স্বাস্থ্যের সেই মালেকের ৫ বছর ও তার স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বাস্থ্যের সেই মালেকের ৫ বছর ও তার স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২ দিন আগে

আপডেট : ১ ঘন্টা আগে

স্বাস্থ্যের সেই মালেকের ৫ বছর ও তার স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বাস্থ্যের সেই মালেকের ৫ বছর ও তার স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বাস্থ্য অধিদফতরের পরিবহন পুলের সাবেক গাড়িচালক আব্দুল মালেকের পাঁচ বছর এবং তার স্ত্রী নার্গিস বেগমের তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও তিন মাস করে বিনাশ্রম কারাভোগ করতে হবে।

বুধবার (১৬ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক জাকারিয়া হোসেন জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় এ রায় দেন।

এদিন রায় ঘোষণার সময় মালেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আর জামিনে থাকা নার্গিস বেগম আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয় হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি ১০ লাখ ৯২ হাজার ৫০ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগে ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি আব্দুল মালেক ও তার স্ত্রী নার্গিস বেগমের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। পরবর্তীতে মামলাটি তদন্ত করে একই বছরের ২৭ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন নজরুল ইসলাম। ২০২২ সালের ১১ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

এছাড়া গত ২৩ মার্চ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে  আব্দুল মালেককে পৃথক দুই ধারায় ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দেন একই আদালত। এর আগে ২০২১ সালে ২০ সেপ্টেম্বর অস্ত্র আইনের মামলায় আব্দুল মালেককে দুই ধারায় ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির আবেদন

শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির আবেদন

বিচারকাজ পরিচালনায় আপিল বিভাগে নতুন দুই বেঞ্চ

বিচারকাজ পরিচালনায় আপিল বিভাগে নতুন দুই বেঞ্চ

পুলিশ কর্মকর্তা হত্যা: আরাভ খানসহ ৮ আসামির যাবজ্জীবন

পুলিশ কর্মকর্তা হত্যা: আরাভ খানসহ ৮ আসামির যাবজ্জীবন

প্রতারণার মামলায় গ্রেপ্তার মেঘনা আলম

প্রতারণার মামলায় গ্রেপ্তার মেঘনা আলম

মন্তব্য করুন