার জন্য বাংলাদেশি প্রবাসীদের প্রশংসা করেন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারি উদ্যোগের রূপরেখা তুলে ধরেন।বিডার নির্বাহী চেয়ারম্যান প্রবাসীদের অব্যাহত সমর্থন কামনা করেন এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ভোটদান পদ্ধতির বিষয়ে তাদের অবহিত করেন।অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকী ‘ব্রিজিং বর্ডারস: কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ডায়াসপোরা এনগেজমেন্ট’ শীর্ষক একটি ইন্টারেক্টিভ প্যানেল আলোচনা সঞ্চালনা করেন। আরও তিনজন প্যানেলিস্টের সঙ্গে এ আলোচনায় অংশ নেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল।বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন অনুষ্ঠানে অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের জন্য তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে বক্তব্য রাখেন।ভোরের আকাশ/মো.আ.