ছবি: সংগৃহীত
রাজধানীর হানিফ ফ্লাইওভারের পাশে বাস ও সিএনজির সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– সিএনজিচালক শহিদুল (৫০) ও দোকান কর্মী ইমরান (৪৮)। আহতের ব্যক্তির নাম রফিক (৫০)।
গুলিস্তান ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারের কর্মকর্তা পবিত্র জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করি। পরে রাত ৯টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে আহত রফিক ঢামেকের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন এবং নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনা সম্পর্কে আরও জানান, হানিফ ফ্লাইওভারের পাশে দ্রুতগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিকে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শহিদুল ও ইমরান মারা যান।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
আজকের বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় অবদান রয়েছে তমদ্দুন মজলিসের। মানুষের অধিকার, আদায়ের জন্য তমুদ্দিন মজলিস প্রতিষ্ঠা হয়েছিল। সত্যিকারের ইতিহাস, চেতনা, সংস্কৃতি তুলে ধরেছে এই ঐতিহ্যবাহী সংগঠনটি।শনিবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) সংগঠনটির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বিশিষ্ট ভাষাসৈনিক অধ্যাপক আব্দুল গফুর, বিশিষ্ট পরমানু বিজ্ঞানি ড. শমসের আলী, সাবেক সচিব এজেডএম শামসুল আলম, মজলিসের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন খানের স্মরণে আলোচনা সভায় বক্তরা এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন মজলিসের সভাপতি সাবেক কূটনীতিক ড. মুহাম্মাদ সিদ্দিকি। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মেজর (অব.) জামিল আহমেদ। বক্তব্য রাখেন মজলিসের সাবেক সভাপতি অধ্যাপক এম. এ. সামাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক ড, মো. আবু সায়েম, ঢাবির সাবেক অধ্যাপক ড. এম. আখতারুজ্জামান, কবি শাহ সিদ্দিকি, ড. জসিমউদ্দিন, অধ্যাপক ড. আতাউর রহমান বিশ্বাস, ড. মো. ইশা শাহেদি, আলহাজ ড. শামীম সিরাজী, কবি রবিউল মাশরাফি, মোস্তফা মাসুম আল বান্না, কবি আতিক হেলাল, ড. এ. কে. এম মাহাবুবুর রহমান, সৈয়দ ইসমাইল হোসেন জনি এবং অধ্যাপক ড. একরামুল ইসলাম। সভায় বক্তারা বলেন, অশান্তি-বিক্ষুব্ধ আজকের বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় মহানবী হযরত মোহাম্মদের (সা.) আদর্শের বিকল্প নেই। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। দুঃখের বিষয়, আজকের মুসলিম বিশ্ব মহানবীর আদর্শ থেকে বিচ্যুত হয়ে ভুল পথে রয়েছে।বক্তারা আরও বলেন, তমদ্দুন মজলিস পাকিস্তান সৃষ্টির মাত্র ১৫ দিনের মাথায় (১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর) গঠিত হয়। ভাষা আন্দোলনকে এগিয়ে নেয়। যার হাত ধরে ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে। ভাষা আন্দোলন না হলে স্বাধীনতার চেতনা সেইভাবে তৈরি হতো না। সেই হিসেবে তমদ্দুন মজলিসকে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টাও বলা যায়। এই সংগঠন ইসলামি জীবন দর্শনের শ্রেষ্ঠত্ব প্রমাণে প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত কাজ করে চলছে। ভোরের আকাশ/এসএইচ
“ওয়ার্ল্ড মেরিটাইম ডে, ২০২৫” উদযাপন উপলক্ষে বাংলাদেশ মেরিটাইম ল’ সোসাইটি (BMLS) “আওয়ার ওশান, আওয়ার অবলিগেশন, আওয়ার অপরচুনিটি” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সিআইআরডিএপি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারের সভাপতিত্ব করেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের (হাইকোর্ট বিভাগ) সাবেক বিচারপতি এ.এফ.এম. আব্দুর রহমান (অব.)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আখতার হোসেন।বিশেষ অতিথি ছিলেন, বিআইএমআরএডি-এর (BIMRAD) মহাপরিচালক কমোডর সৈয়দ মিসবাহ উদ্দিন আহমেদ (অব.)। এবং টাইসার গ্রুপ সার্ভিসেস লিমিটেডে, লন্ডন-এর কান্ট্রি ম্যানেজার এস. এম. মইনুল ইসলাম।মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ মেরিটাইম ল’ সোসাইটির সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহিউদ্দিন আব্দুল কাদির। থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল হাই।বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট শ্বেতা মিশ্র, কমোডর সৈয়দ আরিফুল ইসলাম (অব.)। সেমিনারে বিচারক, আইনজীবী, শিক্ষাবিদ, জাহাজ মালিক, বন্দর কর্তৃপক্ষ, সামুদ্রিক বীমা বিশেষজ্ঞ, ফ্রেইট ফরোয়ার্ডার, কার্গো স্টেকহোল্ডারসহ নৌপরিবহন অধিদপ্তর, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ ও রিভার পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সেমিনারে প্রধান অতিথি দেশের মেরিটাইম সেক্টরের উন্নয়নে আধুনিক ও উন্নত প্রযুক্তি, এআই, রোবটিক্স, অটোমেশন, চ্যাটজিপিটি প্রভৃতির ব্যবহারের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।এ লক্ষ্যে তিনি মেরিটাইম সেক্টরে দক্ষ জনবল তৈরি, মেরিটাইম পেশাজীবিদের উক্ত প্রযুক্তিসমূহে দক্ষতা উন্নয়ন এবং এই সেক্টরের উন্নয়নে একাডেমিশিয়ান, শিল্প প্রতিনিধি, ব্যবসায়ী, আইনজীবীসহ সব মেরিটাইম স্টেকহোল্ডারদের একযোগে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন।আলোচনায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় সামুদ্রিক আইন ও টেকসই মহাসাগর শাসনব্যবস্থার ভূমিকার ওপর। অংশগ্রহণকারীরা একমত হন যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য মহাসাগরকে সুরক্ষিত রাখা সবার যৌথ দায়িত্ব।ভোরের আকাশ/এসএইচ
জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ও ভিট বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি রাজধানীর গুলশান-১ এ অবস্থিত রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি এর প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর কার্যক্রম অনুষ্ঠিত হয়।ভিট, ডেপিলেশান ক্যাটাগরি লিডার হিসেবে বিগত ২৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে স্কিন হাইজিন সচেতনতা বৃদ্ধিতে ও ব্যবসার প্রসার ঘটাতে ভিট বাংলাদেশ এর সকল কার্যক্রমের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেকিট বেনকিজার-এর ম্যানেজিং ডিরেক্টর ভিশাল গুপ্তা, সিনিয়র মার্কেটিং ম্যানেজার সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার নিশাত তামান্না মৌ এবং উপস্থিত ছিলেন মাসুমা রহমান নাবিলা ও রেকিটের উর্দ্ধতন কর্মকর্তারা।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মাসুমা রহমান নাবিলা বলেন, বিশ্বের অন্যতম বিশ্বস্ত ও জনপ্রিয় ব্র্যান্ডের সাথে কাজ করতে পারাটা বেশ সৌভাগ্যের। ভিট ২৫ বছরেও বেশী সময় ধরে বাংলাদেশের হাজারো নারীদের আত্মবিশ্বাসী হওয়ার এবং এগিয়ে যাওয়ার জন্য যে কাজ করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসানীও। এই মহৎ উদ্যোগে আমি ভিট -এর সঙ্গী হতে পেরে অনেক আনন্দিত।অনুষ্ঠানে রেকিটের সিনিয়র মার্কেটিং ম্যানেজার সালাহউদ্দিন আহমেদ বলেন, আমাদের এই পথচলায় নাবিলাকে পেয়ে আমরা আনন্দিত। ভিট বাংলাদেশে ব্যবসা পরিচালনার পাশাপাশি সফলতার সহিত সমাজের জন্য ইতিবাচক কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি ভিট অ্যাম্বাসেডরের সাথে এই কাজের পরিধি আমরা আরও বিস্তৃত করতে পারবো।ভোরের আকাশ/এসএইচ
বাজারে অসহায় ক্রেতারা। অনেক আগেই সব নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে গিয়ে স্থির হয়ে আছে। প্রতি সপ্তাহে এই অবস্থার সামান্য পরিবর্তন ঘটলেও ক্রয়ক্ষমতায় ফিরতে পারছেন না ক্রেতারা। শুধু নিম্নবিত্ত নয়, পণ্যের চড়া দামে মধ্যবিত্ত পরিবারের ক্রেতাদের কপালেও চিন্তার ভাঁজ পড়ছে। মূল্যস্ফীতির তীব্র প্রভাব পড়েছে পণ্যের দামে। বাজারে আসা ক্রেতাদের চোখে-মুখে দুশ্চিন্তার ছাপ। বাজারের একের পর এক দোকান ঘুরে দামের পার্থক্য খুঁজে পণ্য কিনছেন ক্রেতারা। মান নয়, তুলনামূলক কম দামে ঝুড়িতে পণ্য ভরাতে পারলেই যেন ক্রেতাদের প্রশান্তি। গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন পাইকারি ও খুঁচরাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।সকাল দশটায় কারওরানবাজার ঘুরে দেখা গেছে, কুড়িয়ে পাওয়া বিভিন্ন শাক-সবজির পসরা সাজানো হয়েছে। ছিন্নমূল লোকজনের এমন দোকানের সংখ্যা দশটির কম হবে না। দাম কম হওয়ায় ওই দোকানেও ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। এমন দোকানদের একজন হলেন হালিমা খাতুন।তিনি জানান, আড়তদারদের পণ্য ওঠানামায় সাহায্য করার বিনিময়ে তারা এসব পণ্য পেয়ে থাকেন। কিছু পণ্য কুড়িয়েও আনা হয়। তবে পণ্যের মান কোনওভাবেই খারাপ নয় বলে দাবি করেন হালিমা খাতুন।সবজি কিনছেন নগরীর সেন্ট্র্রালরোডবাসী মো. ইউসূফ। বেসরকারি একটি প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে কাজ করেন। সবজি কেনা শেষে ভোরের আকাশকে বলেন, ‘পণ্যের দাম কমে যাওয়ার কোনো লক্ষ্য দেখছি না। এলাকার বাজারের তুলনায় কারওরানবাজারে সামান্য কম দামে কেনা যায়। কিন্ত জিনিসপণ্যের দাম তো অনেক আগেই বেড়ে গিয়ে আর নিচে নামেনি। এখন দু’-এক টাকা কমলেও আমাদের লাভ নেই।’আরেক ক্রেতা আমজাদ হোসেন বলেন, ‘আগে মাসে কয়েকবার দেশি মুরগি কিনতাম, এখন সেটা স্বপ্ন হয়ে গেছে। ব্রয়লারের দাম প্রতিনিয়ত বাজারে ওঠানামা করছে, বাজার গরম থাকে সবসময়। মাছ কিনতে গেলেও গুনতে হচ্ছে প্রায় দ্বিগুণ দাম। বাজারের নিত্যপণ্যের দামের সঙ্গে আয়-রোজগারের কোনো মিল নেই। অসাধু চক্রের সদস্যরা অদৃশ্য থেকে বাজারে নিত্যপণ্যের দাম বাড়িয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এরা বিভিন্ন সময় বিভিন্ন ব্যানারে দাঁড়িয়ে এসব লুটপাট করলেও সরকার তাদের কখনও চিহ্নিত করতে পারে না- এমন ক্ষোভ প্রকাশ করলেন আমজাদ হোসেন।কারওয়ানবাজার থেকে এক কিলোমিটার দূরে নগরীর মোতালেব মার্কেটের পাশের হাতিরপুল খুচরা বাজারেও পণ্যের লাগামহীন দাম। একটি বেসরকারি হাসপাতালের কর্মচারী হেলাল উদ্দিন ভোরের আকাশকে বলেন, ‘দু’টি জিনিস কিনব। তাই কারওয়ানবাজারে গেলাম না। কিন্ত এক কেজি বেগুনের দাম ১৭০ টাকা চেয়ে বসেছে। আর চাল কুমড়ার দাম নিল ৬৫ টাকা।’পাশেই দাঁড়িয়েছিলেন এক ক্রেতা। তিনি বলতে শুরু করলেন ‘বাজারে আসলে সব সময় আগে দেখি কোন পণ্যের দাম কম। সেই পণ্য আগে কেনার চেষ্টা করি। কখন যে দাম বেড়ে যায় এই আতঙ্কে থাকতে হয়। যে স্বল্প বেতন পাই। তা দিয়ে কোনোরকম সংসার চালাই। তাও মাঝেমধ্যে টিসিবির লাইনে দাঁড়িয়ে কম টাকায় পণ্য বাসায় কিনে নিয়ে যাই। লাগামহীন বাজারে আমরা কথা বলে কোনো লাভ নাই। আমদের কথায় কিছু যায় আসে না। সরকার সিন্ডিকেটের বিরুদ্ধে শক্ত কোনো পদক্ষেপ নিতে পারে না। এমন অসহায় অবস্থায় আমরা।’একই চিত্র দেখা গেছে নগরীর শান্তিনগর বাজারে। মাছের দরকষাকষিতে ব্যস্ত মো. সালাম। তিনি ভোরের আকাশকে বলেন, ‘ইলিশ মাছের দিকে তো তাকাতেই পারি না। এক কেজির বেশি ওজনের কাতলের কেজি ৩৫০ টাকা, এক কেজির কম ওজনের কাতলের কেজি ২৮০ টাকা, রুই ৩২০ টাকা, পাঙ্গাস ১৮০ টাকা। অবস্থা দেখে মনে হচ্ছে, মাছ ছাড়াই বাসায় ফিরতে হবে।’আরেক ক্রেতা মো. সুলাইমান বলেন, ‘দাম কমে যাওয়ার আশা নিয়ে বাজারে আসি। কিন্ত কোনো পরিবর্তন নেই। তিন-চারটি সবজি কিনলেই পাঁচশ টাকা চলে যায়।’সাপ্তাহিক বাজার পরিস্থিতি রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এসব বাজারে প্রায় কোনো সবজির কেজিই ৮০ টাকার নিচে নেই। চিচিঙ্গার কেজি ৮০ টাকা, বরবটি ১২০ টাকা, লাউ ৮০ টাকা, করলা ১২০ টাকা, উস্তা ১০০ টাকা, বেগুন ১২০ টাকা, বড় (বেগুনি রং) বেগুন ২০০ টাকা, ঝিঙ্গা ১০০ টাকা, চালকুমড়া ৭০ টাকা, পেঁপে ৩০ থেকে বাজারভেদে ৩৫ কাটা, পটল ৮০ টাকা, শসা ৭০ থেকে ৮০ টাকা, ঢেড়স ১০০ টাকা, ধুন্দল ১০০ টাকা এবং কাকরোলের কেজি ১০০ টাকা দেখা গেছে বাজারগুলোতে। কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকা। এছাড়া গাজর ১২০ টাকা, টমেটো ১৪০ টাকা, মুলা ৮০ টাকা, কচুর লতি ৭০ টাকা কেজি এবং লেবুর হালি ৩০ থেকে ৩৫ টাকায় মিলছে।বাজারে মাঝারি মানের এক হালি কাঁচকলা ৪০ টাকা, বড় কাঁচকলা ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, ওলের কেজি মিলছে ৭০ টাকা। বাজারে মণ খারাপ শুধু আলুর। প্রতি কেজি আলুর দাম ২০ থেকে ২৫ টাকা। কোনো বাজারেই এ সবজির দাম ২৫ টাকার ওপরে দেখা যায়নি। উচ্চ মূল্যের বাজারে বাড়তি পকেট কাটছে শাকের দাম। বাজারগুলোতে লাল শাকের আঁটি ২৫ টাকা, পুঁই শাকের আঁটি ৫০ টাকা, লাউ শাক ৫০ টাকা, কলমি শাকের আঁটি ২৫ টাকা এবং কচুর শাকের আঁটি ১০ টাকায় মিলছে।প্রতিযোগিতার দামে দেশি সবজির মন খারাপের অবস্থা সবজিতে। এত বেড়েও নাগাল ছুতে পারেনি বিদেশি সবজির দামে। বাজারে সবুজ ক্যাপসিকাম মিলছে ৩৫০ টাকা কেজি, রঙিন ক্যাপসিকাম ৮০০ টাকা এবং বিটরুট প্রতি কেজির দাম রাখা হচ্ছে ১৪০ টাকা। শীত আসতে ঢের দেরি। তার আগে বাজারে যে নতুন শিম উঠেছে তার কেজি ২৫০ টাকা এবং ২০০/২৫০ গ্রামের একটি ফুল কপির দাম বাজারভেদে ৭০ থেকে ৮০ টাকা দেখা যাচ্ছে।শান্তিনগর বাজারে আসা মোসলেম উদ্দিন পণ্যের দাম নিয়ে এতটাই অস্বস্তিতে যে কোনো কথা বলতেই নারাজ। তিনি বলেন, ‘নিশ্চয়ই এসব সবজির অনুভূতি আছে। দামে তারা খুবই খুশি। কারণ নিজের দাম অনেক উঠছে। বিক্রেতারাও খুশি। তারা ৫ টাকা বাড়তি দাম দিয়ে কিনলে খুচরা বাজারে ১০ থেকে ১৫ টাকা বাড়িয়ে বিক্রি করছে। কেন বাড়লো, কত বাড়লো, এটা দেখার কেউ নেই, জবাবদিহি করার কোনো জায়গা নেই।’সবজির দামের যখন এই অবস্থা, জাতীয় মাছ সোনালি ইলিশের দাম বেশি না হলে হয়! রাজকীয় দাম এই মাছের। কিন্ত চড়া দামে কুলাতে না পেরে ক্রেতারা দাম জিজ্ঞেস করেই কেটে পড়তে চাইছেন। অবশ্য বিক্রেতারা যেন নাছোড়বান্দা। কেউ দাম জানতে চাইলে যেন কিনিয়েই ছাড়তে চান। এক কেজি থেকে বেশি ওজনের ইলিশের কেজি ২৩শ’ টাকার ওপরে। ৮শ’ গ্রাম ওজনের ইলিশের কেজি ১৮শ’ টাকা, ২০০/২৫০ গ্রাম ওজনের ইলিশের কেজি ৫৫০ টাকা থেকে বাজারভেদে ৬০০ টাকা রাখা হচ্ছে।দামে কম যায় না অন্য মাছগুলোও। এক কেজির বেশি ওজনের কাতলের কেজি ৩৫০ টাকা, এক কেজির কম ওজনের কাতলের কেজি ২৮০ টাকা, রুই ৩২০ টাকা, পাঙ্গাস ১৮০ টাকা, সিলভার কার্প ১৬০ টাকা, তেলাপিয়া ১৬০ টাকা, এক কেজির বেশি ওজনের বোয়ালের কেজি ৬০০ টাকা এবং আইড় ৮০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া পাবদা মাছের কেজি ৪০০ টাকা, চিংড়ি ৬৫০ টাকা, বড় চিংড়ি ১০০০ থেকে ১২০০ টাকা, ছোট বাইম ৬০০ থেকে ৭০০ টাকা, বড় বাইম ১২০০ টাকা, কই ২৫০ টাকা, শোল ৬০০ টাকা, মলা মাছ ৪০০ টাকা, কাঁচকি মাছ ৪০০ টাকা, ট্যাংরা ৮০০ টাকা, বড় বেলে ১০০০ টাকা, ছোট বেলে ৮০০ টাকা, সরপুঁটি ২০০ টাকা, মাঝারি রূপচাঁদা ৬০০ থেকে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।দামের স্থিতিশীলতা কেবল মুরগিতে। ব্রয়লার মুরগির কেজি বাজারভেদে ১৭০ থেকে ১৮০ টাকা, সোনালি মুরগি ৩১০ থেকে বাজার ভেদে ৩২০ টাকা এবং লেয়ার ৩০০ টাকা রাখা হচ্ছে। ফার্মের মুরগির ডিমের হালি বিক্রি হচ্ছে ৪৮ টাকা। খোলা চিকন চাল (মিনিকেট) ধরন ও কোম্পানিভেদে ৮০ থেকে ৯০ টাকা, স্বর্ণা মোটা চাল ৬০ টাকা, পাইজাম ৬৫ টাকা এবং আঠাশ চালের কেজি ৬৫ থেকে ৬৭ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।দেশি মসুরের ডালের কেজি ১৫০ টাকা, আমদানি করা মোটা ডাল ১১০ টাকা, ছোলার ডাল ১৪০ থেকে ১৫০ টাকা এবং মুগ ডালের কেজি ১৬০ টাকা বিক্রি হচ্ছে। বাজারে গরুর মাংস মিলছে ৭৬০ থেকে ৭৮০ টাকা কেজি। ছাগলের মাংস বিক্রি হচ্ছে ১১০০ টাকা কেজি এবং ছাগি ১০৫০ টাকা কেজি। ভোজ্যতেলের লিটার রাখা হচ্ছে ১৮৯ টাকা। পেঁয়াজের কেজি ৮০ টাকা, আমদানি রসুন ১৫০ টাকা, দেশি মাঝারি রসুন ১২০ টাকা কেজি এবং ছোট রসুন ৬০ থেকে ৮০ টাকা কেজি রাখা হচ্ছে।ক্রেতা-বিক্রেতার পাল্টা-পাল্টি অভিযোগদেশের বাজারে লাগামহীন নিত্যপণ্যে স্বস্তি ফিরছেই না। রোজকার খাবারের মৌলিক উপাদান মাছ, মাংস, ডিম, ডাল, শাক-সবজি- সবকিছুর দাম আকাশচুম্বী। নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলো এখন আয়-ব্যয়ের হিসাব মেলাতেই হিমসিম খাচ্ছে। মাসের শেষে সংসার চালাতে ঋণ নিতে হচ্ছে বহু পরিবারকে। ব্যয় কাটছাঁট করেও মিলছে না স্বস্তি। নিম্ন আয়ের মানুষের জন্য জীবনধারণ এখন এক দুঃসাধ্য লড়াইয়ের নাম। ক্রেতাদের অভিযোগ, নানা অজুহাতে পণ্যের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। কখনো কোনো পণ্যের দাম ‘সামান্য’ কমলেও সপ্তাহের ব্যবধানে তা ফের বাড়ছে। এ অবস্থায় বাজারে গিয়ে অসহায় হয়ে পড়ছেন স্বল্প আয়ের মানুষ।টিসিবির বাজারদর বিশ্লেষণ বলছে, গত দুই মাসেই পেঁয়াজ, ডিম, ডাল ও সবজির দাম অস্বাভাবিক হারে বেড়েছে। ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণেই নিত্যপণ্যের দাম কমছে না। অন্যদিকে বিক্রেতারাও বলছে, টানা বৃষ্টির কারণে কৃষকের খেতে ব্যাপক ক্ষতি হয়েছে, ফলে সরবরাহ কমেছে।কারওয়ানবাজারের সবজি বিক্রেতা রকিব উদ্দিন জানান, পাইকারি বাজারেই আগের চেয়ে দ্বিগুণ দামে সবজি কিনতে হচ্ছে। ফলে খুচরায়ও বেশি দামে বিক্রি করতে হয়। দাম বাড়ায় ক্রেতারা সবজি কেনা কমিয়ে দিয়েছে, এতে আমাদেরও লোকসান হচ্ছে।মগবাজার কাঁচাবাজারের ব্যবসায়ী সুরুজ মিয়া জানালেন, আগে যেখানে প্রতিদিন ১৪০-১৫০ টাকা কেজি মুরগি বিক্রি হতো। মাত্র কয়েকদিনের ব্যবধানে ৪০-৫০ টাকা কেজি প্রতি বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে। দাম বেশি হওয়ায় অনেক ক্রেতা এক কেজির বদলে আধা কেজি মুরগি কিনছেন। আমাদের বেশি দামে কিনে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। আমরা খুচরা ব্যবসায়ী আমরা পাইকারি ব্যবসায়ীদের কাছে কম দামে পেলে তা কম দামে বিক্রি করতে পারতাম।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির হার নিরূপণের জন্য বিভিন্ন বাজার থেকে নিত্যপণ্যের দামের যেসব তথ্য সংগ্রহ করে তা নিয়ে কেন্দ্রীয় ব্যাংক নিজস্ব পদ্ধতিতে মূল্যস্ফীতির উত্তাপের নকশা তৈরি করেছে। ওই নকশায় কোনো পণ্যের দাম কোনো মাসে গড়ে ১০ শতাংশের বেশি বাড়লে তা লাল তালিকায় বা রেড জোনে ফেলা হয়। ৮ শতাংশের বেশি থেকে ১০ শতাংশের মধ্যে বাড়লে হালকা লালে, ৬ শতাংশের বেশি থেকে ৮ শতাংশের মধ্যে বাড়লে লাল-সবুজের মিশ্রণের অঞ্চলে, ৪ শতাংশের বেশি থেকে ৬ শতাংশের মধ্যে বাড়লে সবুজাভাব অঞ্চলে, ২ শতাংশের বেশি থেকে ৪ শতাংশের মধ্যে বাড়লে হালকা সবুজ ও শূন্য থেকে ২ শতাংশের মধ্যে বাড়লে সবুজ রংয়ে ফেলা হয়। কোনো পণ্যের দাম কমলেও তাকে গাঢ় সবুজ রংয়ের মধ্যে ফেলা হয়।ভোক্তা স্বার্থ সংরক্ষণে কাজ করা সংগঠন ‘ভোক্তা’র নির্বাহী পরিচালক মো. খলিলুর রহমান সজল মনে করেন, ভোক্তারা এখন এতটাই সহনশীল হয়ে গেছে যে, এই অস্বাভাবিক দামকে ভাগ্যের ফের মনে করছে। অথচ সরকারের নিয়ন্ত্রক সংস্থাগুলো নিয়মিত বাজারে হস্তক্ষেপ করলে পরিস্থিতি এতটা ভয়াবহ হতো না।বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মুস্তফাকে মুজেরি বলেন, এই সংকট নিরসনে বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা জরুরি। পাইকারি পর্যায়ে মনোপলি ভাঙা, খাদ্য আমদানিতে শুল্ক কমানো এবং কৃষিপণ্যের সরাসরি বিপণন চ্যানেল শক্তিশালী করা এখন সময়ের দাবি। এই পদক্ষেপগুলো গ্রহণ করা না হলে খাদ্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরেই থাকবে।ভোরের আকাশ/এসএইচ