ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারে সতর্ক থাকুন: ৭ সহজ উপায়
আজকাল আমরা দৈনন্দিন জীবনের প্রায় সব কাজেই ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করি—দোকানে কেনাকাটা, অনলাইন অর্ডার, রেস্টুরেন্টে বিল দেওয়া, হোটেল বা টিকিট বুকিং। তবে যেভাবে সুবিধা দিচ্ছে, তেমনি কিছু ঝুঁকিও রয়েছে। প্রতারকরা নানা কৌশলে কার্ডের তথ্য চুরি করে টাকা হাতিয়ে নিতে পারে।
নিরাপদ থাকার জন্য জানুন এই ৭ সহজ উপায়—
1. পিন, পাসওয়ার্ড বা OTP কাউকে দেবেন না
ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কখনো এসব তথ্য চায় না। কেউ ফোন বা মেসেজে চাইলে সতর্ক থাকুন, এটি প্রতারণার ফাঁদ হতে পারে।
2. মোবাইল ও কম্পিউটার ভাইরাসমুক্ত রাখুন
অনলাইন লেনদেনের সময় ডিভাইস সুরক্ষিত থাকা জরুরি। ভালো অ্যান্টিভাইরাস ব্যবহার করুন এবং নিয়মিত স্ক্যান করুন।
3. ফিঙ্গারপ্রিন্ট সাইন-ইন ব্যবহার করুন
যেখানে সম্ভব, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগইন করুন। এতে আপনার তথ্য অন্য কারও হাতের বাইরে থাকে।
4. সহজ পিন ব্যবহার করবেন না
জন্মতারিখ বা ১-২-৩-৪-এর মতো সহজ পিন হ্যাকারদের জন্য সুবিধাজনক। পিন তৈরি করুন কঠিন ও অনুমান করা কঠিন।
5. কার্ড হারালে সঙ্গে সঙ্গে লক করুন
কার্ড হারালে অবিলম্বে ব্যাংকে ফোন করে বা অ্যাপ থেকে লক করুন। প্রয়োজন হলে নতুন কার্ড নিন।
6. অচেনা লিংক বা অ্যাপে ক্লিক করবেন না
অজানা লিংক বা সন্দেহজনক অ্যাপের মাধ্যমে তথ্য চুরি হতে পারে। ডাউনলোড বা ক্লিকের আগে নিশ্চিত হোন।
7. লেনদেনের সতর্কতা বজায় রাখুন
নোটিফিকেশন চালু রাখুন
নিয়মিত ব্যাংক স্টেটমেন্ট মিলিয়ে দেখুন
লেনদেনের সীমা নির্ধারণ করুন
অটো-পেমেন্টে খেয়াল রাখুন
একই কার্ড একাধিক অ্যাপে ব্যবহার করবেন না
সতর্কতা ও সচেতনতা বজায় রাখলেই ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার নিরাপদ হয়। দৈনন্দিন জীবনের ছোট ছোট নিয়ম মেনে চললে প্রতারণার ঝুঁকি কমানো সম্ভব।
ভোরের আকাশ।।হর
সংশ্লিষ্ট
আইফোন ১৭-এর বেসিক মডেলের চাহিদা অপ্রত্যাশিতভাবে বেড়ে যাওয়ায় উৎপাদন বৃদ্ধি করতে নির্দেশ দিয়েছে অ্যাপল। প্রতিষ্ঠানটি তার সরবরাহকারীদের বেসিক মডেলের উৎপাদন অন্তত ৩০ শতাংশ বাড়ানোর জন্য বলা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শক্তিশালী প্রি-অর্ডারের কয়েকদিনের পর।রয়টার্সের প্রতিবেদনে দ্য ইনফরমেশনকে উদ্ধৃত করে বলা হয়, গ্রাহকেরা প্রিমিয়াম প্রো মডেলের পরিবর্তে ৭৯৯ ডলারের আইফোন ১৭ বেছে নিচ্ছেন। চীনের লাক্সশেয়ারকে প্রতিদিনের উৎপাদন প্রায় ৪০ শতাংশ বাড়ানোর জন্য বলা হয়েছে। তবে অ্যাপল এখনও বিষয়টি নিয়ে মন্তব্য করেনি।বিশ্লেষকদের মতে, নতুন আইফোন ১৭ লাইনআপে ‘আইফোন এয়ার’ নামে একটি পাতলা মডেল অন্তর্ভুক্ত থাকায় বিক্রির গতিবেগ বাড়বে বলে আশা করা হচ্ছে। আগের কয়েক বছরে স্মার্টফোন বিক্রি স্থবির থাকায় এবং নতুন সংস্করণে খুব কম ফিচার আপডেট থাকায় গ্রাহকরা কম আপগ্রেড করছিলেন।নতুন এন্ট্রি-লেভেল আইফোন ১৭-তে কিছু স্ক্রিন ও ক্যামেরা আপগ্রেড যুক্ত করা হয়েছে, যা আগে শুধু প্রো মডেলে পাওয়া যেত। ফলে প্রো মডেলের সঙ্গে পার্থক্য অনেকটাই কমে এসেছে।অ্যাপল দীর্ঘদিন ধরে গ্রাহকদের উচ্চমূল্যের ডিভাইসের দিকে টানতে চেয়েছে, তবে এবার মূল্য সংবেদনশীল বাজারের চাপে নীতি পরিবর্তন করছে। এর ফলে প্রশ্ন উঠেছে, শুধু প্রিমিয়াম আপগ্রেডের ওপর নির্ভর করে অ্যাপল কতটা ব্যবসায়িক প্রবৃদ্ধি ধরে রাখতে পারবে।ভোরের আকাশ // হ.র
আজকাল আমরা দৈনন্দিন জীবনের প্রায় সব কাজেই ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করি—দোকানে কেনাকাটা, অনলাইন অর্ডার, রেস্টুরেন্টে বিল দেওয়া, হোটেল বা টিকিট বুকিং। তবে যেভাবে সুবিধা দিচ্ছে, তেমনি কিছু ঝুঁকিও রয়েছে। প্রতারকরা নানা কৌশলে কার্ডের তথ্য চুরি করে টাকা হাতিয়ে নিতে পারে।নিরাপদ থাকার জন্য জানুন এই ৭ সহজ উপায়—1. পিন, পাসওয়ার্ড বা OTP কাউকে দেবেন নাব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কখনো এসব তথ্য চায় না। কেউ ফোন বা মেসেজে চাইলে সতর্ক থাকুন, এটি প্রতারণার ফাঁদ হতে পারে।2. মোবাইল ও কম্পিউটার ভাইরাসমুক্ত রাখুনঅনলাইন লেনদেনের সময় ডিভাইস সুরক্ষিত থাকা জরুরি। ভালো অ্যান্টিভাইরাস ব্যবহার করুন এবং নিয়মিত স্ক্যান করুন।3. ফিঙ্গারপ্রিন্ট সাইন-ইন ব্যবহার করুনযেখানে সম্ভব, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগইন করুন। এতে আপনার তথ্য অন্য কারও হাতের বাইরে থাকে।4. সহজ পিন ব্যবহার করবেন নাজন্মতারিখ বা ১-২-৩-৪-এর মতো সহজ পিন হ্যাকারদের জন্য সুবিধাজনক। পিন তৈরি করুন কঠিন ও অনুমান করা কঠিন।5. কার্ড হারালে সঙ্গে সঙ্গে লক করুনকার্ড হারালে অবিলম্বে ব্যাংকে ফোন করে বা অ্যাপ থেকে লক করুন। প্রয়োজন হলে নতুন কার্ড নিন।6. অচেনা লিংক বা অ্যাপে ক্লিক করবেন নাঅজানা লিংক বা সন্দেহজনক অ্যাপের মাধ্যমে তথ্য চুরি হতে পারে। ডাউনলোড বা ক্লিকের আগে নিশ্চিত হোন।7. লেনদেনের সতর্কতা বজায় রাখুননোটিফিকেশন চালু রাখুননিয়মিত ব্যাংক স্টেটমেন্ট মিলিয়ে দেখুনলেনদেনের সীমা নির্ধারণ করুনঅটো-পেমেন্টে খেয়াল রাখুনএকই কার্ড একাধিক অ্যাপে ব্যবহার করবেন নাসতর্কতা ও সচেতনতা বজায় রাখলেই ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার নিরাপদ হয়। দৈনন্দিন জীবনের ছোট ছোট নিয়ম মেনে চললে প্রতারণার ঝুঁকি কমানো সম্ভব।ভোরের আকাশ।।হর
ফেসবুক সম্প্রতি জানিয়েছে, তাদের নতুন আপডেটে মাত্র দুটি শর্ত পূরণ করলেই ব্যবহারকারীরা পেজের কনটেন্ট মনিটাইজেশন সুবিধা পেতে পারবেন।শর্তগুলো হলো:১. ভিডিও ভাইরাল করা:লং বা শর্ট যেকোনো ভিডিও হতে পারে।ভিডিও ভাইরাল হলে পেজের ফলোয়ার ও ওয়াচ টাইম বৃদ্ধি পায়।ভাইরাল ভিডিও থেকে এঙ্গেজমেন্ট বাড়লে মনিটাইজেশন সুবিধা প্রায় নিশ্চিত।২. নিয়মিত সক্রিয় থাকা:প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে।নিয়মিত আপডেটের মাধ্যমে ফেসবুক পেজকে ‘অ্যাক্টিভ’ হিসেবে দেখা হয়।সক্রিয় পেজ দ্রুত মনিটাইজেশন সুবিধা পায়।ফেসবুক বিশেষজ্ঞরা জানিয়েছেন, যারা মাত্র একটি ভাইরাল ভিডিও করেছেন এবং নিয়মিত ভিডিও আপলোড করছেন, তাদের পেজে মনিটাইজেশন দ্রুত চালু হয়েছে।এই আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই ফেসবুক পেজ থেকে আয়ের সুযোগ পেতে পারবে।ভোরের আকাশ // হ.র
বাংলাদেশ স্যাটেলাইট কম্পানি লিমিটেড (বিএসসিএল) জানিয়েছে, সৌর ব্যতিচারের প্রভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর সম্প্রচার কার্যক্রম আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন নির্দিষ্ট সময়ে সাময়িক বিঘ্নের সম্মুখীন হতে পারে।বিএসসিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিওস্টেশনারি স্যাটেলাইটের ক্ষেত্রে এটি স্বাভাবিক মহাজাগতিক ঘটনা এবং বছরে দুবার ঘটে। এই সময় সূর্য, পৃথিবী ও স্যাটেলাইট একই সরলরেখায় অবস্থান করে, ফলে সূর্যের শক্তিশালী বিকিরণ স্যাটেলাইটের সিগন্যালকে প্রভাবিত করতে পারে।সম্ভাব্য বিঘ্নের সময়সূচি অনুযায়ী:২৯ সেপ্টেম্বর: সকাল ৯:৩৫ থেকে ৯:৩৮ (৩ মিনিট)৩০ সেপ্টেম্বর: সকাল ৯:৩২ থেকে ৯:৪১ (৯ মিনিট)১ অক্টোবর: সকাল ৯:৩০ থেকে ৯:৪২ (১২ মিনিট)২-৩ অক্টোবর: সকাল ৯:২৯ থেকে ৯:৪২ (১৩ মিনিট)৪ অক্টোবর: সকাল ৯:২৯ থেকে ৯:৪১ (১২ মিনিট)৫ অক্টোবর: সকাল ৯:২৯ থেকে ৯:৪০ (১১ মিনিট)৬ অক্টোবর: সকাল ৯:৩০ থেকে ৯:৩৮ (৮ মিনিট)বিএসসিএল আশ্বাস দিয়েছে, এই সময়সূচি অনুযায়ী প্রায় অল্প সময়ের জন্য সিগন্যাল বিঘ্ন ঘটলেও অন্যান্য সময় সেবা স্বাভাবিক থাকবে।ভোরের আকাশ // হ.র